Shares 2

Runner AD 80s Deluxe ৫০০০ কিলোমিটার রাইড রিভিউ - নজরুল

Last updated on 01-Aug-2024 , By Shuvo Bangla

আমি মোঃ নজরুল ইসলাম খান । আমি একটি Runner AD 80s Deluxe বাইক ব্যবহার করি । আজ আমি আমার এই বাইকটি নিয়ে মালিকানা রিভিউ শেয়ার করবো ।

runner ad 80s deluxe bikeআমি পেশায় একজন ব্যবসায়ী ব্যবসার কাজে প্রতিদিন বিভিন্ন লোকজনের কাছে যাওয়া আসার জন্য আমার একটি বাইক খুবই প্রয়োজন ছিল । আমি গত ১১.০৫.২০২০ তারিখে Runner Showroom সাভার সেতো মোটর থেকে রানার ডিলাক্স মোটরসাইকেল টি ক্রয় করি , এই মোটরসাইকেল টি আমি এখন পর্যন্ত  ৫০০০ কিলোমিটার চালিয়েছি ।

আজ আপনাদের সাথে আমি শেয়ার করব আমার এই রানার বাইকের ৫০০০ কিলোমিটার চালানোর অভিজ্ঞতা। রানার মোটরসাইকেল বাংলাদেশ কোম্পানি বাইকটির কিছু খারাপ দিক এবং ভালো দিক রয়েছে আজ আপনাদের সাথে শেয়ার করব ।runner ad 80s deluxe meter

Runner AD 80s Deluxe বাইকের খারাপ দিকগুলো হচ্ছে -

  • বাইকের স্টক হেডলাইট এর আলো অনেক কম
  • বাইকটিতে একটু বেশি ঝাঁকুনি লাগে
  • বাইকের চাকা চিকন
  • 80 সিসির বাইক এর ইঞ্জিন এর মাইলেজ হিসাবে এটা 55 থেকে 60 কিলোমিটার চালানো যায়
  • গিয়ার শিফটিং একটু শক্ত

Runner AD 80s Deluxe এর ভাল দিকগুলো হচ্ছে -

  • এর ইঞ্জিন অনেক শক্তিশালী
  • ইঞ্জিন সাউন্ট খুব স্মুথ
  • বাইকের ব্রেক কন্ট্রোল অনেক ভালো
  • চাকা চিকন হলেও কখনও স্কিড করে না
  • মেনটেনেন্স খরচ অনেক কম
  • বাইকের ইঞ্জিনঅয়েল 600 মিলি
  • সব পার্টস এভেলেবেল জাপানি সিডি 80 বাইকের পার্টস এর সাথে মিলে
  • 80 সিসির ইঞ্জিন লংড্রাইভে ও এটি হিট হয় না বা পাওয়ার লস করে না

runner ad 80s deluxe redআমি এখন পর্যন্ত এই বাইকটি নিয়ে দুইবার লং রাইড করেছি একবার ২৪০ কিলোমিটার আরেকবার ৩১৭ কিলোমিটার । এই সময়ে আমি বাইকের কোন খারাপ দিক খুঁজে পাইনি বা ইঞ্জিন পাওয়ার লস মনে হয়নি তবে একটি মজার বিষয় হলো বাইকটি ৮০ সিসি হলেও এর টপ স্পিড ৯৯+ তোলা যায় ।

যারা কম প্রাইজে একটি ভালো মানের মোটরসাইকেল চাচ্ছেন তারা রানার-এর এই বাইকটি নিতে পারেন এছাড়া Runner Bike আপনাকে ৬ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি দিয়ে থাকবে , তাদের সার্ভিসের মান অনেক ভালো আপনি চাইলে কিস্তিতেও নিতে পারবেন।runner ad 80s deluxe

বাইকের বর্তমান দাম ৬৯,০০০ টাকা এই বাজেটে ডিলাক্স মোটরসাইকেলটি একটি অসাধারণ ভালো মোটরসাইকেল যা আপনাকে অনেক ভালো সার্ভিস দিবে এবং এর স্পেয়ার পার্টস গুলো আপনি হাতের নাগালেই পাবেন। ধন্যবাদ ।

লিখেছেনঃ মোঃ নজরুল ইসলাম খান
 
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Published by Shuvo Bangla