সার্ভিস লাইক এ বস সিজন ২ - Yamaha R15
This page was last updated on 25-Jul-2024 10:16am , By Raihan Opu Bangla
ইয়ামাহা সব সময় তাদের বাইকারদের জন্য তাদে সর্বোচ্চ সার্ভিস দেয়ার চেষ্টা করে থাকে। তাদের কাছে তাদের কাস্টোমার স্যাটিসফ্যাকশন অনেক বেশি গুরুত্বপূর্ন। Yamaha R15 ইউজারদের জন্য দ্বিতীয় সিজনের মত তারা আয়োজন করতে যাচ্ছে "সার্ভিস লাইক এ বস - সিজন ২"। এই ক্যাম্পেইনটি চলবে আগামী ৫ই ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।
সার্ভিস লাইক এ বস সিজন ২ - Yamaha R15
মূল বিষয় শুরু করার আগে আপনি যদি r15 v3 price in bangladesh এর সর্ম্পকে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপ ঘুরে দেখুন। তাছাড়া বাইক সম্পর্কিত যেকোন তথ্য পাবেন আমাদের ওয়েবসাইটে।
শুধু সার্ভিস ক্যাম্পেইন নয়। Yamaha Bike এই ক্যাম্পেইনে তারা একটি অফার দিচ্ছে স্পেয়ার্স পার্টস এবং ইঞ্জিন অয়েলে। তারা ইয়ামাহা এর স্পেয়ার্স পার্টসে দিচ্ছে ১০% ডিসকাউন্ট এবং YAMALUBE 10w40 Full Synthetic ইঞ্জিন ওয়েলে দিচ্ছে ২০% ডিস্কাউন্ট।
দুই দিন আগেই এসিআই মোটরস তাদের জনপ্রিয় বাইকের উপর দিচ্ছে ক্যাশব্যাক অফার। বাইক গুলো হচ্ছে Yamaha R15 V3, Yamaha MT15, এবং Yamaha Saluto 125cc। এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা এর অফিশিয়াল ডিস্ট্রিবিউট। তাদের অন্যতম বাইক সিরিজ হচ্ছে R15, যা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্পোর্টস বাইক সিরিজ।
আর এই বাইকটি অনেক বাইকারের স্বপ্নের বাইক। এই বাইকটির সাথে অনেক বাইকারের আবেগ জড়িয়ে আছে, এটা বলার অপেক্ষা রাখে না। Yamaha YZF R15 বাইক সিরিজের প্রথম বাইক লঞ্চ করা হয় ২০০৮ সালে। বাইকটি লঞ্চ হবার সাথে সাথে অনেক বাইকারের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় এর লুকস এবং পারফর্মেন্স এর মাধ্যমে।
Click To See Yamaha R15 V3 Monster Edition | First Impression Review
বাইকটির স্পোর্টস লুকস এবং এর ইঞ্জিন পারফর্মেন্স দুটোর মিশ্রণ বাইকটিকে রাস্তায় নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এরপর ঠিক তিন বছরের মাথায় ২০১১ সালে R15 সিরিজের দ্বিতীয় ভার্সন Yamaha R15 V2 লঞ্চ করা হয়। এরপর বাইকটি ইতিহাস তৈরি করেছে।
Yamaha R15 V2 বাইকটি তার সময়ের অন্যতম জনপ্রিয় একটি স্পোর্টস বাইক ছিল। R15 V2 বাইকটি এমন একটি বাইক যা প্রতিটি বাইকার এবং বাইকপ্রেমীদের আকর্ষণ করেছে। একটা লম্বা সময় ধরে এই বাইকটি বাংলাদেশের রাস্তায় রাজত্ব করেছে।
২০১৭ সালে Yamaha R15 V3 বাইকটি ইন্ডিয়াতে লঞ্চ করা হয়। বাংলাদেশে বাইকটি অফিশিয়ালি লঞ্চ করা হয় ২০১৮ সালে। ইয়ামাহা এই ভার্সনটি তৈরি করে অনেক সময় নিয়েছে। তারা এই বাইকটির ফিচার্স সহ সব কিছু তারা নিজেদের মত করে ডেভলপমেন্ট করেছে। তারা যুক্ত করেছে Variable Valve Actuation (VVA), slipper clutch, এবং Anti-lock braking system (ABS) প্রযুক্তি।
সবশেষে বলা যায় যে, "সার্ভিস লাইক এ বস - সিজন ২" আগের বারের চেয়ে আরও বেশি ভাল হবে। আশা করি কাস্টোমাররা তাদের বাইকের একটি ভাল ও স্মুথ সার্ভিস পাবেন। ধন্যবাদ।