CFMOTO ব্র্যান্ড সম্পর্কে বিস্তারিত

This page was last updated on 03-Dec-2025 11:35am , By Badhan Roy

আপনি জানেন কি CFMoto এবং KTM যৌথভাবে বাইক উৎপাদন করে থাকে? ইউরোপিয়ান এবং আমেরিকান মার্কেটে অন্যতম সেরা ব্র্যান্ড হিসেবে কিভাবে তারা মার্কেট দখল করে রেখেছে? সাম্প্রতিক সময়ে হায়ার সিসি বাইক নিয়ে বাংলাদেশের বাইকাররা বেশ আগ্রহী। একের পর এক নতুন নতুন ব্র্যান্ড ও নতুন নতুন সেগমেন্টের বিভিন্ন বাইক বাংলাদেশে লঞ্চ হচ্ছে। সেইসূত্রে আমরা CFMOTO ব্র্যান্ড ও তাদের বাইক নিয়ে বিস্তারিত কিছু তথ্য উপস্থাপন করব। 

 

CFMOTO ব্র্যান্ড সম্পর্কে বিস্তারিত

বর্তমান সময়ে এদেশের বাইকারদের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু CFMOTO ব্র্যান্ড কে ঘিরে। সম্প্রতি কিছু নতুন বাইক নিয়ে CFMOTO ব্র্যান্ড এদেশের বাজারে বেশ সাড়া ফেলেছে। এন্থুসিয়াস্ট ও কনটেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে সাধারণ বাইকার সবার মধ্যেই ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের পাওয়ারফুল, সেফটি এবং অসংখ্য সময়োপযোগী টেকনলজির এই বাইকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সাইটমেন্ট বেশ লক্ষণীয়। তো চলুন চমৎকার এই ব্র্যান্ডটি ও তাদের কিছু বাইক নিয়ে বিস্ততারিত জানা যাক।

CFMOTO এর উৎপত্তি ও ইতিহাস

CFMOTO এর ইতিহাস শুরু হয়েছিল ১৯৮৯ সালে চীনের হ্যাংজু শহরে প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে। CFMOTO এর প্রতিষ্ঠাতার নাম লাই গুওকিয়াং। Zhejiang Chunfeng Power Co. Ltd. নামে আত্মপ্রকাশ করলেও এর ট্রেড নাম CFMOTO হিসেবেই কোম্পানিটি পরিচিত হতে থাকে। প্রাথমিকভাবে তারা শুধুমাত্র মোটরসাইকেল ইঞ্জিন এবং ইঞ্জিনের যন্ত্রাংশ উৎপাদনের মাধ্যমে যাত্রা শুরু করে।

CFMOTO ধীরে ধীরে মোটরসাইকেল ছাড়াও পাওয়ারস্পোর্টস ভেহিকল (ATV, UTV) উৎপাদনের দিকে অগ্রসর হয়। ২০১১ সালে CFMOTO বিশ্বখ্যাত অস্ট্রিয়ান মোটরসাইকেল নির্মাতা KTM এর সাথে পার্টনারশিপে যুক্ত হয় এবং চীনে KTM মোটরসাইকেল উৎপাদনের লাইসেন্স পায়। পাশাপাশি উভয় কোম্পানি নিজ নিজ উৎপাদন বৃদ্ধিতে পারস্পারিক সহযোগিতা এবং যৌথ প্রযুক্তি বিনিময় নিয়ে চুক্তি স্বাক্ষরিত করে। 

২০১৪ সাল থেকে CFMOTO ১০০টির বেশি দেশে রপ্তানী শুরু করে এবং বিশ্বব্যাপী CFMOTO বেশ ভালরকম জনপ্রিয়তা পায়, যাদের টার্গেটেড কাস্টমার ছিল তরুণ প্রজন্মের বাইকাররা। ২০২০ সাল থেকে তারা উন্নত প্রযুক্তি, TFT ডিসপ্লে, ABS এবং উন্নত ব্রেকিং নিয়ে বেশ ভাল গবেষণা এবং কাজ শুরু করে যা বিশ্বব্যাপী যথেষ্ট সমাদৃত হয়েছে। 

মোট কথায়, CFMOTO বিশ্বের অন্যতম সেরা R&D টিম এবং তাদের উৎপাদন সক্ষমতার মাধ্যমে আন্তর্জাতিক মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছে। তারা এখনো KTM-এর সাথে যৌথভাবে নতুন মডেল এবং প্রযুক্তি উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ইউরোপ, আমেরিকা, এশিয়া, এবং অস্ট্রেলিয়াসহ বিভিন্ন অঞ্চলে উচ্চমানের এফোর্ডেবল মোটরসাইকেল হিসেবে গণ্য করা হয়। তাই CFMOTO কে সাধারণ চাইনিজ ব্র্যান্ড হিসেবে ভাবাটা হবে নিতান্তই ভুল।

বাংলাদেশে CFMOTO

শীঘ্রই বাংলাদেশে CFMOTO তাদের হায়ার সিসি লাইনআপের কয়েকটি বাইক লঞ্চ করতে যাচ্ছে যা অনেকেই জানেন। ধারনা করা হচ্ছে 250NK, 250SR এবং 300SR মডেলের বাইকগুলো বাংলাদেশে লঞ্চ হতে পারে। এর মধ্যে 250NK ন্যাকেড স্পোর্টস ক্যাটাগরির এবং 250SR এবং 300SR ফুল ফেয়ারড স্পোর্টস ক্যাটাগরির বাইক। 

250NK ও 250SR বাইকটিতে থাকছে ২৫০ সিসির ২৭.২ হর্সপাওয়ার ও ২২ এন.এম টর্ক বিশিষ্ট ইঞ্জিন, 300SR বাইকটিতে থাকছে ৩০০ সিসির ইঞ্জিনের সাথে ২৮.৩০ হর্সপাওয়ার ও ২৫.৩ এন.এম টর্ক। ফিউচারস্টিক ডিজাইন ও স্পেসিফিকেশনের সাথে সম্ভবত এটাই হতে চলেছে এখন পর্যন্ত বাংলাদেশের বাজারে অফিশিয়ালি সবচেয়ে পাওয়ারফুল বাইক। 

আমরা আশাবাদী, আর অল্প কিছুদিনের মধ্যেই ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের এই অসাধারণ বাইকটি সাধ্যের মধ্যে মূল্য নির্ধারন করে স্পেয়ার পার্টস ও সর্বোচ্চ বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করে CFMOTO Bangladesh বাইকগুলো লঞ্চ করবে এবং বাংলাদেশের বাইকারদের মধ্যেও বেশ জনপ্রিয়তা লক্ষ্য করা যাবে। 

 

বাইকের লঞ্চিং, দাম এবং অন্যান্য সকল আপডেট সবার আগে পেতে বাইকবিডির সাথেই থাকুন।