ঈদের আগে মোটরসাইকেলের দাম আরও এক ধাপ বাড়তে পারে

This page was last updated on 23-Mar-2023 05:10am , By Raihan Opu Bangla

ঈদ বাংলাদেশের অন্যতম একটি বড় উৎসব গুলোর একটি উৎসব। এই উৎসব উপলক্ষ্যে অনেক ধরনের আয়োজন থাকে। মোটরসাইকেল কোম্পানি গুলোও এর বাইরে নয়। তবে এবার ঈদের আগে আরও একধাপ বাড়তে পারে মোটরসাইকেলের দাম। 

যদিও ঈদের বাজারে কেমন দাম বাড়তে পারে সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না। কিন্তু বিশেষ কিছু কারণে মোটরসাইকেলের দাম আরও একধাপ বৃদ্ধি পেতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। 

বাংলাদেশের প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ড কোম্পানির গুলোর মধ্যে রয়েছে ইয়ামাহা, সুজুকি, হোন্ডা, কাওয়াসাকি, বাজাজ, টিভিএস, হিরো, রানার সহ অনেক ব্র্যান্ড। বর্তমানে তাদের মোটরসাইকেলের দাম কিছুটা বৃদ্ধির দিকে। যদিও মার্কেটে সকল মোটরসাইকেলের দাম বৃদ্ধি পেয়েছে। 

মোটরসাইকেলের দাম আরও বাড়বে। যদিও ঈদ উপলক্ষ্যে দাম কমার কথা থাকলেও দাম বাড়বে মোটরসাইকেলের। মোটরসাইকেলের দাম বাড়ার অন্যতম কারণ হচ্ছে ব্যাংকের এলসি বন্ধ হয়ে যাওয়া। যার কারণে মোটরসাইকেল আমদানী বেশ কঠিন হয়ে দাড়িয়েছে। 

এছাড়া ডলারের দাম বৃদ্ধির প্রভাব পরেছে মোটরসাইকেল মার্কেটে যার জন্য এখন মোটরসাইকেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। ডলারের দাম অনেক আগে থেকেই বৃদ্ধির দিকে, তবুও কিছুটা শিথীলতা বজায় ছিল। কিন্তু এখন আবার এর প্রভাব পরবে বলে ধরা হচ্ছে। 

গত বছর ডলারের দাম ছিল ১০৬ টাকা ৯৬ পয়সা সেটি এখন বেড়ে দাড়িয়েছে ১০৮ টাকায়। তাই সেই সূত্র ধরেই মোটরসাইকেলের দাম অনেকাংশেই বেড়ে যাবে। 

অপর দিকে স্টক কম থাকার কারণে মোটরসাইকেলের দাম আরও এক ধাপ বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষ ভাবে ইয়ামার এর সকল মডেলের দাম অনেকাংশে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

Yamaha FZS Fi V2, FZS Fi V3 ABS, R15, XSR, সহ সকল মোটরসাইকেল মডেলের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ইয়ামাহার অন্যান্য মডেলের দামও বাড়তে পারে। 

অপর দিকে স্বর্নের দাম আগের চেয়ে আরও বেড়েছে। গত বছর প্রতি ভরি স্বর্ণের (২২ ক্যারেট) দাম ছিল ৮৭ হাজার ২৪৭ টাকা। এই বছর ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ৯৩ হাজার ৪২৯ টাকা। এর একটি প্রভাবে মোটরসাইকেল মার্কেটেও পরতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও কতটা দাম বাড়তে মোটরসাইকেলের তা এখন ই বলা সম্ভব হচ্ছে না। 

মোটরসাইকেলের দাম বৃদ্ধির পেছনে পরিবহন খরচ, গোডাউন খরচ, স্টক, পার্টস সহ সব কিছুর খরচ বেড়ে গিয়েছে। তাই দাম বাড়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়েছে। 

এখন প্রশ্ন হতে পারে ঈদের আগে দাম বৃদ্ধি হলে মানুষ মোটরসাইকেল কিনবে কিভাবে। যদিও আমরা এখনও জানি না কতটুকু দাম বাড়তে পারে। কিন্তু এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি। 

তবে এই দাম বাড়ার কারণে মোটরসাইকেল বিক্রয়ের উপর প্রভাব পরবে বলে ধারণা করা হচ্ছে। আমরা আশা করছি দাম সেই হিসেবে বাড়বে না যেটা বাইকারদের পছন্দের বাইকটি ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। ধন্যবাদ। 

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Sunra Abner

Sunra Abner

Price: 0.00

Sunra Miku Retrolax

Sunra Miku Retrolax

Price: 0.00

Sunra Crystal-1

Sunra Crystal-1

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Sunra Abner

Sunra Abner

Price: 0.00

Sunra Miku Retrolax

Sunra Miku Retrolax

Price: 0.00

Sunra Crystal-1

Sunra Crystal-1

Price: 0.00

View all Upcoming Bikes