উদ্ভট যত ট্রাফিক আইন । চালক মাতাল হলে যাত্রীর জরিমানা

This page was last updated on 16-Nov-2023 05:09pm , By Ashik Mahmud Bangla

আজ আমরা উদ্ভট যত ট্রাফিক আইন আছে সেগুলো নিয়ে জানবো। আপনি যদি এই আইন সর্ম্পকে জানেন তাহলে হয়তো আপনার বিশ্বাস নাও হতে পারে। বিশ্বে এমন কিছু উদ্ভট ট্রাফিক আইন আছে যেগুলো বেশ উদ্ভট, কিন্তু এই আইন থেকে ভালো ফল পাওয়া গেছে। চলুন এই উদ্ভট আইনগুলো সর্ম্পকে জেনে নেয়া যাক।

  পথে তেল ফুরালে জরিমানা

পথে তেল ফুরালে জরিমানাঃ

জার্মানির অটোবান বা দূরপাল্লার পথে জ্বালানি শেষ হয়ে যাওয়াকে ট্রাফিক আইন লঙ্ঘন হিসেবে ধরা হয়। অটোবানে অপ্রয়োজনীয় ভাবে গাড়ি থামানোকে অপরাধ হিসেবে ধরা হয়। 

খেতে খেতে গাড়ি চালালে জরিমানাঃ

সাইপ্রাসে গাড়ি চালানোর সময় খাওয়া বা কোনো কিছু পান করা অপরাধ। গাড়ি চালানোর সময় হাঁটুর ওপর খাবার রাখা ট্রাফিক আইনের লঙ্ঘন। এ জন্য জরিমানা গুনতে হতে পারে। 

পথ না জেনে রাস্তায় নামলে জরিমানাঃ

যুক্তরাষ্ট্রের অ্যালাবামায় এই উদ্ভট নিয়মটি দেখতে পাবেন। আপনি যদি আপনার গন্তব্য না জেনে রাস্তায় বের হন, তবে আপনার জরিমানা হবে। 

ময়লা গাড়ি ব্যবহার করলে জরিমানাঃ

রাশিয়ায় এমন ট্রাফিক আইন আছে, যেই আইন অনুসারে আপনি যদি গাড়ি ঠিক মতো পরিষ্কার না করেন তাহলে আপনার জরিমানা হতে পারে। আপনি যদি এমন গাড়ি নিয়ে রাস্তায় বের হন সেক্ষেত্রে নির্ঘাত আপনাকে দুই হাজার রুব্ল জরিমানা গুনতে হবে।

গাড়িতে বসে অভিশাপ দিলে কারাদণ্ডঃ

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে রয়েছে উদ্ভট এই আইন। গাড়ি চালানোর সময় চিত্কার করা, কাউকে অভিশাপ করার অভিযোগ পাওয়া গেলে ১০০ মার্কিন ডলার জরিমানা বা ৯০ দিনের কারাবাস জুটতে পারে। 

জামা ছাড়া গাড়ি চালালে জরিমানাঃ

থাইল্যান্ডে গাড়ি চালানোর সময় আপনার শরীরে জামা থাকা বাধ্যতামূলক। খালি গায়ে গাড়ি চালালে আপনাকে নিশ্চিত জরিমানা গুনতে হবে। 

নাম্বার প্লেটের শেষ ১ এবং ২ হলে গাড়ি চালানো নিষেধঃ

ফিলিপাইনের ম্যানিলায় সোমবারের দিন নম্বর প্লেটের শেষে ১ এবং ২ এই দুটি সংখ্যা থাকলে আপনি গাড়ি চালাতে পারবেন না। মূলত নগরীর ট্রাফিক জ্যাম কমানোর জন্য এটি চালু করা হয়েছে। 

অতিরিক্ত চশমা ছাড়া গাড়িতে উঠলে জরিমানাঃ

আপনার যদি চোখে সমস্যা থাকে তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুসারে চশমা ব্যবহার করতে হবে। স্পেনের আইন অনুযায়ী আপনাকে অতিরিক্ত আরেক জোড়া চশমা সঙ্গে রাখতে হবে। দুই জোড়া চশমা ছাড়া গাড়িতে উঠলে জরিমানা গুনতে হবে।

Also Read: আইন এবং জরিমানা

  চালক মাতাল হলে যাত্রীর জরিমানা

চালক মাতাল হলে যাত্রীর জরিমানাঃ

জাপানের ট্রাফিক আইন অনুযায়ী, চালক মাতাল হলে যাত্রীকেও জরিমানা গুনতে হবে। আপনার চালক মাতাল কি না, তার দায়-দায়িত্বও আপনার। এই আইনটা আমাদের দেশে থাকলে কেমন হতো? 

