ভেসপা স্কুটার এখন অফিশিয়ালি বাংলাদেশে

This page was last updated on 11-Jul-2024 12:34pm , By Saleh Bangla

বিশ্বখ্যাত স্কুটার হচ্ছে ভেসপা আর সেই ভেসপা স্কুটার অফিশিয়ালি এখন বাংলাদেশ নিয়ে এসেছে কেআর ইন্ডাস্ট্রিজ। পিয়াগো একটি ইটালিয়ান কোম্পানি যাদের ভেসপা , এপ্রিলিয়া, ডার্বি এর মত অনেক গুলো মোটরসাইকেল কোম্পানি রয়েছে। বাংলাদেশে যে সমস্ত ভেসপা বিক্রিয় করা হবে তার সব গুলোই নিয়ে আসা হবে ইন্ডিয়া থেকে। 

 পিয়াগো ৫০টির ও বেশি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। হোন্ডার মতই ভেসপা একটি স্কুটার ব্র্যান্ড। কোম্পানিটি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং এখন পর্যন্ত তারা ভেসপা তাদের পেইন্ট ও স্টীল ইউনিবডি এবং ডিউজাইনের জন্য বিখ্যাত। এছাড়া স্কুটারের ডিজাইন অনেক বেশি ইউনিক। তাই স্কুটার গুলো লোকজনের কাছে অনেক জনপ্রিয়। নিচে ভেসপা স্কুটার এর বিভিন্ন মডেল ও দাম দেয়া হলোঃ

Model NameEngine CapacityColourPrice
LX125Red1,77,000
VXL125Yellow, White, Red, Matt Black, Grey2,23,000
SXL125Orange, Matt Black, White, Azzure Blue2,33,000
VXL150Yellow, White, Red, Matt Black, Green2,45,000
VXL Elegante150Cream2,63,000
SXL150Orange, Matt Black, White, Matt Red2,55,000

সকল মডেলের ভেসপা যা বাংলাদেশে নিয়ে আসা হবে সেগুলোর প্রত্যেকটিতেই ফ্রন্ট ডিস্ক ব্রেক থাকবে। কয়েকটি মডেলের আবার রেয়ার ডিস্ক ব্রেকও রয়েছে। ভেসপা এসএক্সএল এবং ভিএক্সএল দুটি মডেলের ইঞ্জিন প্রায় একই রকম। এছাড়া চেসিস এবং ফ্রেম ও একই, তবে ডিজাইনের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে। 

 ভেসপা এসএক্সএল এর হেডলাইট চার কোনা টাইপের, অপর দিকে ভিএক্সএল এর হেডলাইট গোলাকার শেপ এর। দুটি স্কুটারের হুইল গুলো এলয় হুইল, ফ্রন্ট ডিস্ক ব্রেক, ডিজিটাল স্পিডোমিটার, টিউবলেস টায়ার, নতুন ফ্রন্ট লুক এবং কমফোর্টেবল ও স্টাইলিশ সিট এর সব কিছুই রয়েছে। ফ্রন্টে ২০০মিমি ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক এবং রেয়ার এ ১৪০মিমি ড্রাম ব্রেক। উভয় স্কুটারের এসএক্সএল এবং ভিএক্সএল এর সামনে ১১০ সেকশন এবং পিছনে ১২০ সেকশন রেয়ার টায়ার দেয়া হয়েছে। 

 এছাড়াও ভেসপা আরো দুটি স্কুটার নিয়ে আসছে ১৫০সিসি সেগমেন্টে। যার ইঞ্জিনে রয়েছে ৩ ভালব এবং এলুমিনিয়াম সিলিন্ডার হেড, রোলার রকার আর্ম। ইঞ্জিন থেকে ১১.৪ বিএইচপি এবং ১১.৫ এনএম টর্ক ক্ষমতা উতপন্ন হয়। যেখানে ১২৫সিসি ইঞ্জিনের সব কিছুই প্রায় একই এবং সেই ইঞ্জিন থেকে ৯.৮ বিএইচপি ও ১০.৬ এনএম টর্ক উতপন্ন হয়। ইঞ্জিন গুলো হচ্ছে কার্বুরেটর ইঞ্জিন এবং ইঞ্জিনের সাথে কোন গিয়ার নেই। স্কুটার গুলোতে প্রায় ৭ লিটার এর মত ফুয়েল নেয়া যায় এবং মাইলেজ প্রায় ৪৫কিমি প্রতি লিটারে। স্কুটারের টপ স্পিড হচ্ছে ৯০-৯৫ কিমি প্রতি ঘণ্টায়। 

 ভেসপা এখন অফিশিয়ালি বাংলাদেশে পাওয়া যাবে। ইস্কাটন ও এর অফিশিয়াল ডিলারের কাছে পাওয়া যাবে। বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েভ সাইট ভিজিট করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাব-স্ক্রাইব করুন। Showroom:Hafsa Mart 118, Shohid Tajuddin Ahmed Soroni, Moghbazar, Dhaka Mobile: 01783860511 Vespa BD 28, New Eskaton, Dhaka. Mobile: 01932003003