Caberg Helmets - অফিশিয়ালি এখন বাংলাদেশে । বাইকবিডি

This page was last updated on 15-Jul-2024 01:50pm , By Ashik Mahmud Bangla

Caberg Helmets ইটালির অন্যতম পুরাতন এবং জনপ্রিয় হেলমেট ব্র্যান্ড । এই হেলমেট ব্র্যান্ডটি AGV, HJC, Shark, ইত্যাদি এর মত প্রিমিয়াম কোয়ালিটির হেলমেট ব্র্যান্ড । সম্প্রতি বাংলাদেশে Caberg Helmets অফিশিয়ালি লঞ্চ হয়েছে ।caberg helmets

Caberg Helmets

১৯৭৪ সালে উত্তর ইটালির বার্গমো শহরে কাবার্গ হেলমেট তাদের যাত্রা শুরু করে । কাবার্গ এর নাম হচ্ছে ক্যাসি ডি কাবার্গ, যা মানে বের করলে দাঁড়ায় বার্গমোর ইটালিয়ান হেলমেট । লঞ্চিং এর পর থেকে ই ব্র্যান্ডটি তাদের নিজস্ব স্বকীয়তা এবং দেশের প্রতি আনুগত্য ধরে রেখেছে । তবে সবচেয়ে ভাল দিক হচ্ছে হেলমেট গুলো এখনও ইটালির বার্গমো শহরে নিজস্ব কারখানায় তৈরি হচ্ছে এবং সেফটি ও প্রিমিয়াম এর দিক থেকে এখনও ইতালি এর সেই হাতের স্পর্শ ধরে রেখেছে । 

এই হেলমেট ব্র্যান্ডের সবচেয়ে বড় সুবিধাজন দিক হচ্ছ, যেখানে অন্যান্য ব্র্যান্ডের হেলমেট কোম্পানি তাদের হেলমেট তৈরিতে আউটসোর্সিং করে থাকে । যাতে কোয়ালিটির সেভাবে ধরে রাখা কঠিন হয়ে পরে । কিন্তু কাবার্গ এখনও তাদের নিজস্ব ফ্যাক্টিরিতে সব কিছু তৈরি করে থাকে । তাদের  R&D, ম্যানুফ্যাকচার, টেস্টিং - সব কিছুই হয়ে থাকে একই ছাদের নিচে । এই পন্থা তাদের সাহায্য করে থাকে তাদের কোয়ালিটি কন্ট্রোল এবং সবার সাথে সঠিক কমিউনিকেশন সমান ভাবে হতে পারে সেজন্য ।caberg helmet

যদিও কাবার্গ তাদের স্বকীয়তা ধরে রেখেছে । তবুও তারা তাদের হেলমেটের অনেক ডেভলমেন্ট এবং পরিবর্তন নিয়ে এসেছে । তারাই প্রথম নিয়ে এসেছে ফ্লিপার মডিউলার হেলমেটসহ অনেক ধরনের হেলমেট । তারা হেলমেট তৈরিতে অনেক নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন ঘটিয়েছে এবং সেটিকে তারা তাদের হ্যান্ডমেইড প্রযুক্তির সাথে যুক্ত করেছে । বর্তমানে কাবার্গ ৫৭টি দেশে পাওয়া যাচ্ছে, এখন বাংলাদেশেও অফিশিয়ালি কাবার্গ লঞ্চ হয়েছে । খুব শীঘ্রই এটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে । 

Also Read:  KYT Helmets in Bangladesh

Caberg Helmets in Bangladesh

T.M Corporation হচ্ছে বাংলাদেশে কাবার্গ হেলমেটের একমাত্র পরিবেশক । তারা বর্তমানে তিনটি মডেলের হেলমেট বাংলাদেশে নিয়ে এসেছে, তাদের মধ্যে দুটি হেলমেট ফুল-ফেস হেলমেট এবং অন্যটি হচ্ছে ফ্লিপ আপ মডিউলার হেলমেট । সব গুলো মডেলের হেলমেট হচ্ছে ECE 22.05 এপ্রুভড এবং তিনটির মধ্যে দুটি হেলমেট হচ্ছে শার্প রেটিং করা । সব গুলো হেলমেটের লিনিং এবং প্যাড করা হয়েছে হাতে এবং অনেক আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে । হেলমেট গুলো বর্তমানে  Motomate BD, IgniteBangladesh এবং AutoplexBD এই তিনটি শপে পাওয়া যাবে ।caberg jackal imola