মাতাল হয়ে সামনের সিটে বসলে জরিমানাঃ

মেসিডোনিয়ার উদ্ভট নিয়ম হচ্ছে, মাতাল হলে গাড়ির পেছনের সিটে বসে থাকতে হবে। মাতাল অবস্থায় গাড়ি চালানো অবৈধ। আপনি যদি আপনার গাড়িতে একা থাকেন তাহলেও আপনি মাতাল অবস্থায় সামনের সিটে বসতে পারবেন না। 

মদ খাওয়া যাবে কিন্তু মাতাল হলে জরিমানাঃ

গাড়ি চালানোর সময় মদ খাবেন তাতে কোন সমস্যা নেই। কিন্তু গাড়ি চালানোর সময় মাতলামি করা যাবে না। কোস্টারিকার ট্রাফিক আইন অনুযায়ী চালকের রক্তে ০.৭৫ শতাংশ পর্যন্ত অ্যালকোহল পাওয়া গেলে তা ঠিক আছে। তবে তার বেশি হয়ে গেলে চালকে জরিমানা দিতে হবে। 

গাড়িতে পুরোনো অন্তর্বাস ব্যবহার করলে জরিমানাঃ

অবিশ্বাস্য হলেও এটা সত্যি। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে গাড়ি ধোয়ার পর পুরোনো আন্ডারওয়্যার বা অন্তর্বাস দিয়ে গাড়ি মোছা হলে ট্রাফিক আইন ভাঙা হয়।

  হেড লাইট বন্ধ হলে জরিমানা

হেড লাইট বন্ধ হলে জরিমানাঃ

সুইডেনে ২৪ ঘণ্টাই গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাখার নিয়ম রয়েছে। দিন অথবা রাত, গ্রীষ্ম বা শীত যে কোন অবস্থায় গাড়ির হেডলাইট বন্ধ করতে পারবেন না আপনি। 

গাড়ির নিচে কেউ আছে কিনা সেটা না দেখে স্টার্ট দিলে জরিমানাঃ

ডেনমার্কে গাড়ি স্টার্ট দেওয়ার আগে গাড়ির নিচে কেউ আছে কি না, তা আগে দেখে নিতে হয়। এমনটা না করা বেআইনি। আপনি যদি এমন কাজটি করেন তাহলে আপনাকে সাজার সম্মুখীন হতে হবে। 

রাস্তার বৃষ্টি কাদার পানি পথচারীর গায়ে লাগলে জরিমানাঃ

জাপানে এই নিয়মটি চালু আছে। রাস্তায় বৃষ্টির কাদা পানি থাকলে আপনার গাড়ির চাকা যদি ওই পানি পথচারীর গায়ে ছিটিয়ে দেয়, তবে জরিমানা দিতে হবে আপনাকে। উদ্ভট যত ট্রাফিক আইন আছে তার মধ্যে এমন কিছু আইন আছে যেগুলো উদ্ভট লাগলেও বেশ উপকারী। ফিলিপাইনের ম্যানিলায় উদ্ভট ট্রাফিক আইন এর সঠিক প্রয়োগ করে তাদের সমস্যার অনেকটাই সমাধান করা সম্ভব হয়েছে। 

তথ্য সূত্রঃ প্রথম আলো , risingbd  

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

MX Moto MX9

MX Moto MX9

Price: 0.00

MX Moto M16

MX Moto M16

Price: 0.00

Rowwet Rame XL

Rowwet Rame XL

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

CF Moto 250CL-C

CF Moto 250CL-C

Price: 429999.00

AIMA AM-Snow Leopard

AIMA AM-Snow Leopard

Price: 0.00

AIMA AM-MINE

AIMA AM-MINE

Price: 0.00

View all Upcoming Bikes