Shares 2

বাইক নিয়ে ঈদের যাত্রায় এই ৫ টি জিনিস অবশ্যই মেনে চলুন

Last updated on 22-Nov-2022 , By Ashik Mahmud Bangla

সামনে পবিত্র ঈদ উল ফিতর , আর ঈদ কে কেন্দ্র করে আমরা অনেকেই বাইক নিয়ে ঈদের যাত্রা করবো। প্রতিবার ঈদের সময় দেখা যায় অনেক বাইকার ভাইয়েরা আছেন যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। আজ আমি আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করবো, বাইক নিয়ে ঈদের যাত্রায় ৫ টি জিনিস অবশ্যই মেনে চলুন।

বাইক নিয়ে ঈদের যাত্রায় ৫ টি জিনিস অবশ্যই মেনে চলুন

১- সঠিকভাবে ব্যাগ বাঁধুন

আমরা যখন ঈদে বাড়ি যায় তখন আমাদের সবার সাথেই কম বেশি ব্যাগ এবং জিনিসপত্র থাকে। আর আমরা অনেকেই বাইকে ব্যাগ সঠিকভাবে বাঁধতে পারি না। এর ফলে দেখা যায় পুরো রাস্তা জুড়ে আমাদের মাথায় একটা চিন্তা থাকে, ব্যাগ পরে যায় কিনা। আপনি যদি এই চিন্তা নিয়ে বাইক চালান তাহলে একটা সমস্যা ঘটতেই পারে। আবার ব্যাগ খুলে পরেও যেতে পারে , প্রয়োজনে একাধিক প্যাচ দিয়ে শক্ত করে ব্যাগ বাঁধুন। নিজে যদি না পারেন তাহলে যিনি পারে এমন কারও সাহায্য নিন।

আবার অনেকেই আছেন যারা একপাশে ব্যাগ বাঁধেন, এতে করে যেটা হয় বাইকের ব্যালেন্স নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় চিপা জায়গা দিয়ে বের হতে গিয়ে নিজেরই খেয়াল থাকে না। আপনি যদি এভাবে ব্যাগ বেধে অভ্যস্থ হয়ে থাকেন সেটা আলাদা কথা, কিন্তু আমি বলবো এভাবে ব্যাগ নিয়ে দূরের যাত্রা না করা উত্তম।

২- নিজের সেফটি এবং পিলিয়নের সেফটির দিকে খেয়াল রাখুন

প্রতিবার ঈদে হাইওয়েতে দেখি অনেকেই আছেন কোন রকম সেফটি না নিয়ে বের হয়ে গেছেন দূরের যাত্রায়। কিন্তু এই কাজটি কখনোই করবেন না, ভালো মানের হেলমেট সঠিক সেফটি গার্ড পরে আপনার বাড়ির পথে রওনা দিন। আপনি হয়তো কখনোই এক্সিডেন্ট করেন নি, কিন্তু বিপদ কিন্তু বলে আসে না। তাই সচেতন থাকুন। নিজের নিরাপত্তার কথা চিন্তা করার পাশাপাশি আপনার সাথে যদি কোন পিলিয়ন থাকে তাহলে তার দিকেও খেয়াল রাখুন। পিলিয়নের হেলমেট,রাইডিং গিয়ার এই জিনিসগুলো নিয়ে অবহেলা করবেন না।

৩- পর্যাপ্ত সময় হাতে নিয়ে ঈদ যাত্রা শুরু করুন

ঢাকা থেকে যারা বের হবেন ঈদের সময় তারা অবশ্যই হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হউন। ঢাকার বর্তমান যে অবস্থা তা আমরা সবাই জানি। সামান্য একটু রাস্তা যেতে কতটা সময় লাগে সেটা বলে বোঝানোর মতো না। তাই আপনি যখন বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন এই দিকটি খেয়াল রাখুন।

৪- অন্যকে বিপদে ফেলবেন না

আমাদের মধ্যে হাতেগোনা অল্প কিছু বাইক চালাক আছেন যাদের রাইডিং স্টাইল মোটেও ভালো না। তারা লুকিং গ্লাস দেখবে না, কোন সিগনাল দিবে না নিজেদের যেমন ইচ্ছা ঠিক তেমনভাবে বাইক চালাবে। শুধু ঈদের সময় না সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার জন্য যেনো অন্য মানুষ বিপদে না পরে।

আরেকটা কথা খেয়াল রাখবেন, লুকিং গ্লাস নেই, ব্যাক লাইট নেই, নেই কোন হেডলাইট এই ধরনের বাইক নিয়ে ঈদের সময় সড়কে উঠবেন না।

৫- অতিরিক্ত গতি পরিহার করুন

অতরিক্ত গতি কখনো ভালো ফল বয়ে আনে না, তাই অতিরিক্ত গতি পরিহার করুন। আপনি যখন বাইক নিয়ে ঈদের যাত্রা শুরু করবেন অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখুন। সময়ের চাইতে নিরাপদে গন্তব্যে যাওয়াটাকে বেশি গুরুত্ব দিন।

পরিশেষে বলতে চাই চলার পথে শুধু নিজেকে নিয়ে না ভেবে আপনার আশেপাশে চলাচলকারী মানুষের দিকেও একটু খেয়াল রাখুন। আপনার রাইডিং অন্যের বিপদের কারন যেনো না হয় কখনো। নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন।

ধন্যবাদ

Published by Ashik Mahmud Bangla

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Honda XL250 Degree

Honda XL250 Degree

Price: 0.00

Yamaha FZ-S 153

Yamaha FZ-S 153

Price: 0.00

Yamaha YB 100 Deluxe

Yamaha YB 100 Deluxe

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Bajaj Pulsar NS150

Bajaj Pulsar NS150

Price: 0.00

Bajaj Pulsar 400

Bajaj Pulsar 400

Price: 0.00

CFMoto 300SS

CFMoto 300SS

Price: 510000.00

View all Upcoming Bikes