টিভিএস বাংলাদেশে লঞ্চ করল নতুন TVS Apache RTR160 2021

This page was last updated on 01-Jan-2023 11:24am , By Shuvo Bangla

টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড লঞ্চ করেছে তাদের নতুন TVS Apache RTR160 2021 ভার্সন। বাইকটির দাম রাখা হয়েছে ১,৬৯,৯০০/- টাকা (সিঙ্গেল ডিস্ক)। এতে যুক্ত করা হয়েছে নতুন ও প্রশস্ত ১২০ সেকশন রেয়ার টায়ার এবং সম্পূর্ন নতুন গ্রাফিক্স। বাইকটির একটি ডুয়েল ডিস্ক ভার্সনও রয়েছে, এর দাম রাখা হয়েছে ১,৭৪,৯০০/- টাকা।

টিভিএস বাংলাদেশে লঞ্চ করল নতুন TVS Apache RTR160 2021

 tvs apache rtr160 2021 launched in bangladesh


Apache RTR160 এই ১৬০সিসি সেগমেন্টে অন্যতম বেস্ট সেলিং মোটরসাইকেল। বাইকাররা এই বাইকটিকে তার দ্রুত এক্সেলারেশন বা রেসপন্স এর জন্য সবচেয়ে বেশি পছন্দ করে থাকে। এছাড়া RTR এর সম্পূর্ন রূপ হচ্ছে Racing Throttle Response। বাইকটি তিন নতুন কালারে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। 


TVS Apache RTR160 2021 বাইকটিতে দেয়া হয়েছে ১৬০সিসি এয়ার কুল্ড ইঞ্জিন যা থেকে 13.9 BHP @ 8000 RPM & 13.03 NM of Torque @ 6500 RPM শক্তি উৎপন্ন করতে পারে। 


নতুন এই বাইকটি শুধু যে নতুন ভাবে রেয়ার টায়ার এবং নতুন গ্রাফিক্স দেয়া হয়েছে তাই নয়, এতে আরও যুক্ত করা হয়েছে সম্পূর্ন নতুন ডিজিটাল স্পিডোমিটার। যাতে এলইডি রং পরিবর্তন করা যায়, নীল থেকে সাদা। সিটের সাথে দেয় হয়েছে নতুন রেক্সিন।


বাংলাদেশের রোড কন্ডিশন অনুযায়ী কয়েক মাস টেস্ট করার পর, বাইকটি তে যুক্ত করা হয়েছে ১২০ সেকশন রেয়ার টায়ার, যা এর পুরাতন ভার্সনটিতে ছিল ১১০ সেকশন। টিভিএস বিশ্বাস করে যে, নতুন এই প্রশস্ত টায়ার রাইডাদের সহায়তা করবে হাই-স্পীডে রেয়ার টায়ার গ্রীপ আরও ভাল হবে। 


এই বাইকটি এই সেগমেন্টের অন্যতম বাইক, যাতে থ্রি-পার্ট হ্যান্ডেলবার যুক্ত করা হয়েছে। আমরা যখন ২০১৮ সালে বাইকটি টেস্ট রাইড করেছি, তখন এর ফিচার্স সম্পর্কে ভাল ভাবে জানতে পেরেছি। বাইকটিতে দেয়া হয়েছে লো স্যাডেল হাইট, যাতে করে কম উচ্চতার মানুষ ৫ ফিট থেকে ৫ ফিট ২ ইঞ্চির মধ্যে সবাই এই বাইকটি আরামে রাইড করতে পারবে।


বাইকটি ওজনে মাত্র ১৪০ কেজি (ডুয়েল ডিস্ক ভার্সন ৯০% ফুয়েল এবং টুল কিট) এবং ১৬ লিটারের ফুয়েল ট্যাংকে খুব ভাল একটা মাইলেজ প্রদান করে থাকে শহর এবং হাইওয়েতে। বাইকটির সামনের দিকে দেয়া হয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং রেয়ারে দেয়া হয়েছে দুটি মনোটিউব যার সাথে রয়েছে গ্যাসফিল্ড। 

ফ্রন্ট সাসপেনশন কিছু সফট হবার কারণে আপনি বাইকটি দিয়ে অফ রোডিং করার সময় ভাল ফিডব্যাক পাবেন।  

 tvs apache rtr160 2021 abs 

যদিও রেয়ারে তারা যুক্ত করেছে প্রশস্ত ১২০সেকশন টায়ার, তবে সামনের দিকের টায়ার এখনও ৯০সেকশন রাখা হয়েছে। এছাড়া সামনের দিকে রয়েছে ২৭০মিমি ডিস্ক ব্রেক, অপর দিকে রেয়ারে রয়েছে ২০০মিমি ডিস্ক ব্রেক অথবা ১৩০মিমি ড্রাম ব্রেক। 


TVS Apache RTR160 2021 বাইকটি আরটিআর সিরিজে নতুন ভাবে সংযুক্ত হবার কারণে এই সিরিজটি আরও সমৃদ্ধ হয়েছে, আর এই বাইকটি নতুন ভাবে প্রশস্ত ১২০সেকশন টায়ার বাইকারদের অনেকদিনের চাওয়া ছিল। আশা করা যাচ্ছে বাইকটি আগের চেয়ে অনেক বেশি জনপ্রিয়তা পাবে। ধন্যবাদ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Honda SP160 (Single Disc)

Honda SP160 (Single Disc)

Price: 197000.00

Lifan Blues 150

Lifan Blues 150

Price: 0.00

Lifan KPV350

Lifan KPV350

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Bajaj Freedom 125

Bajaj Freedom 125

Price: 0.00

Lifan K29

Lifan K29

Price: 0.00

455500

455500

Price: 0.00

View all Upcoming Bikes