Hero Hunk 150 Single Disc ৪০+ মাইলেজ পাচ্ছি - পারভেজ

This page was last updated on 05-Oct-2023 12:08pm , By Raihan Opu Bangla

আমি মোঃ নুরউদ্দিন পারভেজ । বর্তমানে আমি একটি Hero Hunk 150 Single Disc বাইক ব্যবহার করছি । বাইকটি আমি প্রায় ১০ হাজার কিলোমিটার রাইড করেছি । আজ আমি আমার এই ১০ হাজার কিলোমিটার রাইডের কিছু অভিজ্ঞতা শেয়ার করবো ।


  hero hunk 150 single disc headlight


আমার বাড়ি লক্ষীপুর জেলায় । আমার প্রথম বাইক ছিল প্লাটিনা ১০০ সিসি, বাইকটি কিনেছিলাম ২০১২ সালে বাইকটি মাত্র ৫ মাস ব্যবহার করেছিলাম ৷ তখন আমার বাইক সম্পর্কে কোন ধারনাই ছিলনা শুধু চালাতে পারতাম ৷


Click To See Hero Hunk 150 Single Disc Bike Price In Bangladesh


আমি বাইক চালানো শিখেছি ২০০৭ সালে  Hero power 100cc বাইকটি দিয়ে। ছোটবেলা থেকেই বাইকের প্রতি চরম নেশা কাজ করতো, কারন আমি খুব ছোট থেকে দেখে আসছিলাম আমার বাসায় বড় ভাইয়ার বাইক ছিল Yahama Rx100 । ভাইয়া আমাকে বাইকে করে অনেক যায়গায় নিয়ে যেত, তখনো আমি সাইকেল চালানো শিখিনি কিন্তুু বাইকের প্রতি আলাদা একটা আগ্রহ ছিল ৷


বাসায় কেউ বাইক নিয়ে আসলেই বাইকে উঠে বসে থাকতাম বাইকের চারপাশে তাকিয়ে দেখতাম। বাইকিং ভালবাসার একটা কারন যখন আমি বাইক চালাই তখন মনে হয় আমি মুক্ত পাখির মত উড়ছি এক রাস্তা থেকে অন্য রাস্তা ৷ বাইক থাকলে মনে হয় যেন কোন বাধা নেই । 


০৮-১২-২০১৯ তারিখে হঠাৎ করেই আমি Hero Hunk 150 Single Disc বাইকটি কিনে ফেলি । বাইকটি আমার জীবনের দ্বিতীয় বাইক । বর্তমানে আমি আমার বাইকটি ১০,০০০ কিলোমিটার রাইড করার পরে আমার  রাইডের অভিজ্ঞতা নিয়ে কিছু কথা শেয়ার করবো।


Click To See Hero Hunk 150 First Impression Review In Bangla – Team BikeBD


আমি আমার বাইকটি কেনার আগে ইউটিউবে প্রায় ২ বছর মোটরসাইকেল এর বিভিন্ন রিভিউ দেখেছিলাম, একটি বাইকের খুটিনাটি সবকিছুই বর্তমানে আমি জানি ৷ ইচ্ছে ছিল Honda CB Hornet 160R বাইকটি কেনার কিন্তুু বিভিন্ন কারনে সেটা ক্রয় করতে পারিনি ৷ 


আমি বর্তমানে একটি প্রাইভেট কোম্পানির মার্কেটিং অফিসার হিসেবে নিয়োজিত আছি। মার্কেটিং কাজ করা বেশিরভাগ লোকই ১০০ সিসি বাইক গুলো কিনে থাকে, আমাকে ও অনেকেই বলেছে ১০০ সিসির মধ্যেই একটা বাইক কিনতে, কিন্তুু আমার ইচ্ছে ছিলো ভালো মাইলেজ আর কম মেইনটেন্স কস্ট এর মধ্যে একটা ট্যুরিং বাইক ৷


Click To See All Hero Bike Price In Bangladesh


আমি বেশ কিছু ইউটিউব এর ভিডিও দেখি , আমর বাজেট, আমার পছন্দ, কম্ফোর্ট, ব্রেকিং, মাইলেজ, কন্ট্রোলিং সব দিক থেকে Hero Hunk 150 Single Disc বাইকটি আমার জন্য পারফেক্ট মনে হয়েছে , আর তাই আমি এই বাইকটি ক্রয় করি ৷


  hero hunk 150 single disc matt blue bike

আমি যখন বাইকটি ক্রয় করি তখন আমার বাইকটি বাজার মূল্য ছিল ১,৫১,৯০০ টাকা ৷ বাইকটি কিনেছিলাম রায়পুর কসমিক শো-রুম থেকে ৷ হঠাৎ করেই মা, বাবা এবং ছোট বোনকে ফোন দিয়ে শো-রুমে নিয়ে যাই তাদের বাইকটি দেখাই, বাবা প্রথমে রাজি ছিলেন না পরে রাজি করিয়ে বাইকটি কিনে ফেলি ৷ 


