গিয়ারএক্স বাংলাদেশ আইকন হেলমেট ডিস্কাউন্ট অফার এবং ফ্রী এয়ার ফিল্টার
Published On 08-Jun-2023 02:38pm , By Raihan Opu Bangla
গিয়ারএক্স বাংলাদেশের সবচেয়ে বড় মোটরসাইকেল এক্সেসরিজ শপ এবং ব্র্যান্ড। Bilmola, KYT, ICON, Sumoy, এবং INK সহ নামাদীমি সব হেলমেট ব্র্যান্ডের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে গিয়ারএক্স বাংলাদেশ।

এছাড়া গিয়ারএক্স বাংলাদেশ তাদের নিজস্ব ব্র্যান্ড লঞ্চ করেছে। যেখানে হেলমেট, জ্যাকেট, গ্লাভস এবং অন্যান্য মোটরসাইকেল সেফটি এক্সেসরিজ রয়েছে।
ঈদ উল আযহা বাংলাদেশ সহ বিশ্বের অন্যতম বড় উৎসব। এই ঈদ উল আযহা উপলক্ষ্যে গিয়ারএক্স তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে ডিস্কাউন্ট অফার। এই অফারে গিয়ারএক্স তাদের হেলমেট ব্র্যান্ড ICON এ দিচ্ছে ছাড় এবং ফ্রী এয়ার ফিল্টার।

ICON আমেরিকার একটি মটো স্পোর্টস গিয়ার এবং এক্সেসরিজ ব্র্যান্ড। যারা মোটরসাইকেল রাইডারদের জন্য প্রোটেক্টিভ গিয়ার্স যেমন, গ্লাভস, হেলমেট, জ্যাকেট, ফুটোওয়ার (জুতা), ল্যাগেজ, বডি আর্মার তৈরি করে আসছে।
আইকন সাধারণত স্ট্রিট বেসড মোটরসাইকেল রাইডারদের জন্য তাদের পন্য তৈরি করে থাকে। এছাড়া তারা মোটরসাইকেল রাইডার লাইফ স্টাইলের সাথে জড়িত সকল কিছুই তৈরি করে থাকে।

বাংলাদেশে আইকন হেলমেটের কয়েকটি মডেল পাওয়া যাচ্ছে। গিয়ারএক্স প্রায় সব গুলো মডেলেই দিচ্ছে ডিস্কাউন্ট। আইকন হেলমেটের মডেল গুলো হচ্ছে -
দামের উপর ভিত্তি করে গিয়ারএক্স বাংলাদেশ দিচ্ছে ১০% ডিস্কাউন্ট। এছাড়া প্রতিটি হেলমেট ক্রয়ের সাথে গিয়ারএক্স বাংলাদেশ দিচ্ছে ফ্রী ফেরক্স এয়ার ফিল্টার।
এই অফারটি খুব সীমিত সময়ের জন্য দেয়া হচ্ছে। তাই দেরি না করে আপনার পছন্দের আইকন হেলমেটি ক্রয় করুন। ক্রয় করার জন্য যোগাযোগ করুন গিয়ারএক্স ফ্ল্যাগশীপ শোরুমে। ধন্যবাদ।