Yamaha Fazer Fi ২১০০০ কিলোমিটার রাইড অভিজ্ঞতা - সৈয়দ শাহেদ

This page was last updated on 16-Nov-2023 11:15am , By Raihan Opu Bangla

আমি সৈয়দ শাহেদ । আমি বরিশাল সদরে থাকি । আমি Yamaha Fazer Fi বাইকটি ২১ হাজারের ও বেশি সময় ধরে ব্যবহার করছি । এই লম্বা সময়ে আমার এই বাইকটির সাথে রয়েছে অনেক অভিজ্ঞতা । আর আজ সেই অভিজ্ঞতা গুলো আপনাদের সাথেও কিছু শেয়ার করতে চাই ।

Yamaha Fazer Fi ২১০০০ কি.মি. রাইড অভিজ্ঞতা

yamaha fazer fi user in bangladesh 

বাইকের সাথে সম্পর্ক প্রায় ১৫ বছর হয়ে গেল। বড় ভাইয়ের আর আব্বুর বাইক চুরি করে চালানোর মাধ্যমে বাইক নিয়ে যাত্রা শুরু। এরপরে নিজের ইনকামের টাকা দিয়ে কেনা বাইক নিয়ে শুরু হয় নিজের বাইকের সাথে পথ চলা । 

এর মধ্যে অনেক বাইক ব্যবহার করেছি । এর মধ্যে নিজের কেনা প্রথম বাইকটি ছিলো Suzuki AX100 মাত্র ২৫০০০ টাকায় কিনেছিলাম বন্ধুর কাছ থেকে। এ থেকেই নিজের কেনা বাইকের শুরু এরপরে Bajaj Pulsar ব্যবহার করেছি ৪টা। Suzuki Gixxer আর এখন ব্যবহার করতেছি Yamaha Fazer Fi বাইকটি।

এই বাইকটি পছন্দ করার কয়েকটি কারন -

  • মাইলেজ
  • কমফোর্ট
  • স্টাইলিশ লুক
  • বিল্ড কোয়ালিটি

আমি নেকেড সিরিজের অনেক গুলো বাইক ব্যবহার করেছি আর অনেকদিন যাবত একটা কিট বাইকের ইচ্ছা ছিলো কিন্তু কিট বাইক গুলো মূলত ফ্যামিলি নিয়ে চলাচলের উপযুক্ত হয় না অতপর Yamaha Fazer Fi বাইকটিকে একমাত্র কিট বাইক হিসেবে পেলাম যেটা ফ্যামিলি নিয়ে চলাচলের উপযুক্ত। আর সাথে কমফোর্ট আর বেস্ট মাইলেজ তো আছেই।

  yamaha fazer fi red 

তখন বাইকটির দাম ছিল ২,৭১,০০০/- টাকা এবং বাইকটি বরিশালে রাতুল অটো থেকে কেনা । ফ্রেন্ড কে সাথে নিয়ে শো-রুম এ গিয়ে বাইক কিনেছিলাম। যেহেতু কিট বাইক চালানোর অভিজ্ঞতা কম ছিলো তাই প্রথম অবস্থায় একটু সমস্যা হলেও কিছুক্ষণ পরে তা ঠিক হয়ে গিয়েছিলো। আর প্রথম অনূভুতি লিখে প্রকাশ করা যায় না। Fi টেকনোলজি, ব্লু কোর ইঞ্জিন, এয়ার কুলিং সিস্টেম, ১৪৯ সিসি, এরো ডাইনামিক আর মনো সাসপেনশন। সব কিছু যেন আমার মনের মত করেই সাধ্যের মধ্যে সবটুকু ।

