Shares 2

মটর বাইকের মামলা হওয়ার পর কিভাবে কাগজ ফেরত পাবো?

Last updated on 19-Nov-2023 , By Ashik Mahmud Bangla

মটর বাইকের মামলা হওয়ার পর কিভাবে কাগজ ফেরত পাবো, সেটা জানার আগে আমাদের সবার জানা দরকার বাইকে কয় ধরনের মামলা হতে পারে। আমাদের দেশে সাধারণত ১-রেগুলার ট্রাফিক পুলিশের মামলা, ২-হাইওয়ে পুলিশের মামলা , ৩-সেনাবাহিনীর মামলা করা হয়ে থাকে। আসুন এই মামলাগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।

  ট্রাফিক পুলিশের মামলা

রেগুলার ট্রাফিক পুলিশের মামলাঃ

ঢাকা সিটিতে আমরা বাইক চালানোর সময় অনেকেই এই মামলার সম্মুখীন হয়ে থাকি। আর মামলা দেয়ার সময় অনেকেই অহেতুক তর্কে জড়িয়ে যায় পুলিশের সাথে। কিন্তু এই কাজটা করা উচিত না।

মামলা দেয়ার সময় বিশেষভাবে লক্ষনীয়ঃ পুলিশ যখন আপনার যানবাহনের মামলা করবে তখন কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার নাম, ঠিকানা,মোবাইল নম্বর যাতে ভুল না হয়। আপনার এই বর্ননা ভুল হলে কাগজ পেতে সময় লাগবে।

কিভাবে মামলার কাগজ ফেরত পাওয়া যায়ঃ

আমরা যারা ঢাকা সিটিতে বাইক ব্যবহার করি তারা সবাই জানি ঢাকায় মমলা ডিজিটাল মেশিনে দেয়া হয় এবং আপনার বাইকের কাগজ জব্দ করে আপনার হাতে একটি রশিদ দিয়ে দেয়া হয়। মামলার রশিদ হাতে পাওয়ার দুই এক দিনের মধ্যে নির্ধারিত ট্রাফিক পুলিশ অফিসে গিয়ে প্রয়োজনীয় তথ্য জেনে নেয়া উচিত। মামলা ভাঙানোর লাস্ট ডেট শেষ হওয়ার আগেই U CASH এর মাধ্যমে জরিমানার টাকা জমা দিতে হবে। টাকা জমা দেয়ার পর ট্রাফিক ডিসি অফিসে গিয়ে মামলায় জব্দকৃত বাইকের কাগজটি আনতে হবে। 

Also Read: ঘরে বসে লার্নারের জন্য আবেদন করুন -বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ

উদাহরণঃ আপনার বাইকে যদি আইন ভংগের কারনে মোহাম্মদপুর এলাকা থেকে মামলা দেয়া হয়, তাহলে আপনি মামলার ফি U CASH  জমা দিয়ে মোহাম্মদপুর পুরাতন থানা রোডের ট্রাফিক অফিসে গিয়ে আপনার বাইকের কাগজ সংগ্রহ করে নিতে পারেন। টাকা জমা দেওয়ার পরে ট্রাফিক ডিসি অফিসে যেতে ২ দিনের বেশী  সময় পার হয়ে গেলে কাগজ চলে যাবে আপনার সেই ঠিকানার নিকটস্থ সুন্দরবন কুরিয়ারে। যেই ঠিকানা আপনি মামলা হওয়ার সময় দিয়েছিলেন। কুরিয়ার থেকে কাগজ পেতে সময় লাগে। সেজন্য ট্রাফিক অফিস থেকে কাগজ সংগ্রহ করা উত্তম।

সহজে মামলার কাগজ সংগ্রহ করার উপায়ঃ

মামলা হওয়ার পর কিভাবে কাগজ ফেরত পাবো? সবচেয়ে সহজ উপায় মামলা খাওয়ার সাথে সাথে আশেপাশের কোন দোকানে U CASH এর মাধ্যমে জরিমানার টাকা জমা দিয়ে সার্জেন্টের কাছ থেকে জব্দকৃত কাগজ কালেক্ট করে নেওয়া। এ ক্ষেত্রে আপনি ঐ ট্রাফিক সারজেন্টকে জিজ্ঞেস করে নিতে হবে যে এই স্থানে কতক্ষন থাকবেন। বাইকারদের সুবিধার জন্য জরুরী কিছু মোবাইল নম্বর আপনাদের সামনে তুলে ধরা হলো।