প্রথমবার নিজের বাইক নিজে চালানোর অনুভূতি বলে অথবা লিখে বুঝাতে পারবো না, প্রথমে আমি আমার ছোট বোনকে নিয়ে বাইক চালিয়েছিলাম এই অনুভূতি বলে প্রকাশ করার মত না ।


Click To See All Bike Price In Bangladesh


বাইক চালানোর পেছনের মূল কারন প্রতিদিন যাতায়াতের জন্য, কম সময়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য সব থেকে সহজ মাধ্যম আমার কাছে বাইককেই মনে হয় । বাইকিং ভালোলাগে, আমার ঘুরতে যাওয়ার প্রিয় বাহন বাইক এবং বাইক অন্য পরিবহন গুলোর থেকে টাকা সাশ্রয়ী ৷


Hero Hunk 150 Single Disc বাইকটির সব থেকে ভালো লাগার দিক গুলো হচ্ছে -

  • মাস্কুলার লুকস
  • ভালো ব্রেকিং
  • ভালো কন্ট্রোলিং
  • পারফেক্ট মাইলেজ
  • বাজেট


এর মাস্কুলার লুকস আমার মন জয় করে নিয়েছে। মাস্কুলার এবং এগ্রেসিভ ফুয়েল ট্যাংক এবং বডি কিট সব কিছু অনেক যত্ন সহকারে ফিটিং করা হয়েছে। বাইকটির বিল্ড কোয়ালিটিও ভালো মানের ৷ সাসপেনশনের দিক থেকে হিরোর এই বাইকটিতে সামনের দিকে টেলিস্কোপিক এবং পেছনের দিকে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে । যা চলার পথকে আরও উপভোগ্য করে তোলে।


বাইকটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল এবং ডাবল ডিস্ক, কিন্তুু আমি সিঙ্গেল ডিস্ক কিনি তার কারন হচ্ছে বাইকটির পেছনের চাকা চিকন ডিস্ক ব্রেক করলে চাকা স্কিড করে বেশি ৷ কিন্তু আরো ভালো ব্রেকিং এর জন্য বাইকটিতে পেছনের চাকা 120 সেকশন টায়ার লাগালে ভালো হবে বলে আমি মনে করি। প্রতিদিন বাইক চালানোর সময় মনে হয় নতুন করে নিজের রাইডিং স্কিল এবং বাইক সম্পর্কে শিক্ষা নিচ্ছি ৷ 


আমার বাইকটি এই পর্যন্ত আমি ৩ বার সার্ভিস করিয়েছি, হিরোর নিজস্ব সার্ভিসিং সেন্টারে ৷ এখন পর্যন্ত আমার বাইকে কোন কিছুই পরিবর্তন করতে হয়নি, শুধু মাত্র ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তন করেছি ।

hero hunk 150 single disc side view

প্রতি ৫০০ থেকে ৭০০ কিলোমিটার এর মধ্যে বাইকে চেইন লুজ হয়ে যায় ৷ প্রথম ২৫০০ কিলোমিটার এর পূর্বে মাইলেজ ৪৫ পেতাম, ব্রেকিং শেষ করার পরে এখন ৪২ + পাচ্ছি ৷ আমার বাইকটি আমি প্রথম থেকেই খুবই যত্ন সহকারে ব্যবহার করেছি, ৩০০০ কিলোমিটার পর্যন্ত ব্রেক ইন পিরিয়ড মেনে বাইক চালিয়েছি ৷ ঠিক সময়ে সার্ভিসিং করিয়েছি। ছোটখাট সমস্যা হলে ঠিক করে নিয়েছি এবং সবসময় বাইকটি পরিষ্কার পরিছন্ন রাখি ৷

আমি ইঞ্জিন অয়েল হিসেবে মটুল মিনারেল 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করি। দাম ৫০০ টাকা । আমি প্রতি ১০০০ কিলোমিটারে ইঞ্জিন অয়েল পরিবর্তন করি । আমি বাইকের হেড লাইট ছাডা় আর কোন পার্টস পরিবর্তন করিনি , হেডলাইট পরিবর্তন এর কারন হচ্ছে অতি অল্প আলো, সামনে থেকে বেশি আলোর কোন গাড়ি আসলে রাস্তা সঠিক ভাবে দেখা যায়না ৷ 