Caberg Jackal

Caberg Jackal হচ্ছে একটি এন্ট্রি লেভেলের হেলমেট, যা একটি সাধারন দামের মধ্যে আপনাকে পুরোপুরি সন্তুষ্ঠ করে এর কম্ফোর্ট এবং ফিচার্স দিয়ে । এই হেলমেটটিতে দেয়া হয়েছে LG CHEM HI-IMPACT ABS শেল ।  হেলমেটিতে দুটি ভাইজর দেয়া হয়েছে - একটি হচ্ছে সান ভাইজর যেটি ভিতরে থাকে এবং অপরটি হচ্ছে বাইরের দিকে এন্টি স্ক্র্যাচ ভাইজর । এছাড়া ভাইজর এ একটি এন্টিফগ পিনলক ভাইজরের সিস্টেম রাখা হয়েছে । 

এয়ার ভেন্ট গুলো সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে যাতে বাতাস সঠিক ভাবে প্রবাহিত হতে পারে এবং এতে দেয়া হয়েছে বৃষ্টি থেকে বাচার জন্য রেইন প্রোটেকশন রিমস । হেলমেটের লিনিয়ার এবং প্যাডিং খুব সহজেই খোলা যায় এবং ধৌত করা যায় । এছাড়া নাকের কাছে যে সিল্ড রয়েছে তা রিমুভ করা যায় । হেলমেটটি ECE এপ্রুভড এবং সেফটির দিক থেকে অনেক বেশি কার্যকর । হেলমেটটি তিনটি কালারে পাওয়া যাবে । এই হেলমেটটির মুল্য ধরা হয়েছে ১৫,৯৯০/- টাকা । T.M Corporation এই হেলমেটের প্রত্যেকটির সাথে দিচ্ছে Pinlock-70 ভাইজর, যা দেবে সর্বোচ্চ সেফটির নিশ্চয়তা ।

Caberg Duke II

Caberg Duke II হচ্ছে ফ্লিপ আপ মডিউলার হেলমেট, যা এর আগের ভার্সন থেকে আপডেট করা হয়েছে । হেলমেটটি ECE এপ্রুভড এবং শার্প রেটিং হচ্ছে ৫, যা এক্ষেত্রে সর্বোচ্চ রেটিং । এই হেলমেটটিতে দেয়া হয়েছে Hi-impact ABS shell এবং micrometric buckles এর সাথে কুইক রিলিজ ভাইজর । এই হেলমেটটিও দুটি ভাইজর দেয়া হয়েছে - একটি সান প্রোটেকশন এর জন্য অপরটি হচ্ছে এন্টি স্ক্র্যাচ পিন লক ভাইজর ।caberg duke 2019

 এই হেলমেটের লিনিয়ার ও প্যাডিংও একই ধরনের, খুব সহজেই খোলা যায় এবং ধৌত করা যায় । এছাড়া বৃষ্টি থেকে বাচার জন্য দেয়া হয়েছে রিম । এই হেলমেটের মুল্য ধরা হয়েছে ১৮,৯৯০/- টাকা ।

Caberg Drift Evo

পুরো বিশ্ব জুড়ে কাবার্গ এর Caberg Drift Evo হেলমেটটি অনেক বেশি জনপ্রিয় । এই হেলমেটটি অনেক রেসে ব্যবহার করা হয়ে থাকে । এছাড়া বড় বা মাঝারি ধরনের দুর্ঘটনাতে থেকে মাথা কে ভাল ভাবে রক্ষা করে থাকে । তাই এই হেলমেট এর কোয়ালিটি নিয়ে কোন ধরনের সন্দেহের অবকাশ নেই । এই হেলমেটটিও ECE এপ্রুভড এবং ৩ স্টার শার্প রেটিং । 