ট্রাফিক-দক্ষিণ বিভাগ

কর্মকর্তার পদবীমোবাইল নম্বর
ডিসি (ট্রাফিক-দক্ষিণ)০১৭১৩-৩৭৩২২৩
এডিসি ট্রাফিক-রমনা)০১৭১৩-৩৭৩২২৪
এডিসি (ট্রাফিক-লালবাগ)০১৭১৩-৩৯৮৪২৪
এসি (প্রশাসন ট্রাফিক দক্ষিণ)০১৭১৩-৩৯৮৪৬১
এসি (ট্রাফিক শাহবাগ জোন)০১৭৬৯-৬৯০৯০৯
এসি (ট্রাফিক রমনা জোন)০১৭১৩-৩৯৮৪৬২
এসি (ট্রাফিক ধানমন্ডি জোন)০১৭১৩-৩৯৮৪৬৩
এসি (ট্রাফিক কোতয়ালী জোন)০১৭১৩-৩৯৮৪৬৪
এসি (ট্রাফিক নিউমার্কেট জোন)০১৭১৩-৩৯৮৪৭১
এসি (ট্রাফিক লালবাগ জোন)০১৭১৩-৩৯৮৪৬৭
ট্রাফিক ইন্সপেক্টর (টিআই প্রশাসন সিটি-১০১)০১৭৬৯-৬৯১৮২৮
ট্রাফিক ইন্সপেক্টর (রমনা ট্রাফিক জোনসিটি-১০২)০১৭৬৯-৬৯১৮২৯
ট্রাফিক ইন্সপেক্টর (রমনা ট্রাফিক জোন সিটি-১০৮)০১৭৬৯-৬৯১৮৩০
ট্রাফিক ইন্সপেক্টর (রমনা ট্রাফিক জোন সিটি-১০৯)০১৭৬৯-৬৯১৮৩১
ট্রাফিক ইন্সপেক্টর (রমনা ট্রাফিক জোন সিটি-১১০)০১৭৬৯-৬৯১৮৩২
ট্রাফিক ইন্সপেক্টর (রমনা ট্রাফিক জোন সিটি-১১২)০১৭৬৯-৬৯১৮৩৩
ট্রাফিক ইন্সপেক্টর (রমনা ট্রাফিক জোনসিটি-১১৪)০১৭৬৯-৬৯১৮৩৪
ট্রাফিক ইন্সপেক্টর (শাহবাগ ট্রাফিক জোন সিটি-১০৪)০১৭৬৯-৬৯১৮৩৫
ট্রাফিক ইন্সপেক্টর (শাহবাগ ট্রাফিক জোন সিটি-১০৭)০১৭৬৯-৬৯১৮৩৬
ট্রাফিক ইন্সপেক্টর (শাহবাগ ট্রাফিক জোন সিটি-১১১)০১৭৬৯-৬৯১৮৩৭
