লিফান দিচ্ছে Lifan KPR সিরিজে ১০,০০০ টাকা ডিস্কাউন্ট অফার!

This page was last updated on 09-Jan-2025 03:20pm , By Raihan Opu Bangla

লিফান মোটরসাইকেল বাংলাদেশ Lifan KPR সিরিজে দিচ্ছে ১০,০০০/- টাকার ডিস্কাউন্ট অফার। লিফান কেপিআর বাইকটি বাংলাদেশে অন্যতম বাজেট ফ্রেন্ডলি স্পোর্টস বাইক।lifan kpr 165r efi front brake, rear brake and engine

বাংলাদেশে KPR এর তিনটি ভার্সন রয়েছে বর্তমানে। প্রথমটি হচ্ছে Lifan KPR 150, যা লঞ্চ করা হয় ২০১৫ সালে। এছাড়া বাইকটিতে কিছু স্টিকার চেঞ্জ ও গ্রাফিক্স চেঞ্জ করা হয়েছে। এরপর তারা লঞ্চ করে ওয়াটার কুলিং Lifan KPR165R কার্বুরেটর ভার্সন। এছাড়া বাইকটির অপর একটি ভার্সন এর সাথে যুক্ত করা হয়েছ EFI (ফুয়েল ইঞ্জেকশন)। 

Also Read: Lifan KPT 150 Feature Review Explore The Adventure

যখন Lifan KPR165 কার্বুরেটর ভার্সন প্রথম বার লঞ্চ করেছে তখন বাংলাদেশে কিছু পরিবর্তন করে আনা হয়েছে। বাইকটিতে NBF2 ইঞ্জিন যুক্ত করা হয়েছে, সেই সাথে ক্র্যাঙ্ককেস, কুলেন্ট ইনলেট এবং নতুন ট্রান্সমিশন এর কারনে গিয়ার চেঞ্জ অনেক স্মুথ হয়েছে। তারা আরও যুক্ত করেছে ওয়েল ফিল্টার, ক্লাচ প্লেট। 


অন্যান্য পরিবর্তনের মধ্যে রয়েছে KPS রিম, KPT সুইং আর্ম, ১৩০ সেকশন রেয়ার টায়ার এবং ৪৯ দাতের রেয়ার স্প্রোকেট। এছাড়া ফুয়েল ইঞ্জেকশন ভার্সনেও একই ধরনের পরিবর্তন করা হয়েছে।

lifan kpr series offer poster discount on kpr

Also Read: Lifan 200cc Bikes In Bangladesh at a glance

Lifan KPR Series Discount Offer


KPR SeriesOriginal PricePrice after Discount
KPR1501,85,0001,75,000
KPR 165 Carburator1,99,0001,89,000
KPR 165 Fuel Injection2,10,000200,000


ঠিক গতমাসেই লিফান তিনটি নতুন বাইক বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে। তিনটি বাইক হচ্ছে Lifan K19 (ক্রুজার বাইক), Lifan X-Pect 150 (অফরোড বাইক) & Lifan KPT150 with ABS (এডভেঞ্চার বাইক)। এই তিনটি বাইকের মধ্যে বাইকাররা সবচেয়ে বেশি পছন্দ করেছেন Lifan K19 বাইকটি বেশ মাসকুলার এবং ডায়নামিক।


Click To See All Lifan Bike Price In Bangladesh


এই বাইকটিতে দেয়া হয়েছে এলইডি হেডলাইট এবং টেইল লাইট এর সাথে দেয়া হয়েছে একটি ভেরিয়েবল হ্যান্ডেলবার। বাইকটির ইঞ্জিনে দেয়া হয়েছে NFB 2 এবং সেই সাথে ফুয়েল ইঞ্জেকশন।lifan kpr 165 carb red fron tire and brake with headlight

Also Read: Lifan KPR 150 v2 ২০,০০০ কি.মি. মালিকানা রিভিউ - নুরুজ্জামান নুর

 Rasel Industries Ltd বাইক গুলোর প্রি বুকিং নেয়া শুরু করেছে। আশা করা যাচ্ছে বাইক গুলো এই বছরের শেষ দিকে অথবা আগামী বছর জানুয়ারির শুরুর দিকে ডেলিভারি দেয়া শুরু হবে। বর্তমানে যারা বাইক গুলো প্রিবুকিং করবেন তাদের জন্য রয়েছে দুই বছরের রেজিস্ট্রেশন ফি ফ্রী। দুই বছরের জন্য মোটামুটি ১২-১৩ হাজার টাকার মত রেজিস্ট্রেশন ফি জমা দিতে হয়।

এই তিনটি বাইকের দামঃ *Lifan K19– BDT 260,000 * Lifan X-Pect– BDT 175,000 *Lifan KPT (Duel Channel ABS)– BDT 275,000