Haojue Eid Offer 2019 | হাওজু মোটরসাইকেল রেজিস্ট্রেশন অফার
This page was last updated on 29-Jul-2024 08:08am , By Ashik Mahmud Bangla
Haojue Motorcycle Bangladesh সম্প্রতি ঈদ উপলক্ষ্যে ঘোষনা করেছে Eid Offer 2019 । প্রত্যেক কাস্টোমার যারা হাওজু মোটরসাইকেল ক্রয় করবেন তারা পাবেন ফ্রী রেজিস্ট্রেশন । এই অফারটিতে হাওজু দিচ্ছে ১২,০৭৩/- রেজিস্ট্রেশন ফী ।
হাওজু বাংলাদেশে চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ড গুলোর মধ্যে অন্যতম । তাদের অনেক ভাল মানের কিছু চাইনিজ মোটরসাইকেল রয়েছে । কমিউটার সেগমেন্টে রয়েছে Haojue KA135, স্কুটার সেগমেন্টে রয়েছে Haojue Lindy এবং ৫ম ঢাকা বাইক শোতে হাওজু শো করেছে তাদের ১৬০সিসি সেগমেন্টের নতুন মোটরসাইকেল Haojue DR 160 ।
Haojue Motorcycles At Dhaka Bike Show 2019
ঢাকা বাইক শোতে তারা Haojue DR 160 শো করেছিল । যদিও বাইকটি তারা অফিশিয়ালি এখনও লঞ্চ করেনি । তবে আমরা আশা করছি তারা খুব দ্রুত বাইক বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ করবে । গ্রাফিক্স ডিজাইন অনেক আকর্ষনীয় এবং অনেক ফিচার সমৃদ্ধ একটি বাইক । ইঞ্জিনের ক্ষেত্রে তারা ব্যবহার করেছে ১৬২সিসি, এয়ার কুল্ড ইঞ্জিন । ইঞ্জিনটি থেকে ১৫ বিএইচপি এবং ১৪ এনএম টর্ক উৎপন্ন করে ।
Haojue DR160 Feature Review
বর্তমানে Haojue KA 135 হাওজুর অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল । এই মোটরসাইকেলটির বৈশিষ্ট্য হচ্ছে বাইকটির ইউনিক ডিজাইন এবং লুকস । বাইকটি আকর্ষণীয় ভাবে ডিজাইন করা সেই সাথে রয়েছে আকর্ষনীয় লুকস ও কালার ফুল গ্রাফিক্স । বাইকটিতে রয়েছে ১৩৫সিসি সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, এয়ার কুল্ড ইঞ্জিন । বাইকটির ইঞ্জিন থেকে ৮.০ কিলোওয়াট এবং ১৪ এনএম পর্যন্ত ক্ষমতা উৎপন্ন করতে সক্ষম ।
যা এই সেগমেন্টের জন্য অনেক ভাল পরিমানের পাওয়ার । কোম্পানিএ মতে এই বাইকটি প্রায় ৫০ কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ দিতে সক্ষম । এছাড়া এর ইঞ্জিনের সাথে একটি ৫ স্পিড গিয়ার বক্স যুক্ত করা হয়েছে । বাইকটি ঘন্টায় ১১০ কিলমিটার পর্যন্ত স্পিড তুলতে সক্ষম এবং এর দাম হচ্ছে ১,৩১,০০০/- টাকা ।
বাংলাদেশের রাস্তার কারনে এখানে ক্রজার বাইক তেমন একটা দেখা যায় না । কিন্তু তারপরও হাওজু এর অনেক সুন্দর এবং স্টাইলিশ একটি ক্রুজার মোটরসাইকেল রয়েছে । হাওজুর এই বাইকটি হচ্ছে Haojue TR 150 ।
Also Read: ১.৫ লক্ষ টাকার মধ্যে হাওজু বাইক এর দাম | বাইকবিডি September 2023
বাইকটি ১৫০সিসি সেগমেন্টের ক্রুজার মোটরসাইকেল । বাইকটির ইঞ্জিন হচ্ছে ১৪৯সিসি, যা থেকে ৮.২ কিলোওয়াট এবং ১১.৪ এনএম টর্ক পর্যন্ত ক্ষমতা উৎপাদনে সক্ষম ।
এই হাওজু Eid Offer 2019 অফারটি বাইকারদের সাহায্য করবে যারা হাওজু মোটরসাইকেল ক্রয় করতে চান । এবার ঈদের আগে অনেক গুলো মোটরসাইকেল কোম্পানি অফার দিয়ে আসছে । আশা করা যাচ্ছে এবার ঈদে নতুন বাইকে ঈদ উদযাপন করতে পারবেন ।