Shares 2

ট্র্যাকার্সবিডি GT08 ট্রেকিং ডিভাইস রিভিউ - প্রোডাক্ট রিভিউ-বাইকবিডি

Last updated on 19-Nov-2023 , By Raihan Opu Bangla

ট্র্যাকার্সবিডি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভেহিকল ট্রেকিং সিস্টেম। ট্র্যাকার্সবিডি বাইকবিডি এর অফিশিয়াল ট্রেকিং পার্টনার। আজকে আমরা আপনাদের জন্য ট্র্যাকার্সবিডির মোটরসাইকেল ট্রেকিং ডিভাইস GT08 এর রিভিউ নিয়ে হাজির হয়েছি। 


ট্র্যাকার্সবিডি GT08 ট্রেকিং ডিভাইস রিভিউ

ট্রেকিং সিস্টেম

ট্র্যাকার্সবিডি হচ্ছে বাংলাদেশের অন্যতম ভেহিকল ট্রেকিং সিস্টেম বা VTS। যেই ট্রেকিং সিস্টেম স্যাটেলাইট GPS এবং GSM এর মাধ্যমে আপনার যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করে থাকে। 

এই ট্র্যাকার্সবিডি এর ট্রেকিং সিস্টেম যদি আপনি ব্যবহার করে থাকেন তবে আপনি অনেক ধরনের ফিচার্স পাবেন। যার মধ্যে আপনার মোটরসাইকেলের লোকেশন, স্পিড, ইঞ্জিন স্ট্যাটাস, ডিরেকশন সহ ম্যাপ পাবেন। 

  • IP65 ধুলো ময়লা এবং ওয়াটার রেজিস্টেন্স
  • ইমারজেন্সি SOS বাটন
  • ৯-৯০ভি রেটেড রেঞ্জ
  • রিমোট কাট অফ (ফুয়েল/ইঞ্জিন)
  • ভেহিকল ব্যাটারি প্রোটেকশন
  • মাল্টিপল এলার্টস

আপনি আপনার মোটরসাইকেল ট্রেকিং এর সকল তথ্য এর এপ বা ওয়েব প্লাটফর্মে দেখতে পাবেন। এখানে আপনি জিও ফেন্সিং, লাইভ লোকেশন, ইঞ্জিন ব্লক, ট্রিপ, মাইলেজ সহ অনেক তথ্য দেখতে পাবেন। 

Trackers BD GPS Vehicle Tracking System In Bangladesh 


এই ডিভাইসের সহায়তায় আপনি আপনার বাইকের রিয়েল টাইম লোকেশন দেখতে পাবেন ও ট্রেক করতে পারবেন। এই ডিভাইসের অন্যতম গুরুত্বপূর্ন ফিচার্স হচ্ছে ইঞ্জিন অন/অফ করার ফিচার্স। 

ট্রেকিং সিস্টেম

ইঞ্জিন ব্লক একটি সেফটি ফিচার। এই ফিচারে আপনি আপনার ইঞ্জিনটিকে ব্লক করার পর আপনার বাইকের ইলেক্টিক্যাল সব সিস্টেম অফ থাকবে।

তাই আপনার ইঞ্জিনটিকে আবার চালু করতে আপনার এই ব্লকটিকে অফ করতে হবে। এরপর আপনি আবার বাইক স্টার্ট করতে পারবেন। 

এর ডিভাইসটির অন্যতম ফিচার হচ্ছে এন্টি জ্যামার। এর মানে হচ্ছে এই ডিভাইসটির উপর কোন জ্যামার কাজ করবে না। এছাড়া আপনি ট্রিপ ও মাইলেজ দেখতে পাবেন এর এপ ও ওয়েব প্ল্যাটফর্মে। 

বাইকটি সিকিউরিটির জন্য বা ট্র্যাকিং ডিভাইস হিসেবে কোনটি ব্যবহার করবেন সেটা নিয়ে একটু অনিশ্চয়তায় ভুগে থাকেন। কারণ বাজারে অনেক কোম্পানি রয়েছে তবে সবাই তো ভরসার নয়। 

ট্রেকিং সিস্টেম

তবে আপনি ট্র্যাকার্সবিডির উপর ভরসা রাখতে পারবেন। কারণ তারা সরকারী ভাবে বিটিআরসি থেকে অনুমোদন প্রাপ্ত। 

এই ছিল GT08 ট্রেকিং ডিভাইসের রিভিউ। আপনি এই ডিভাইসটি ক্রয় করতে ট্র্যাকার্সবিডির ওয়েবসাইটে অথবা তাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

Bajaj Pulsar NS150

Bajaj Pulsar NS150

Price: 0.00

Bajaj Pulsar 400

Bajaj Pulsar 400

Price: 0.00

CFMoto 300SS

CFMoto 300SS

Price: 510000.00

View all Upcoming Bikes