ট্রাফিক ইন্সপেক্টর (শাহবাগ ট্রাফিক জোন সিটি-১১৩)০১৭৬৯-৬৯১৮৩৮
ট্রাফিক ইন্সপেক্টর (কোতয়ালী ট্রাফিক জোন সিটি-১২১)০১৭৬৯-৬৯১৮৩৯
ট্রাফিক ইন্সপেক্টর (কোতয়ালী ট্রাফিক জোন সিটি-১২২)০১৭৬৯-৬৯১৮৪০
ট্রাফিক ইন্সপেক্টর (কোতয়ালী ট্রাফিক জোন সিটি-১২৩)০১৭৬৯-৬৯১৮৪১
ট্রাফিক ইন্সপেক্টর (লালবাগ ট্রাফিক জোন সিটি-১২৪)০১৭৬৯-৬৯১৮৪২
ট্রাফিক ইন্সপেক্টর (লালবাগ ট্রাফিক জোন সিটি-১২৫)০১৭৬৯-৬৯১৮৪৩
ট্রাফিক ইন্সপেক্টর (লালবাগ ট্রাফিক জোন সিটি-১২৭)০১৭৬৯-৬৯১৮৪৪
ট্রাফিক ইন্সপেক্টর (লালবাগ ট্রাফিক জোন সিটি-১৪৪)০১৭৬৯-৬৯১৮৪৫
ট্রাফিক ইন্সপেক্টর (ধানমন্ডি ট্রাফিক জোন সিটি-১৩১)০১৭৬৯-৬৯১৮৪৬
ট্রাফিক ইন্সপেক্টর (ধানমন্ডি ট্রাফিক জোন সিটি-১৩২)০১৭৬৯-৬৯১৮৪৭
ট্রাফিক ইন্সপেক্টর (ধানমন্ডি ট্রাফিক জোন সিটি-১৩৩)০১৭৬৯-৬৯১৮৪৮
ট্রাফিক ইন্সপেক্টর (ধানমন্ডি ট্রাফিক জোন সিটি-১৩৪)০১৭৬৯-৬৯১৮৪৯
ট্রাফিক ইন্সপেক্টর (ধানমন্ডি ট্রাফিক জোন সিটি-১৩৫)০১৭৬৯-৬৯১৮৫০
ট্রাফিক ইন্সপেক্টর (নিউমার্কেট ট্রাফিক জোন সিটি-১৪১)০১৭৬৯-৬৯১৮৫১
ট্রাফিক ইন্সপেক্টর (নিউমার্কেট ট্রাফিক জোন সিটি-১৪২)০১৭৬৯-৬৯১৮৫২
ট্রাফিক ইন্সপেক্টর (নিউমার্কেট ট্রাফিক জোন সিটি-১৪৩)০১৭৬৯-৬৯১৮৫৩

