সুজুকি বাংলাদেশ শুরু করেছে সুজুকি রাইডিং স্কুল!
Published On 22-Nov-2021 08:39pm , By Raihan Opu Bangla
সুজুকি বাংলাদেশে শুরু করেছে সুজুকি রাইডিং স্কুল। গত ২০ নভেম্বর ২০২১ তারিখ সুজুকি নতুন রাইডারদের মধ্যে যারা বাইক চালানো শিখতে চান তাদের জন্য একটি ট্রেইনিং সেশন এর আয়োজন করেছিল। সুজুকি প্রথমবারের মত বাংলাদেশে তাদের সুজুকি রাইডিং স্কুল শুরু করতে যাচ্ছে। এই ট্রেইনিং সেশনটি অনুষ্ঠিত হয় বনানী সোয়াট ফুটবল মাঠে। অনেক বাইকার এবং বাইক প্রেমীরা এই টেইনিং সেশন এ অংশগ্রহণ করেছিলেন। যারা বাইক রাইড শিখতে চায় সুজুকি তাদের জন্য খুব ভাল একটি উদ্যোগ নিয়েছে।
সুজুকি বাংলাদেশ শুরু করেছে সুজুকি রাইডিং স্কুল!
সুজুকির এই ইভেন্টে অংশ গ্রহণ করার জন্য সবাইকে আগে রেজিস্ট্রেশন করতে হয়েছে। তরুণ, মধ্য বয়স্ক ও মেয়েরা এতে অংশ গ্রহণ করেন। সবাই এই ইভেন্টে অংশ গ্রহণ করতে বেশ আগ্রহী। ট্রেইনিং সেশনে সহযোগিতার জন্য সুজুকির দক্ষ ট্রেইনাররা সহায়তা করেছেন। তারা সবাইকে কিভাবে বাইক বা স্কুটার রাইড করতে হয় তার বেসিক দিক গুলো বুঝিয়ে দিয়েছেন। অপর দিকে মেয়েদের জন্য সুজুকির মেয়ে ট্রেইনাররাও ছিল।

Click To See All Suzuki Bike Price In Bangladesh
এই ট্রেইনিং সেশন শুরু করার আগে যারা শিখতে এসেছিলেন তাদের সেফটির বিষয়ে ধারণা দেয়া হয়। কারণ বাইক বা স্কুটার রাইডের ক্ষেত্রে সেফটি সবার আগে। সেফটির সময় গার্ড দেয়া হয়, হাতের এবং পায়ের জন্য। সুজুকির এই ইভেন্ট অনেক সুন্দর ভাবে সম্পন্ন হয়। নতুনরাইডাররা অনেক খুশি হয়েছেন এই রাইডিং ট্রেইনিং সেশনে অংশ গ্রহন করতে পেরে। তাদের জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা। তাদের মধ্যে অনেকেই ছিলেন যারা প্রথমবারের মত বাইক বা স্কুটার রাইড করেছেন। বাংলাদেশের নতুন বাইকারদের জন্য সুজুকি রাইডিং স্কুল অনেক ভাল একটি উদ্যোগ। এটি বাইকারদের অনেক সহায়তা করবে বাইক বা স্কুটার রাইডিং শিখতে। আমরা আশা করছি সুজুকি তাদের এই রাইডিং বাংলাদেশের জেলা ও বিভাগীয় শহর গুলোতেও আয়োজন করবে।