Shares 2

হিরো মোটরসাইকেল সিগনেচার ওয়ার্কশপ সার্ভিস সেন্টার

Last updated on 29-Nov-2025 , By Arif Raihan Opu

বর্তমানে বাংলাদেশে মোটরসাইকেল ব্র্যান্ডের ভেতর হিরো মোটরসাইকেল অনেক জনপ্রিয়। বিশেষ ভাবে কমিউটার সেগমেন্টে হিরো সবার চেয়ে এগিয়ে রয়েছে। হিরো তাদের লাইন আপে যুক্ত করে উচ্চ সিসি থেকে কম সিসির সকল মডেলের মোটরসাইকেল রয়েছে। 

হিরো মোটরসাইকেল সিগনেচার ওয়ার্কশপ

হিরো মোটরসাইকেল সিগনেচার ওয়ার্কশপ

সম্প্রতি হিরো মোটরসাইকেল বাংলাদেশ তাদের নতুন হিরো সিগনেচার ওয়ার্কশপ মোটরসাইকেল সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে। যেখানে আধুনিক প্রযুক্তি ও অনেক গুলো বে রাখা হয়েছে, যেন এক সাথে বাইক সার্ভিস করা যায় এবং দ্রুততম সময়ে সার্ভিস শেষ করা যায়। 

জনাব আব্দুল মুসাব্বির আহমেদ যিনি নিটল নিলয় গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তিনি এই সিগনেচার সার্ভিস সেন্টার উদ্বোধন করেন। সেখানে হিরো মোটরসাইকেল বাংলাদেশ এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এখন থেকে হিরো কাস্টমাররা তাদের মোটরসাইকেলের সার্ভিস আরও কম সময়ের পেয়ে যাবেন। সেই সাথে আধুনিক যন্ত্রাংশ এবং দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে মোটরসাইকেলের সার্ভিস পাবেন কাস্টমাররা। 

হিরো বাংলাদেশ সিগনেচার ওয়ার্কশপ উদ্বোধন

হিরো মোটরসাইকেলের এই সার্ভিসের মান আরও উন্নত হবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেছেন। তাছাড়া কাস্টমারদের যেন সার্ভিসের জন্য বেশি সময় অপেক্ষা করতে না হয়, দ্রুত সার্ভিস, পার্টস সহ সকল কিছু যেন এক জায়গাতেই পাওয়া যায় সেটা নিশ্চিত হবে বলে সবাই আশা করছেন। 

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল হিরো মোটরসাইকেল শোরুম

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বাইকার্স গ্রুপ, মটোভ্লগার, ইনফ্লুয়েন্সার সহ অনেকেই উপস্থিত ছিলেন। তারা জানিয়েছেন যে হিরোর এই উদ্যোগ বাকি কোম্পানি গুলোও তাদের সার্ভিসের মান উন্নয়নে কাজ করবে বলে আশা করছেন। 

Published by Arif Raihan Opu