Caberg Drift Evo তৈরি করা হয়েছে কম্পোজিট ফাইবার সেল এবং দেয়া হয়েছে আধুনিক সব ফিচার্স, যা একটা ফ্ল্যাগশিপ হেলমেটে থাকা প্রয়োজন । হেলমেটটিতে দেয়া হয়েছে এন্টি স্ক্র্যাচ পিনলক সহ ভাইজর এবং ভিতরে দেয়া হয়েছে সান ভাইজর । মজার বিষয় হচ্ছে সান ভাইজরটি খুলে আপনি এটিকে প্রোফেশনাল ট্র্যাক রেসে ব্যবহার করতে পারবেন । এর ডিজাইন এরো ডায়নামিক হওয়ার কারনে পুরোপুরি সাপোর্ট পাওয়া যায় ।caberg drift evo price in bangladesh

 হেলমেটি ডিজাইন করা হয়েছে ওজনে হালকা করে, এর সাথে দেয়া হয়েছে সহজেই খোলা যায় এবং ধৌত করা যায় এমন লিনিয়ার ও প্যাডিং দেয়া হয়েছে । অন্য দিকে এর এয়ার ভেন্ট ও সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে বাতাস প্রবাহিত হওয়ার জন্য । হেলমেটটিতে দেয়া হয়েছে ডাবল ডি-রিং বাকল সিস্টেম, রেইন প্রোক্টেশন রিমস । এই হেলমেটটি ৬টি রং এ পাওয়া যাবে । হেলমেটটির মুল্য ধরা হয়েছে ২৪,৯৯০/- টাকা ।

Frequently Asked Questions (FAQ)

কোথায় কাবার্গ হেলমেট তৈরি হয়?

  • কাবার্গ হেলমেট তৈরি হয়, উত্তর ইতালির, বারগেমো শহরে । ১৯৭৪ সালে থেকে কাবার্গ হেলমেট তৈরি করা হচ্ছে, আর শুরু থেকে তারা একই জায়গায় হেলমেট তৈরি করা হচ্ছে ।

কাবার্গ হেলমেট এর দাম কত? 

  • কাবার্গ হেলমেট হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হেলমেট । Caberg Jackal ১৫,৯৯০/- টাকা, Caberg Drift Evo ২৪,৯৯০/- টাকা এবং Caberg Duke II ১৮,৯৯০/- টাকা ।

caberg drift evo price

কাবার্গ হেলমেট কি ভাল হবে?

  • কাবার্গ এর সব গুলো হেলমেট ই হচ্ছে ECE এপ্রুভড এবং অনেক গুলো মডেলেই হচ্ছে শার্প রেটীং সমৃদ্ধ । কাবার্গ তাদের হেলমেট তৈরি তে অনেক ভাল মানের ফাইবার Composite Fibre, HI-IMPACT ABS, Carbon এই গুলো ব্যবহার করে থাকে ।

কেওয়াইটি এবং কাবার্গ - কোনটি ভাল হবে?

  • কেওয়াইটি এবং কাবার্গ দুটো হেলমেট মডেলে ই ইটালিয়ান প্রিমিয়াম কোয়ালিটির হেলমেট । এছাড়া তারা সেফটির দিক থেকেও এপ্রুভড । উভয় ব্র্যান্ডের হেলমেট ই রেস ট্র্যাক এ ব্যবহার করা হয়ে থাকে ।

কাবার্গ হেলমেটের ওজন কত?

  • Caberg Drift Evo এর ওজন হচ্ছে ১২৫০ গ্রাম এবং Caberg Jackal ১৪৫০ গ্রাম ।

caberg helmets price

 ওয়ার্ল্ড ওয়াইড হেলমেট গুলো বাংলাদেশে আসতে শুরু করেছে, এর মানে দাড়াচ্ছে সবাই সেফটি নিয়ে অনেক বেশি ভাবছেন । আর হেলমেট এর প্রতি মানুষের আগ্রহ বাড়ছে । যারা প্রিমিয়াম হেলমেট ব্যবহার করতে চান কাবার্গ তাদের জন্য একটা ভাল অপশন হতে পারে । ধন্যবাদ ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Honda SP160 (Single Disc)

Honda SP160 (Single Disc)

Price: 197000.00

Lifan Blues 150

Lifan Blues 150

Price: 0.00

Lifan KPV350

Lifan KPV350

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Bajaj Freedom 125

Bajaj Freedom 125

Price: 0.00

Lifan K29

Lifan K29

Price: 0.00

455500

455500

Price: 0.00

View all Upcoming Bikes