Shares 2

৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করলো ভলকান লাইফস্টাইল লঞ্চ করল নতুন ECE ও DOT সার্টিফায়েড হেলমেট

Last updated on 15-Dec-2025 , By Arif Raihan Opu

বর্তমানে বাংলাদেশে প্রিমিয়াম মোটরসাইকেল গিয়ার্স এবং এক্সেসরিজ সেগমেন্টের অন্যতম জনপ্রিয় নাম হচ্ছে ভালকান লাইফস্টাইল। গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে ভালকান লাইফস্টাইল তাদের ৬ষ্ঠ বর্ষপূর্তি পালন করেছে। এই অনুষ্ঠানে বাইকার্স, ভালকান লাইফস্টাইলের উর্ধ্বতন কর্মকর্তা, এবং ইনফ্লুয়েন্সার সহ অনেকেই উপস্থিত ছিলেন। 

ভালকান লাইফস্টাইল লঞ্চ করল তাদের নিজস্ব হেলমেট

ভালকান লাইফস্টাইল লঞ্চ করল তাদের নিজস্ব হেলমেট

ভালকান লাইফস্টাইল হচ্ছে হোমল্যান্ড গ্রুপের একটি সিস্টার কনসার্ন কোম্পানি। এই সেলিব্রেশনে হোমল্যান্ড গ্রুপ চেয়ারম্যান এস এম সাফাত ইশতিয়াক সহ হোমল্যান্ড গ্রুপ এবং ভালকান লাইফস্টাইলের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্টাফ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল হেলমেটের দাম

এই সেলিব্রেশনে ভালকান তাদের নিজস্ব ব্র্যান্ডের দুটি হেলমেট মডেল Vulcan Revolution এবং Vulcan Veloce উন্মোচন করা হয়। ইউরোপের ECE 22.06 ও যুক্তরাষ্ট্রের DOT মানদণ্ডে অনুমোদিত এই হেলমেট দুটি আগামী ১৫ জানুয়ারি ২০২৬ থেকে ভালকান লাইফস্টাইলের নিজস্ব শো-রুম ও বিভিন্ন ডিলার পয়েন্টে পাওয়া যাবে ।

Vulcan Revolution (ভালকান রিভোলুশন) এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৭,৫০০ টাকা এবং Vulcan Veloce (ভালকান ভেলোস) এর মূল্য ৫,৫০০ টাকা । এই দু'টি হেলমেটে দেয়া হচ্ছে ৩ বছরের ওয়ারেন্টি ।

ভালকান লাইফস্টাইল - ভালকান হেলমেট

এছাড়া ভালকান তাদের নিজস্ব ব্র্যান্ড ছাড়াও AXOR ব্র্যান্ডের দুটি নতুন মডেল বাংলাদেশে লঞ্চ করেছে। মডেল দুটি হচ্ছে AXOR Hunter (এক্সোর হান্টার) এবং AXOR Brutale (এক্সোর ব্রুটালে )। AXOR ২০২১ সাল থেকে দেশের সর্বাধিক বিক্রিত ডাবল সার্টিফায়েড হেলমেট এবং এর অফিসিয়াল পরিবেশক ভালকান লাইফস্টাইল লিমিটেড

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এস. এম. সাফাত ইশতিয়াক বলেন, “বাংলাদেশি ব্র্যান্ডের হেলমেট আন্তর্জাতিক মানে উন্মোচন করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। গত ৬ বছরে আমরা এক লক্ষাধিক হেলমেট বিক্রি করেছি , যা বাইকারদের নিরাপত্তা ও স্টাইল নিশ্চিত করেছে । আমরা বিশ্বাস করি , ভালকান হেলমেটও বাইকারদের ভালোবাসা অর্জন করবে ।

শুধু মাত্র AXOR নয়, ভালকান লাইফস্টাইল বর্তমানে HJC, AXIS, Scoyco Gears, এবং জাপানের Idemitsu Lubricants এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে তাদের কার্যক্রম পরিচালনা করেছে। 

ভালকান লাইফস্টাইল বাংলাদেশ

আগত অতিথিদের সবাই ভলকানের জন্য শুভ কামনা ব্যক্ত করেছেন। তাছাড়া ভালকান লাইফস্টাইল ভবিষ্যতে যেন বাইক এবং বাইকার বান্ধব ও সচেতনতামুলক কর্মকান্ডে অংশ নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। 

ভালকান লাইস্টাইল দেশের মোটরসাইকেল গিয়ার্স এবং এক্সেসরিজের ক্ষেত্রে অনেক বেশি অবদান রাখবে বলে আমরা আশা করছি। ৬ বছরপূর্তিতে টিম বাইকবিডির পক্ষ থেকে রইল শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ। 

Published by Arif Raihan Opu