ট্রাফিক-পূর্ব বিভাগ

কর্মকর্তার পদবীমোবাইল নম্বর
ডিসি (ট্রাফিক-পূর্ব)০১৭১৩-৩৭৩২২৭
এডিসি (ট্রাফিক-মতিঝিল)০১৭১৩-৩৭৩২২৮
এডিসি (ট্রাফিক-ওয়ারী )০১৭১৩-৩৯৮৪৩৭
সিনিয়র এসি (প্রশাসন ট্রাফিক পূর্ব)০১৭১৩-৩৯৮৪৭৩
এসি (ট্রাফিক মতিঝিল জোন)০১৭১৩-৩৯৮৪৭৪
এসি (ট্রাফিক সবুজবাগ জোন)০১৭১৩-৩৯৮৪৭৭
এসি (ট্রাফিক ডেমরা জোন)০১৭১৩-৩৯৮৪৭৬
এসি (ট্রাফিক সূত্রাপুর জোন)০১৭১৩-৩৯৮৪৭৭
এসি (ট্রাফিক রামপুরা জোন)০১৭১৩-৩৯৮৪৭০
ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-১)(প্রশাসন- সিটি-১৫১)০১৭১৩-৩৯৮৬৯৪
ট্রাফিক ইন্সপেক্টর (মতিঝিল ট্রাফিক জোন সিটি-১৫২)০১৭১৩-৩৯৮৬৯৫
ট্রাফিক ইন্সপেক্টর (মতিঝিল ট্রাফিক জোন সিটি-১৫৩)০১৭১৩-৩৯৮৬৯৬
ট্রাফিক ইন্সপেক্টর (মতিঝিল ট্রাফিক জোন সিটি-১৫৪)০১৭১৩-৩৯৮৬৯৭
ট্রাফিক ইন্সপেক্টর (মতিঝিল ট্রাফিক জোন সিটি-১৫৫)০১৭১৩-৩৯৮৬৯৮
ট্রাফিক ইন্সপেক্টর (মতিঝিল ট্রাফিক জোন সিটি-১৫৬)০১৭১৩-৩৯৮৬৯৯
ট্রাফিক ইন্সপেক্টর (মতিঝিল ট্রাফিক জোন সিটি-১৫৭)০১৭১৩-৩৯৮৭০০
ট্রাফিক ইন্সপেক্টর (ওয়ারী ট্রাফিক জোন সিটি-১৬৬)০১৭১৩-৩৯৮৭০১
ট্রাফিক ইন্সপেক্টর (ওয়ারী ট্রাফিক জোন সিটি-১৬৭)০১৭১৩-৩৯৮৭০৩
ট্রাফিক ইন্সপেক্টর (ওয়ারী ট্রাফিক জোন সিটি-১৬৮)০১৭১৩-৩৯৮৭০৪
ট্রাফিক ইন্সপেক্টর (ওয়ারী ট্রাফিক জোন সিটি-১৬৯)০১৭১৩-৩৯৮৭০৫
ট্রাফিক ইন্সপেক্টর (ডেমরা ট্রাফিক জোন সিটি-১৭৬)০১৭১৩-৩৯৮৭০৬
ট্রাফিক ইন্সপেক্টর (ডেমরা ট্রাফিক জোন সিটি-১৭৭)০১৭১৩-৩৯৮৭২৩
ট্রাফিক ইন্সপেক্টর (ডেমরা ট্রাফিক জোন সিটি-১৭৮)০১৭১৩-৩৯৮৭৪২
ট্রাফিক ইন্সপেক্টর (ডেমরা ট্রাফিক জোন সিটি-১৭৯)০১৭১৩-৩৯৮৭৪৩
ট্রাফিক ইন্সপেক্টর (ডেমরা ট্রাফিক জোন সিটি-১৮০)০১৭১৩-৩৯৮৭৪৫
ট্রাফিক ইন্সপেক্টর (সবুজবাগ ট্রাফিক জোন সিটি-১৯৪)০১৭১৩-৩৯৮৭৪৬
ট্রাফিক ইন্সপেক্টর (সবুজবাগ ট্রাফিক জোন সিটি-১৯৫)০১৭১৩-৩৯৮৭৪৮
ট্রাফিক ইন্সপেক্টর (সবুজবাগ ট্রাফিক জোন সিটি-১৯৬)০১৭১৩-৩৯৮৭৪৯
ট্রাফিক ইন্সপেক্টর (রামপুরা ট্রাফিক জোন সিটি-১৯১)০১৭১৩-৩৯৮৭৫০
ট্রাফিক ইন্সপেক্টর (রামপুরা ট্রাফিক জোন সিটি-১৯২)০১৭১৩-৩৯৮৭৫১
ট্রাফিক ইন্সপেক্টর (রামপুরা ট্রাফিক জোন সিটি-১৯৩)০১৭১৩-৩৯৮৭৫২

