ইয়ামাহা ঈদ উল আযহা ২০২৩ ক্যাশব্যাক অফার - সর্বোচ্চ ১৩৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
Published On 03-Jun-2023 12:10pm , By Raihan Opu Bangla
ইয়ামাহা মোটরসাইকেল তাদের বাইকের পারফর্মেন্স, ডিজাইন, লুকসের কারণে বাংলাদেশী বাইকারদের কাছে অনেক বেশি জনপ্রিয়। আগামী ঈদ উল আযহা ২০২৩ উপলক্ষ্যে ইয়ামাহা বাংলাদেশী বাইকারদের জন্য নিয়েছে এসেছে একটি দারুণ ঈদ ক্যাশব্যাক অফার ২০২৩।

বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল তাদের পারফর্মেন্স এবং স্টাইলের জন্য বাইকারদের কাছে জনপ্রিয়। জাপানিজ মোটরসাইকেল ব্র্যান্ডের ভেতর ইয়ামাহা অন্যতম একটি ব্র্যান্ড। বাংলাদেশের বাইকারদের জন্য ইয়ামাহা সব সময় দারুণ সব অফার নিয়ে হাজির হয়ে থাকে।
সম্প্রতি ইয়ামাহা ঈদ উল আযহা উপলক্ষ্যে নিয়ে এসেছে দারুণ এক ক্যাশব্যাক অফার। যেখানে সর্বোচ্চ ১৩,৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক থাকছে এবং সেই সাথে থাকছে ঈদ উপহার। তবে এই ক্যাশব্যাক শুধু মাত্র কিছু সিলেক্টেড মডেলের উপর দেয়া হচ্ছে।

- FZ-S FI V2 DD-এ থাকছে ৮,৫০০ টাকা ক্যাশব্যাক!
- FZ-S FI V3 ABS-এ থাকছে ৮,৫০০ টাকা ক্যাশব্যাক!
- FZ-S FI V3 ABS Vintage Edition-এ থাকছে ১৩,৫০০ টাকা ক্যাশব্যাক!
- FZS FI V3 ABS (BS6)-এ থাকছে ৫,০০০ টাকা ক্যাশব্যাক!
- R15 V3-এ থাকছে ১০,০০০ টাকা ক্যাশব্যাক!
তবে এই ক্যাশব্যাক অফারটি দেয়া হচ্ছে ইয়ামাহার এর কিছু সিলেক্টেড মডেলের বাইকের উপর। অফারটি চলবে পরবর্তি কোন ঘোষণা না দেয়া পর্যন্ত। তাই দ্রুত অফারটি গ্রহণ করতে আপনার কাছাকাছি ইয়ামাহা মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন।

ইয়ামাহা এর কমিউটার নেকেড স্পোর্টস সেগমেন্টের জনপ্রিয় মডেল হচ্ছে FZS সিরিজ। এই সিরিজের মডেল গুলো হচ্ছে FZ-S FI V2 DD, FZ-S FI V3 ABS, FZ-S FI V3 ABS Vintage Edition, FZS FI V3 ABS এবং স্পোর্টস সেগমেন্টের সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেল R15 V3।
ঈদ উল আযহা উপলক্ষ্যে ইয়ামাহা এর ক্যাশব্যাক অফারটি ইয়ামাহা প্রেমীদের জন্য এক সুবর্ন সুযোগ। এই ঈদে হবে ইয়ামাহা বাইকের সাথে। তাই দেরি না করে ক্যাশব্যাক অফারটি গ্রহণ করতে এখনই ইয়ামাহা শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ।