New TVS Apache RTR 160 4V মালিকানা রিভিউ - হিমেল

This page was last updated on 01-Dec-2022 03:40pm , By Raihan Opu Bangla

আমি ইসমাইল হোসেন হিমেল। আমার বাসা নাটোর সদর উপজেলায়। পেশায় আমি একজন ছাত্র,এবং ব্যবসায়ী। বর্তমানে আমি New TVS Apache RTR 160 4V বাইক ব্যবহার করছি এটা আমার জীবনের প্রথম বাইক। 

New TVS Apache RTR 160 4V মালিকানা রিভিউ

 

গত ১৪ ই নভেম্বর ২০২০ ইং বাইকটি আমার বাবা আমাকে কিনে দেয় আমার জন্মদিনের উপহার হিসেবে, আমার জীবনে সবচেয়ে দ্বিতীয় দামি উপহার ছিলো এটি। আমার বাইকটি New TVS Apache RTR 160 4V প্রায় ১০,০০০+ কিলোমিটার চলেছে ।

বাইকিং পচ্ছন্দের কারণ বলতে গেলে প্রথম যে বিষয়টি মাথায় আসে সেটা হলো স্বাধীনতা। বাইকিং এর কারণে নতুন নতুন বন্ধু তৈরি হয়েছে, দেশের বিভিন্ন যায়গায় ভাইব্রাদারের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠেছে। বাইকিং এর মাধ্যমে দেশের বিভিন্ন সুন্দর সুন্দর যায়গায় ঘুরে বেড়ানোর সুযোগ হয়েছে। আমার বাইকটি প্রথমে বেছে নেওয়ার মাধ্যম ছিলো YouTube, সেখানে বাইক বিডির চ্যানেলে New TVS Apache RTR 160 4V Refresh Edition এর বাইকটির রিভিউ দেখি। সেখান থেকে ভালোলাগা শুরু, পরে এলাকার ভাই-বন্ধুদের বাইক চালিয়ে বাইকটি খুব পছন্দ হয়।

  

বাইকটির টপ স্পিড, থ্রটল রেস্পন্স, লুকস এক কথায় অসাধারণ। সে সঙ্গে স্পেয়ার পার্টস সব কিছু হাতের নাগালে পাওয়া যায়। বর্তমানে বাইকটির দাম ১,৯৭,০০০ টাকা। বাইকটি কিনেছিলাম হাসিব এন্টারপ্রাইজ বনপাড়া, নাটোর থেকে। যে দিন বাইক কিনতে যাবো সেদিন ছিলো শীতের সকাল, আমার বাবা হঠাৎ করেই আমাকে নাটোরে একটি বাজাজের শোরুমে নিয়ে যায়। মা, বাবা, দাদা বলে যে কোন বাইকটা পচ্ছন্দ? আমি তো একদম সারপ্রাইজ হয়ে যাই ! তখন আমি জিজ্ঞাস করি বাইক কার জন্য?

আম্মু বলে তোমার জন্য কিন্তু কথাটা শুনে আমার বিশ্বাস হচ্ছিলো না কারণ বিগত ২ বছর যাবত বাইক নিবো বাইক নিবো করে তাদের মাথা নষ্ট করেছি, কিন্তু তারা আমাকে বাইক দিতে রাজি ছিলো না। আর আজ আমাকে নিজের ইচ্ছায় বাইক দিতে চাচ্ছে। ব্যাপারটা অসাধারণ ছিলো। আমি সবাইকে বলি আমার পছন্দের একটা বাইক আছে । ওখান থেকে গণি মটরস এ যাই কিন্তু সে সময় তাদের কাছে Apache RTR 160 4V ছিলোনা। খবর নিয়ে বনপাড়া হাসিব এন্টার প্রাইজ এর ডিলার পয়েন্টে যাই এবং সেখান থেকে আমার পছন্দের বাইকটি সংগ্রহ করি। বাইকটি প্রথম চালানোর অনুভূতি ভাষায় প্রকাশ করার সম্ভব নয়, বাইক কেনার আগে বাবার বাইক মাঝে মধ্যে চালাতাম। কিন্তু সেদিন যখন বাইক নিয়ে শোরুম থেকে বের হই তখন ঈদের আনন্দের মত খুশি লাগছিল ।

