Kawasaki Motorcycle । ফ্রী রেজিস্ট্রেশন অফার ২০১৯
This page was last updated on 08-Jul-2024 10:22am , By Ashik Mahmud Bangla
Kawasaki Motorcycle এই গরমে ঘোষনা করেছে কাওয়াসাকি মোটরসাইকেল ফ্রী রেজিস্ট্রেশন অফার । এই কাওয়াসাকি ফ্রী রেজিস্ট্রেশন অফারটি চলবে পুরো গ্রীস্ম এবং ঈদের মৌসুম জুড়ে ।
কাওয়াসাকি মোটরসাইকেল বাংলাদেশে যাত্রা শুরু করে ২০১৮ সালের দিকে, তারপর থেকে তারা তাদের মোটরসাইকেল গুলোকে প্রমোট করার জন্য বিভিন্ন ধরনের ক্যাম্পেইন ও টেস্ট রাইড ইভেন্ট এর আয়োজন করেছে । বর্তমানে তাদের সীমিত সংখ্যক মডেলের কিছু মোটরসাইকেল রয়েছে, তবে খুব শীঘ্রই তাদের আপডেটেড মোটরসাইকেল গুলো বাংলাদেশে নিয়ে আসবে ।
কাওয়াসাকি মোটরসাইকেল ফ্রী রেজিস্ট্রেশন অফার
পবিত্র রমজান মাসের শুরুর দিন থেকেই কাওয়াসাকি মোটরসাইকেল তাদের দুটি মডেলের বাইকের উপর দিচ্ছে ফ্রী রেজিস্ট্রেশন অফার । এটি একটি গ্রীস্মকালীন অফার ও সেই সাথে ঈদের মৌসুম এর অফার হিসেবেও বিবেচিত হচ্ছে ।
Click Here For Kawasaki KLX 150BF Review
কাওয়াসাকি দিচ্ছে দুই বছরের জন্য ফ্রী রেজিস্ট্রেশন অফার । যেখানে আপনি পাচ্ছে ১২০৭৩ টাকা পর্যন্ত ছাড় । এই অফারটি শুধু মাত্র প্রযোজ্য হবে Kawasaki KLX 150BF এবং Kawasaki KLX 150L । এই দুটি বাইকের মধ্যে একটি হচ্ছে ডুয়েল স্পোর্টস বাইক, অন্যটি পিওর অফ রোড মোটরসাইকেল । এই কাওয়াসাকি মোটরসাইকেল ফ্রী রেজিস্ট্রেশন অফারটি বাংলাদেশে সকল কাওয়াসাকির অথোরাইজড মোটরসাইকেল শোরুম গুলোতে পাওয়া যাবে । কাওয়াসাকির এই অফারটি পরবর্তি কোন ঘোষনা আশা না পর্যন্ত চলবে ।
Also Read: Kawasaki KLX150BF User Review - 7000KM by Saleh
কাওয়াসাকি মোটরসাইকেল ধীরে ধীরে বাংলাদেশের মার্কেটে তাদের প্রভাব বিস্তার করছে । তারা বাইকারদের জন্য আয়োজন করেছে ফ্রী টেস্ট রাইড ইভেন্ট এবং সম্প্রতি তারা ঢাকায় তাদের ফ্ল্যাগশীপ শোরুম উদ্বোধন করেছে ।
কাওয়াসাকি বাংলাদেশ এর ফ্ল্যাগশীপ শোরুমটি সব ধরনের আধুনিক ফিচার্স ও সার্ভিস এরিয়া দিয়ে তৈরি করা হয়েছে, যাতে করে তারা তাদের কাস্টোমারদের সর্বোচ্চ সুবিধা দিতে পারে । কিছুদিন আগেই শোনা যাচ্ছিল কাওয়াসাকি মোটরসাইকেল তাদের দুটি জনপ্রিয় মডেল Kawasaki Ninja 125 এবং Kawasaki Z125 বাইক দুটি বাংলাদেশে লঞ্চ করবে ।
আশা করা যাচ্ছে তারা বাইক দুটি খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ করবে এবং সেই সাথে বাংলাদেশে তাদের নতুন সব মডেল গুলো নিয়ে আসবে । কাওয়াসাকি মোটরসাইকেল ফ্রী রেজিস্ট্রেশন অফারটি অফ রোড মোটরসাইকেল লাভারদের জন্য সত্যই একটি দারুন অফার । এখন তারা কাওয়াসাকির অফ রোড মোটরসাইকেল গুলো বাংলাদেশেই রাইড করতে পারবেন ।