 ট্রাফিক-উত্তর বিভাগ

কর্মকর্তার পদবীমোবাইল নম্বর
ডিসি (ট্রাফিক-উত্তর)০১৭১৩-৩৭৩২২৫
এডিসি (ট্রাফিক-উত্তরা)০১৭১৩-৩৭৩২২৬
এডিসি (ট্রাফিক-গুলশান)০১৭১৩-৩৯৮৪৪৬
সিনিয়র এসি (প্রশাসন ট্রাফিক-উত্তর)০১৭১৩-৩৯৮৫০১
এসি (ট্রাফিক গুলশান জোন)০১৭১৩-৩৯৮৪৯৭
এসি (ট্রাফিক মহাখালী জোন)০১৭১৩-৩৯৮৪৯৯
এসি (ট্রাফিক তেজগাঁও শিল্পাঞ্চল জোন)০১৭৬৯-৬৯০৯০৮
এসি (ট্রাফিক উত্তরা জোন)০১৭১৩-৩৯৮৪৯৮
এসি (ট্রাফিক বাড্ডা জোন)০১৭১৩-৩৯৮৫০০
ট্রাফিক ইন্সপেক্টর (উত্তরা ট্রাফিক জোন সিটি-০২)০১৭৬৯-৬৯১৮৮৩
ট্রাফিক ইন্সপেক্টর (উত্তরা ট্রাফিক জোন সিটি-০৩)০১৭৬৯-৬৯১৮৮৪
ট্রাফিক ইন্সপেক্টর (উত্তরা ট্রাফিক জোন সিটি-০৪)০১৭৬৯-৬৯১৮৮৫
ট্রাফিক ইন্সপেক্টর (উত্তরা ট্রাফিক জোন সিটি-০৫)০১৭৬৯-৬৯১৮৮৬
ট্রাফিক ইন্সপেক্টর (উত্তরা ট্রাফিক জোন সিটি-০৬)০১৭৬৯-৩৯৮৫০২
ট্রাফিক ইন্সপেক্টর (উত্তরা ট্রাফিক জোন সিটি-০৭)০১৭৬৯-৬৯১৮৮৭
ট্রাফিক ইন্সপেক্টর (উত্তরা ট্রাফিক জোন সিটি-০৮)০১৭৬৯-৬৯১৮৮৮
ট্রাফিক ইন্সপেক্টর (উত্তরা ট্রাফিক জোন সিটি-০৯)০১৭৬৯-৬৯১৮৮৯
ট্রাফিক ইন্সপেক্টর (বাড্ডা ট্রাফিক জোন সিটি-৩১)০১৭৬৯-৬৯১৮৯০
ট্রাফিক ইন্সপেক্টর (বাড্ডা ট্রাফিক জোন সিটি-৩২)০১৭৬৯-৬৯১৮৯১
ট্রাফিক ইন্সপেক্টর (বাড্ডা ট্রাফিক জোন সিটি-৩৩)০১৭৬৯-৬৯১৮৯২
ট্রাফিক ইন্সপেক্টর (বাড্ডা ট্রাফিক জোন সিটি-৩৪)০১৭১৩-৩৯৮৭৫৩
ট্রাফিক ইন্সপেক্টর (গুলশান ট্রাফিক জোন সিটি-১১)০১৭১৩-৩৯৮৭৫৫
ট্রাফিক ইন্সপেক্টর (গুলশান ট্রাফিক জোন সিটি-১২)০১৭১৩-৩৯৮৭৫৭
ট্রাফিক ইন্সপেক্টর (গুলশান ট্রাফিক জোন সিটি-১৩)০১৭১৩-৩৯৮৭৫৮
ট্রাফিক ইন্সপেক্টর (গুলশান ট্রাফিক জোন সিটি-১৪)০১৭১৩-৩৯৮৭৫৯
ট্রাফিক ইন্সপেক্টর (গুলশান ট্রাফিক জোন সিটি-১৫)০১৭১৩-৩৯৮৭৬১
ট্রাফিক ইন্সপেক্টর (গুলশান ট্রাফিক জোন সিটি-১৬)০১৭১৩-৩৯৮৭৬২
ট্রাফিক ইন্সপেক্টর (মহাখালী ট্রাফিক জোন সিটি-২১)০১৭১৩-৩৯৮৭৬৩
ট্রাফিক ইন্সপেক্টর (মহাখালী ট্রাফিক জোন সিটি-২২)০১৭১৩-৩৯৮৭৬৪
ট্রাফিক ইন্সপেক্টর (মহাখালী ট্রাফিক জোন সিটি-২৩)০১৭১৩-৩৯৮৭৬৫
ট্রাফিক ইন্সপেক্টর (তেজগাঁও শিল্পাঞ্চল জোন সিটি-২৪)০১৭১৩-৩৯৮৭৬৬
ট্রাফিক ইন্সপেক্টর (তেজগাঁও শিল্পাঞ্চল জোন সিটি-২৪)০১৭১৩-৩৯৮৭৬৭

ট্রাফিক-পশ্চিম বিভাগ

কর্মকর্তার পদবীমোবাইল নম্বর
ডিসি (ট্রাফিক-পশ্চিম)০১৭১৩-৩৭৩২২৯
এডিসি (ট্রাফিক তেজগাঁও)০১৭১৩-৩৭৩২৩০
এডিসি (ট্রাফিক মিরপুর)০১৭১৩-৩৯৮৪২৫
এসি (প্রশাসন-ট্রাফিক পশ্চিম)০১৭১৩-৩৯৮৪৮৫
এসি (ট্রাফিক তেজগাঁও জোন)০১৭১৩-৩৯৮৪৮৬
এসি (ট্রাফিক মোহাম্মদপুর জোন)০১৭১৩-৩৯৮৪৮৭
এসি (ট্রাফিক মিরপুর জোন)০১৭১৩-৩৯৮৪৮৮
এসি (ট্রাএল.এল.বি পল্লবী জোন)০১৭১৩-৩৯৮৩০৯
এসি (ট্রাফিক শেরেবাংলানগর জোন)০১৭১৩-৩৯৮৩৯৬
এসি (ট্রাফিক দারুস সালাম জোন)০১৭১৩-৩৯৮৪৩৬
ট্রাফিক ইন্সপেক্টর (টিআই১ ও প্রশাসন সিটি-৫১)০১৭৬৯-৬৯১৮৫৪
ট্রাফিক ইন্সপেক্টর (তেজগাঁও সিটি-৫২)০১৭৬৯-৬৯১৮৫৫
ট্রাফিক ইন্সপেক্টর (তেজগাঁও সিটি-৫৩)০১৭৬৯-৬৯১৮৫৬
ট্রাফিক ইন্সপেক্টর (তেজগাঁও সিটি-৫৪)০১৭৬৯-৬৯১৮৫৭
ট্রাফিক ইন্সপেক্টর (তেজগাঁও সিটি-৫৫)০১৭৬৯-৬৯১৮৫৮
ট্রাফিক ইন্সপেক্টর (তেজগাঁও সিটি-৫৫৫)০১৭৬৯-৬৯১৮৫৯
ট্রাফিক ইন্সপেক্টর (শেরেবাংলা নগর সিটি-৫৬)০১৭৬৯-৬৯১৮৬০
ট্রাফিক ইন্সপেক্টর (শেরেবাংলা নগর সিটি-৫৭)০১৭৬৯-৬৯১৮৬১
ট্রাফিক ইন্সপেক্টর (শেরেবাংলা নগর সিটি-৫৮)০১৭৬৯-৬৯১৮৬২
ট্রাফিক ইন্সপেক্টর (শেরেবাংলা নগর সিটি-৫৯)০১৭৬৯-৬৯১৮৬৩
ট্রাফিক ইন্সপেক্টর (শেরেবাংলা নগর সিটি-৫৯৯)০১৭৬৯-৬৯১৮৬৪
ট্রাফিক ইন্সপেক্টর (মোহাম্মদপুর সিটি-৬১)০১৭৬৯-৬৯১৮৬৫
ট্রাফিক ইন্সপেক্টর (মোহাম্মদপুর সিটি-৬২)০১৭৬৯-৬৯১৮৬৬
ট্রাফিক ইন্সপেক্টর (মোহাম্মদপুর সিটি-৬৩)০১৭৬৯-৬৯১৮৬৭
ট্রাফিক ইন্সপেক্টর (মোহাম্মদপুর সিটি-৬৪)০১৭৬৯-৬৯১৮৬৮
ট্রাফিক ইন্সপেক্টর (মোহাম্মদপুর সিটি-৬৫)০১৭৬৯-৬৯১৮৬৯
ট্রাফিক ইন্সপেক্টর (মোহাম্মদপুর সিটি-৬৬)০১৭৬৯-৬৯১৮৭০
ট্রাফিক ইন্সপেক্টর (মিরপুর সিটি-৭১)০১৭৬৯-৬৯১৮৭১
ট্রাফিক ইন্সপেক্টর (মিরপুর সিটি-৭৩)০১৭৬৯-৬৯১৮৭২
ট্রাফিক ইন্সপেক্টর (মিরপুর সিটি-৭৪)০১৭৬৯-৬৯১৮৭৩
ট্রাফিক ইন্সপেক্টর (মিরপুর সিটি-৭৬)০১৭৬৯-৬৯১৮৭৪
ট্রাফিক ইন্সপেক্টর (দারুস সালাম সিটি-৭২)০১৭৬৯-৬৯১৮৭৫
ট্রাফিক ইন্সপেক্টর (দারুস সালাম সিটি-৭৫)০১৭৬৯-৬৯১৮৭৬
ট্রাফিক ইন্সপেক্টর (দারুস সালাম সিটি-৭৮)০১৭৬৯-৬৯১৮৭৭
ট্রাফিক ইন্সপেক্টর (পল্লবী সিটি-৮২)০১৭৬৯-৬৯১৮৭৮
ট্রাফিক ইন্সপেক্টর (পল্লবী সিটি-৮৩)০১৭৬৯-৬৯১৮৭৯
ট্রাফিক ইন্সপেক্টর (পল্লবী সিটি-৮৪)০১৭৬৯-৬৯১৮৮০
ট্রাফিক ইন্সপেক্টর (পল্লবী সিটি-৮৫)০১৭৬৯-৬৯১৮৮১
ট্রাফিক ইন্সপেক্টর (পল্লবী সিটি-৮৬)০১৭৬৯-৬৯১৮৮২


তথ্য সূত্রঃ Dhaka Metropolitan Police

ঢাকা সিটির মধ্যে ডিজিটাল মেশিনে মামলা দেয়া হলেও জেলা শহরগুলোতে এখনো মামলা দেয়া হয় আগের নিয়মে। সুতরাং আপনি যদি কোন জেলায় মামলার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনাকে সেই জেলা থেকেই মামলার ফি জমা দিয়ে কাগজ সংগ্রহ করতে হবে। তাই মামলার সম্মুখীন হলে ডিউটিতে থাকা অফিসারের কাছ থেকে থানার লোকেশন টা জেনে নিন। আপনি যদি ভ্রমণ করতে গিয়ে এমন মামলার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাথে সাথে কাগজ সংগ্রহ করে নেয়ার চেষ্টা করুন। 

হাইওয়ে পুলিশের মামলাঃ

হাইওয়ে পুলিশের মামলার জরিমানাটা তুলনামূলকভাবে বেশি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো অধিকাংশ সময় হাইওয়ের মামলায় জরিমানার কথা উল্লেখ থাকে না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে হাইওয়েতে মামলা হওয়ার পর কিভাবে কাগজ ফেরত পাবো? আপনি যদি হাইওয়েতে মামলা খান তাহলে আপনাকে ওই মামলা ভাংগাতে উক্ত স্থানের হাইওয়ে থানায় যেতে হবে। আর এই মামলায় জরিমানার পরিমান থানায় মামলা ভাংগাতে গেলে নির্ধারণ করা হয়। এই মামলা গুলাতে শুধুমাত্র মামলার ধরন উল্লেখ থাকে। উদাহরণঃ আপনি যদি ঢাকা আরিচা মহাসড়কে হাইওয়ে পুলিশের মামলার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে মানিকগঞ্জ সাটুরিয়া হাইওয়ে থানা থেকে আপনার বাইকের কাগজ সংগ্রহ করে নিতে হবে।

Also Read:  কিভাবে ভালো অকটেন চেনা যায় । জানুন বিস্তারিত। বাইকবিডি

সেনাবাহিনীর মামলা

সেনাবাহিনীর মামলাঃ

সাধারণত ক্যান্টনমেন্টের মধ্যে যে মামলাগুলো দেয়া হয় সেই মামলাগুলোকেই আমরা সেনাবাহিনীর মামলা হিসেবে চিনি। এই মামলাগুলোর জরিমানা হয় অন্য মামলার থেকে অনেক বেশি। ক্যান্টনমেন্ট এলাকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমরা সবাই জানি। কেউ যদি ক্যান্টনমেন্টে মামলার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই নির্দিষ্ট তারিখে টাকা জমা দিয়ে দিন। না হলে আপনার সমস্যার সম্মুখীন হতে হবে। হাইওয়ে এবং সেনাবাহিনীর মামলা সব সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। কারন এই মামলাগুলো ভাংগানো কিছুটা ব্যয়বহুল। শুরুমাত্র আইনের ভয়ে না নিজের নিরাপত্তার কথা চিন্তা করে সময় আইন মেনে চলাচল করুন।

Published by Ashik Mahmud Bangla

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

AIMA AM-MINE

AIMA AM-MINE

Price: 0.00

AIMA AM-IN MINE

AIMA AM-IN MINE

Price: 0.00

AIMA AM-MINE PLUS

AIMA AM-MINE PLUS

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

AIMA AM-MINE

AIMA AM-MINE

Price: 0.00

AIMA AM-IN MINE

AIMA AM-IN MINE

Price: 0.00

AIMA AM-MINE PLUS

AIMA AM-MINE PLUS

Price: 0.00

View all Upcoming Bikes