TVS Apache RTR 160 4v বাইকের দাম অনুপাতে অনেক ফিচার রয়েছে, উল্লেখযোগ্য হলো তার ইঞ্জিন - ১৫৯.৭ সিসির ৪ ষ্টোক সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল্ড ইঞ্জিন সঙ্গে ৪ ভাল্ব। এই ইঞ্জিন 8000 RPM এ 16.5PS এবং 6500 RPM এ 14.8 Nm টর্ক উৎপন্ন করতে পারে।

  

এই বাইকের সাসপেনশন সিস্টেমে সামনে ডুয়েল টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে একটি মনো শক সাসপেনশন রয়েছে। সামনের চাকাটি 90/90-17 টায়ারে এবং পিছনে 130/70-17 রেডিয়াল টায়ার। উভয় টায়ার টিউবলেস। বাইকটির মিটারে অনেক ফিচার রয়েছে যেমন মোবাইল Apps এ কানেকশ করার সুবিধা। হেডলাইটে ভালো আলোর জন্য এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। বাইকটি মোট ৮ বার সাভিসিং করেছি তার মধ্যে ৫ বার শোরুমের ফ্রি সাভিস এবং ৩ বার বাইরের লোকাল গ্যারেজ থেকে। ২৫০০ কিলোমিটার পর্যন্ত আমি ব্রেক ইন পিরিয়ড এর নিয়ম মেনে বাইকটি রাইড করি । তখন আমি ৩৫-৪০ মাইলেজ পেয়েছি। এবং ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার পর থেকে মাইলেজ ৪০-৪৫ পাচ্ছি। বাইকটি থেকে আমি ১৪০ টপ স্পিড পেয়েছি। আমার বাইকে আমি Gulf 10w30 গ্রেডর ইন্জিন অয়েল ব্যবহার করি, যার বর্তমান বাজার মূল্য ৪০০ টাকা, আমার বাইকে ১২০০ এম এল ইন্জিন অয়েল প্রয়োজন হয়। বাইকের টায়ার পরিবর্তন করেছি সামনে এবং পিছনের এখন ব্যবহার করছি MFR Messter এবং ব্রেক ক্যালিপার পরিবর্তন করেছি।

New TVS Apache RTR 160 4V বাইকের কিছু ভালো দিক -

  • টপ স্পিড
  • থ্রটল রেস্পন্স
  • লুকস
  • কম্ফোর্ট
  • মেইনটেইনস খরচ কম

New TVS Apache RTR 160 4V বাইকের কিছু খারাপ দিক -

  • ব্রেক
  • টায়ার
  • আফটার সাভিসিং অনেক খারাপ
  • ভাইব্রেশন
  • সাসপেনশন অনেক শক্ত

বাইক নিয়ে আমার লম্বা দুরত্বের ভ্রমন এর মধ্যে রাজশাহী থেকে ঢাকা - ময়মনসিংহ আবার সেখান থেকে রাজশাহী এই লং রাইডে বাইকটির পার্ফরমেন্স খুব ভালো ছিল। লং রাইডে ৪৫+ মাইলেজ পেয়েছি এবং কোন রকম ব্যাকপেইন ফিল করি নাই।

  

বাইকটির চুড়ান্ত মতামত এবং আমার ব্যাক্তিগত মতামত হলো, বাইকটি দাম অনুপাতে একদম পারফেক্ট, মাইলেজ এবং মেইনটেইন খরচ অনেক কম । বাইকটি দেখতে অসাধারণ। তবে বাইকটিতে যদি ব্রেকিং সিষ্টেম একটু বেটার করতো তবে আরো বেশি ভালো হতো। টায়ার অনেক শক্ত হওযার কারনে ব্রেকিং এ সমস্যা লক্ষ করা যায়। তবে বাইকটির দাম অনুপাতে অনেক অনেক ভাল সার্ভিস প্রদান করছে। ধন্যবাদ ।   

লিখেছেনঃ ইসমাইল হোসেন হিমেল  

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Honda XL250 Degree

Honda XL250 Degree

Price: 0.00

Yamaha FZ-S 153

Yamaha FZ-S 153

Price: 0.00

Yamaha YB 100 Deluxe

Yamaha YB 100 Deluxe

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Bajaj Pulsar NS150

Bajaj Pulsar NS150

Price: 0.00

Bajaj Pulsar 400

Bajaj Pulsar 400

Price: 0.00

CFMoto 300SS

CFMoto 300SS

Price: 510000.00

View all Upcoming Bikes