বাইকের সকল ফ্রি সার্ভিস বরিশালে রাতুল অটো থেকে করানো এবং পরবর্তী সকল পেইড এবং ইমারজেন্সি সার্ভিস ও সেখান থেকেই করানো। সার্ভিস এর মান সন্তোষজনক । বাইকটি আমাকে সবসময় চিন্তা মুক্ত কম্ফোর্ট একটি রাইড উপহার দেয় । বাইকটিতে আমি প্রথমে ৪০-৪২ মাইলেজ পেয়েছি আর এখনো এভাবেই পাচ্ছি। সময়মত ইঞ্জিন অয়েল পরিবর্তন করি, প্রতিবার ইঞ্জিন অয়েল পরিবর্তন এর সময় অয়েল ফিল্টার পরিবর্তন করি, এয়ার ফিল্টার,স্পার্ক প্লাগ ক্লিন রাখি, ক্লাচ এবং এক্সেলেটরের ক্যাবল লুব করে রাখি। 

বাইক সব সময় পরিস্কার এবং নির্দিস্ট সময় অন্তর সার্ভিস করাই। ব্রেকবিন পিরিয়ডের সময় ইমালুব ব্যবহার করেছি এরপরে মতুল ৭১০০ ফুল সিন্থেটিক 10w40 ইঞ্জিন অয়েল ব্যবহার করছি। আর এটা ইস্টার কোর টেকনোলজিস সম্পন্ন। ইঞ্জিন অয়েল এর পার্ফরমেন্স আমার বাইককে আরো স্মুথ করে দেয় ।

  fazer headlight 

এখন পর্যন্ত আমি স্পার্ক প্লাগ, ক্লাচ কেবল, আর চেচিস বুশ, ক্লাচ প্লেট পরিবর্তন করেছি । আমি সবসময় আমার বাইকের ভালো পার্ফরমেন্স চাই তাই ভালো পারফরম্যান্স এর জন্য আমি সঠিক টাইমে এগুলো পরিবর্তন করেছি। বাইকটি মডিফাই করে হেড লাইটের নিচে এক্সট্রা উইংলেট লাগিয়েছি। যেটা আমার বাইককে করে তুলেছে আরো আকর্ষনীয় ।কুমিল্লা -কক্সবাজার হাইওয়েতে আমি বাইকটির টপ স্পিড পেয়েছি ১১৮ ।

বাইকটির কিছু ভালো দিক -

  • মাইলেজ
  • কমফোর্ট
  • স্টাইলিশ লুক
  • বিল্ড কোয়ালিটি
  • পিলিয়ন সিট

বাইকটির কিছু ভালো দিক -

  • ওভারটেকিং এ কনফিডেন্স কম পাওয়া যায়
  • হেড লাইটের আলো কম
  • থ্রটল রেস্পন্স কম
  • পিছনের ড্রাম ব্রেক
  • এক্সপেয়ার পার্টসএর মূল্য বেশি

yamaha user bd 

বাইকটি নিয়ে আমি লং ট্যুরে বরিশাল থেকে কক্সবাজার গিয়েছিলাম আর ফেজার মূলত লং ট্যুরের জন্য খুব ভালো একটা বাইক তাই লং ড্রাইভে খুব ভালো পারফরম্যান্স পেয়েছিলাম। নিঃসন্দেহে Yamaha Fazer Fi বাইকটি অন্য সকল বাইকের থেকে অনেক কম্ফর্ট এবং ভালো একটি বাইক। CBU হওয়ার কারনে আমার কাছে এটার বিল্ড কোয়ালিটি অনেক ভাল লেগেছে। যার কারনে আমি যত গুলো বাইক ব্যবহার করেছি তার মধ্যে এটা সবচেয়ে বেশিদিন ধরে ব্যবহার করছি। ধন্যবাদ।

লিখেছেনঃ সৈয়দ শাহেদ

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Honda SP160 (Single Disc)

Honda SP160 (Single Disc)

Price: 197000.00

Lifan Blues 150

Lifan Blues 150

Price: 0.00

Lifan KPV350

Lifan KPV350

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Bajaj Freedom 125

Bajaj Freedom 125

Price: 0.00

Lifan K29

Lifan K29

Price: 0.00

455500

455500

Price: 0.00

View all Upcoming Bikes