একজোড় ফগলাইট লাগানো হয়েছে রাতে হাইওয়েতে চালানোর জন্য ৷ ফগলাইট মডেল A7s দাম ২৪০০ টাকা ৷ আমি স্পীড পছন্দ করি না Hero Hunk 150 Single Disc বাইকটিতে আমি টপ স্পীড পেয়েছি ১১২, পিলিয়ন সহ ১০৭।


Hero Hunk 150 Single Disc বাইকটির কিছু ভালো দিক-

  • বাইকটির ওজন 147 কেজি হওয়ার কারনে হাইওয়েতে চালানোর সময় ভালো ফিডব্যাক পাওয়া যায়
  • পারফেক্ট ভ্যাল্যু ফর মানি
  • ভালো ব্রেকিং
  • কন্ট্রোলিং
  • মাসকুলার লুকস
  • ভালো মাইলেজ
  • অনেক আরামদায়ক রাইডার এবং পিলিয়ন সিটিং পজিশন
  • স্মুথ সাউন্ড এবং স্মুথ রাইডিং


Hero Hunk 150 Single Disc বাইকটির কিছু খারাপ দিক-

  • বাইকটির কালার ম্যাট হওয়ার কারনে প্রচুর ধুলাবালি ধরে এবং অতি অল্প সময়ে বাইকটি পুরনো মনে হয়, এতে করে বারবার বাইকটি পলিশ করতে হয় ৷
  • প্রতি ৫০০ থেকে ৭০০ কিলোমিটার এর মধ্যে বাইকের চেইন লুজ হয়ে যায় ।
  • পেছনের চাকাটা আরেকটু মোটা ব্যবহার করলে ভালো হতো চিকন চাকা হওয়ার কারনে মাঝে মাঝে স্লিপ করে ৷
  • পিকআপ ছেড়ে দিলে হেডলাইটের আলো খুব বেশি কমে যায় এতে করে রাস্তা সঠিক ভাবে দেখা যায় না ৷
  • বিল্ড কোয়ালিটি আরেকটু ভালো করা যেত এবং বাইকটির রং এর মান আমার কাছে ভালো মনে হয়নি ৷


আমি এই পর্যন্ত আমার বাইকটি নিয়ে ৩ টি লং ট্যুর করেছি ৷ রায়পুর থেকে কুমিল্লা ৷ লক্ষীপুর থেকে মিরেরসরাই চট্টগ্রাম ৷ লক্ষীপুর থেকে কিশোরগঞ্জ ৷ হাইওয়েতে রাইডের জন্য আমার কাছে এটা বেষ্ট বাইক মনে হয়েছে । টপ স্পীডে বাইকটি খুবই স্মুথ থাকে ৷ বাইকটি আমি একদিনে সর্বোচ্চ ৪২৯ কিলোমিটার চালিয়েছি ৷


  hero hunk 150 single disc blue colour bike

আমার মতামত হচ্ছে এই বাইকটি ৫ফিট ৫ ইঞ্চি হাইটের নিচে কেউ যাতে এই বাইকটি না কিনে তার কারন বাইকটি অনেক ওজন এবং হাইট অনেক বেশি, বাইকটি কাত হয়ে গেলে কন্ট্রোল করা অনেক কষ্টের এছাড়া সামান্য কিছু নেগেটিভ সাইড বাদ দিলে এই বাজেটের মধ্যে আমার কাছে Hero Hunk 150 Single Disc বাইকটি সেরা মনে হয়েছে।

Also Read: Coming Soon: New Hero Hunk 2016 In Bangladesh

যদি কেউ কম বাজেটের মধ্যে সুন্দর মাস্কুলার লুকস এবং স্টাইলিশ, স্টান্ডার্ড, সাশ্রয়ী একটি বাইক যদি খুঁজে থাকেন তাহলে Hero Hunk 150 Single Disc বাইকটি আপনি নিতে পারেন । আমাদের সবার মতামত একরকম না, লেখার ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ৷ ধন্যবাদ।


লিখেছেনঃ মোঃ নুরউদ্দিন পারভেজ 


আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Keeway Matrix

Keeway Matrix

Price: 0.00

Keeway Flash

Keeway Flash

Price: 0.00

Keeway Fact Evo 125

Keeway Fact Evo 125

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Bajaj Pulsar NS150

Bajaj Pulsar NS150

Price: 0.00

Bajaj Pulsar 400

Bajaj Pulsar 400

Price: 0.00

CFMoto 300SS

CFMoto 300SS

Price: 510000.00

View all Upcoming Bikes