Shares 2
Apollo Trampler সিরিজ টায়ার - আসন্ন অফরোড রেসিং চ্যাম্পিয়নশিপগুলোতে বাইকের পারফরম্যান্স আপগ্রেডের টায়ার
Last updated on 18-Dec-2025 , By Badhan Roy
বাংলাদেশে বেশ কয়েক বছর যাবৎ অফরোড রেসিং চ্যাম্পিয়নশিপের প্রতি বাইকারদের আগ্রহ ব্যাপক আকারে লক্ষ করা যাচ্ছে। শুরুর দিকে অল্প কিছু ইভেন্ট হলেও বিগত বছরগুলোতে ইভেন্টের সংখ্যা যেমন বেড়েছে তেমনি রেসারদের সংখ্যাও বেড়েছে। অফরোড ট্র্যাকে বা অ্যাডভেঞ্চার রাইডের জন্য সবচেয়ে বেশি বেনিফিট যা দিতে পারে সেটা হচ্ছে একজোড়া ভাল মানের অফরোড টায়ার।

Apollo Trampler সিরিজ টায়ার
বিশ্বখ্যাত টায়ার ব্র্যান্ড Apollo অফরোড রাইডের জন্য তাদের Trampler সিরিজটি বিশেষ ভাবে প্রস্তুত করেছে। Trampler সিরিজে XR এবং ST দুই ধরণের টায়ার আছে। উভয় টায়ারই অফরোডিং এর পাশাপাশি মাল্টিপারপস ইউজের জন্য তৈরী করা হয়েছে। তবে জানা গিয়েছে ট্র্যাকের জন্য XR মডেলের পারফর্ম্যান্স কিছুটা বেটার।
ST মডেলের টায়ারের ট্রেড প্যাটার্নের মধ্যে রয়েছে ওপেন ট্রান্সভার্স গ্রুভ যা পানি জমলে হাইড্রোপ্ল্যানিং প্রতিরোধ করতে সাহায্য করে। অলটারনেট লার্জ শোল্ডার ব্লক অর্থাৎ বাইরের ব্লকগুলো বড় আকারে যা কর্নারে লীন (lean) করতে বা বাঁকে ঘোরার সময় বেটার রেসপন্স দেয়। মাঝের অংশে ব্লকগুলো সিস্টেম্যাটিকভাবে সাজানো যার ফলে অফরোডিং এ বেটার ফিল পাওয়া যায়।

XR তে ব্যবহৃত হয়েছে W- শেপড ওপেন গ্রুভ থ্রেড যা পানি, কাদা বা কংক্রিট যেমন ই রাস্তার ধরণ হোক না কেন সারফেস থেকে জল/কাদা স্ট্রিপ আউট করতে এবং গ্রিপ ধরে রাখতে বিশেষভাবে সাহায্য করে। এই মডেলেও অলটারনেটিং থ্রেড প্যাটার্ন ও এক্সটেন্ড শোল্ডার থাকায় mixed terrain অর্থাৎ অন এবং অফ দুইধরণের রাস্তায়ই বাইক সামলে রাখা যায়।
স্টিল রেডিয়াল টেকনলোজি ব্যাবহারের ফলে সাইড ওয়াল তুলনামুলক বেশি স্টেবল থাকে এবং এর ফলে ট্র্যাকে কিছুটা বেটার রেজাল্ট পাওয়া যায়। টায়ারগুলোর প্রাইস ও বেশ রিজনেবল। আপনি যদি সামনে কোন অফরোড চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চান অথবা কোন অ্যাডভেঞ্চার রাইডে বের হতে চান তবে Apollo Trampler সিরিজের টায়ার হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি পারফরম্যান্স আপগ্রেড।
T
Published by Badhan Roy