Shares 2

Honda CB Hornet 160R ১২,০০০ কিলোমিটার রাইড রিভিউ - রবিন

Last updated on 19-Nov-2023 , By Shuvo Bangla

আমার নাম সাইফুল ইসলাম রবিন। আমি একটি Honda CB Hornet 160R CBS বাইক ব্যবহার করি । আজ আপনাদের সাথে বাইকটি নিয়ে আমার রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো ।

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R ১২,০০০ কিলোমিটার রাইড রিভিউ


আমি অনার্স ৩য় বর্ষের একজন ছাত্র। সিলেট জেলায় বসবাস করি। আমি ৮ম শ্রেণীতে থাকতে প্রথম বাইক চালানো শিখি। কিন্তু নিজের বাইক কিনা হয় ২০২১ সালে ঐ দিনটা আামার জন্য খুবই রোমাঞ্চকর একটি দিন ছিল।

কারন ঐ দিন আমার বাইকটি হোন্ডার শোরুম সিলেট ফিরোজ অটো থেকে ক্রয় করি। আমি বাইকিং পছন্দ করার মূল কারন হচ্ছে স্বাধীনতা। কারন বাইকিং এর মাধ্যমে আপনি একটি এলাকার পথঘাট খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন।

হোন্ডা ব্রান্ড এর বাইক ক্রয় করার মূল কারন হলো স্টাইলিস লুক, মাইলেজ, কন্ট্রোল, স্মুথনেস। যা ২০২১ সালে ১,৮৯,৯০০ টাকার মধ্যে আামার কাছে ভ্যালু ফর মানি মনে হয়েছে। বাইকটি আমার জীবনের প্রথম বাইক হওয়ায় তা চালানোর অনুভুতি আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আমার বাইকটি চালানোর মূল কারন হচ্ছে কম সময়ে তাড়াতাড়ি কোথাও যাওয়া।

ফিচারের দিক দিয়ে আমার কাছে CBS ব্রেকিং ভালো লাগছে আার ইঞ্জিন স্পেক নিচে দেওয়া হলো ইঞ্জিন 162.71 cc ইঞ্জিনের ধরন Air Cooled, 4 Stroke, SI BS-IV Engine। সর্বোচ্চ শক্তি 15.1 PS (14.9 BHP) @ 8500 rpm সর্বোচ্চ টর্ক 14.5 Nm @ 6500 rpm।

Honda CB Hornet 160R CBS

আমার বাইকটি এখন পর্যন্ত ১২,০০০ কিলোমিটার চালানে হয়েছে। কোম্পানির দেওয়া ৪ টা ফ্রি সার্ভিস করিয়েছি। সব গুলো সার্ভিস হোন্ডা সার্ভিস সেন্টার থেকে করিয়েছি।

বাইকটি ২৫০০ কিলোমিটার চালানোর আগে ৩৮-৪২ মাইলেজ পেতাম পরে সিটিতে ৪০-৪৫ আর হাইওয়েতে ৪৫-৫০ মাইলেজ পেয়েছি। আমি প্রতি ২ সপ্তাহে একবার বাইক ওয়াস করি, চেইন লুব করি, প্লাগ ক্লিন করি । ৩ মাস পর পর ফুল সার্ভিস করে থাকি।

Honda CB Hornet 160R CBS

আমি আমার বাইকে 10w30 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করি যা Liqumoly Brand এর। আমি সাধারনত আমার বাইক জোড়ে চালাতে পছন্দ করি না। কিন্তুু একবার ঢাকা সিলেট হাইওয়েতে জরুরী কাজে স্পিডে চালাতে হয়েছিল। তখন ১১৮ KM/h স্পিড তুলছিলাম। তার পর ভয়ে আর তুলি নাই নাহলে ১২৫+ উঠে যেত।

Honda CB Hornet 160R CBS বাইকের কিছু খারাপ দিক -

  • স্টক হর্ন এর সাউন্ড ভালোনা ।
  • হেডলাইটের আলো অনেক কম।
  • রেডি পিকাপ মোটামুটি আরেকটু বেশি হলে আরও কন্ফিডেন্স পাওয়া যেত।
  • গিয়ার ইন্ডিকেটর না থাকায় নতুনদের জন্য অসুবিধা হয়।

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS বাইকের কিছু  ভালো দিক -

  • লুকস
  • মাইলেজ
  • সিটিং পজিসন
  • CBS ব্রেকিং

পরিশেষে বলতে চাই আমি আমার বাইক নিয়ে খুবই খুশি। আপনারা চাইলে বাইকটি কিনতে পারেন। সব সময় হেলমেট ও সেফটি গিয়ার পরিধান করে বাইক চালান। রাস্তায় সচেতন থাকুন নিজে বাঁচুন , অন্যকে বাঁচান। ধন্যবাদ ।

 

লিখেছেনঃ সাইফুল ইসলাম রবিন
 
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Published by Shuvo Bangla

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

KTM Duke 250 (2024)

KTM Duke 250 (2024)

Price: 0.00

VOGE SR150GT

VOGE SR150GT

Price: 0.00

Revoo C03

Revoo C03

Price: 0.00

View all Upcoming Bikes