TVS Racing MotoSoul 2019 - ইন্ডিয়া । বাইকবিডি
This page was last updated on 15-Jul-2024 12:26pm , By Ashik Mahmud Bangla
TVS Auto Bangladesh Ltd টিম বাইকবিডি'কে আমন্ত্রন জানিয়েছিল ভারতে অনুষ্ঠিত TVS Racing MotoSoul 2019 ইভেন্টটিতে । এই ইভেন্টি বাইকারদের জন্য দুদিনের একটি প্রোগ্রাম, যেটি আয়োজন করা হয়েছিল ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র গোয়াতে ।
বাংলাদেশ থেকে দশজন বাইকারকে আমন্ত্রন জানানো হয়েছিল এই ইভেন্টে । এই দুদিনের প্রোগ্রামে বাইকারদের জন্য ছিল স্টান্ট শো, স্লো রেসিং, অবস্টিক্যাল রেসিং, ডার্ট রেসিং, ফ্রী সার্ভিস ক্যাম্পেইন এবং লাইভ কনসার্ট । টিভিএস তাদের TVS RTR এর সকল মডেলের মোটরসাইকেল প্রদর্শন করে এবং সেই সাথে TVS XL100 এর একটি কনসেপ্ট মডেলেরও প্রদর্শন করে ।
আপনার এবং আপনার মোটরসাইকেল এর মধ্যে একটি বন্ধন । TVS Racing MotoSoul 2019 হচ্ছে এমন একটি আয়োজন যেখানে টিভিএস মোটরস লিমিটেড এর একটি গ্লোবাল ব্র্যান্ড TVS Apache RTR । এই আয়োজনটি করা হয়েছে মোটরসাইক্লিস্ট এবং যারা মোটরসাইকেল ভালবাসেন তাদের কে দুই দিনের জন্য এক ছাদের নিচে একত্রিত করা ।
টিভিএস এর বর্তমানে পুরো বিশ্ব জুড়ে ৩.৫ মিলিয়নের উপর তাদের কাস্টোমার রয়েছে । TVS Apache RTR150 বাইকটি বাংলাদেশে ১৫০-১৬০সিসি সেগমেন্ট অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল । এই আয়োজনটি একটি প্ল্যাটফর্ম যেখানে মোটরসাইকেল প্রেমীরা টিভিএস এর মোটরসাইকেলের পারফর্মেন্স দেখতে পারবে এবং তাদের কাস্টোমারের কোম্পানির সাথে আরও বেশি সখ্যতা গড়ে উঠবে । TVS Racing MotoSoul 2019 এই ইভেন্টটি আয়োজন করা হয়েছে মুলত তিন বিষয় কে লক্ষ্য রেখেঃ
- এক্সিলারেশনঃ হাই স্পিড রেসিং এবং প্রোফেশনাল স্টান্ট শো ।
- শিফটঃ মোটরসাইকেলিং সম্পর্কে আলোচনা এবং বর্তমান সময়ের ট্রেন্ড ।
- ব্রেকঃ বিনোদন এবং মোটরসাইকেল কমিউনিটি ।
১৭ অক্টোবর ২০১৯ তারিখে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে করে প্রথমে কলকাতা, সেখান থেকে অন্য ফ্লাইটে ভারতে গোয়াতে পৌছায় । সেখানে পৌছুতে পৌছুতে সেখানকার সময় অনুযায়ী বিকেল পাঁচ টা এবং জার্নির কারনে সবাই অনেক ক্লান্ত ছিল ।
১৮ই অক্টোবর সকালে নাস্তার পর পুরো টিম কে নিয়ে যাওয়া হয় গোয়া এর ভেগাটোর নামক স্থানে যেখানে ইভেন্টটি অনুষ্ঠিত হচ্ছে । প্রথমে আমরা পুরো জায়গাটি ঘুরে দেখেছি । কোথায় কি হচ্ছে এবং কি কি আয়োজন করা হয়েছে এই ইভেন্টটে । টিভিএস রেসিং ইভেন্টের মাঝে একটি ডিসপ্লে সেন্টার করেহছিল, যেখানে তারা এপাচি সিরিজের ১৬০ থেকে ৩১০ এর প্রতিটি মডেল শো করেছে । ১৮০সিসি এর নতুন এপাচি বাইকটির কালার স্কিম অনেক দারুন করা হয়েছে । প্রোগ্রামের অন্য পাশে তারা প্রদর্শন করেছে তাদের রেসিং মোটরসাইকেল, যেগুলো মডিফাই করা এবং ওজনে হালকা । এই দুটি জিনিস ই ট্র্যাকের জন্য অতি প্রয়োজনীয় বিষয় ।
ঠিক দুপুর ১২ টার পর, আমরা ভারতের অন্যতম বেস্ট স্টান্ট টিম থ্রটলার্স এর পারফর্মেন্স উপভোগ করি । এই টিমটি সেই টিম যারা কয়েক মাস আগে বাংলাদেশে এসেছিল পারফর্ম করার জন্য ।
Click To Read – TVS Apache RTR 160 4V Review
স্টান্ট টিমের টনি এবং প্রকাশ বাইকারদের মাঝে জনপ্রিয়, বাংলাদেশের বাইকারদের মাঝে তারা স্টান্টের জন্য অনেক জনপ্রিয় দুটি মুখ । তবে দুপুরের পর শুরু হয় বৃষ্টি, যার কারনে প্রোগ্রামে কিছুটা বিঘ্ন ঘটে, তবে এরপর বাইকারদের জন্য ছিল পরিক্রমা ব্যান্ডের লাইভ কনসার্ট ।
দ্বিতীয় দিন আমরা ইভেন্টের স্থানে সকাল ১১ টার দিকে পৌছাই, তবে প্রথম দিন যা ছিল দ্বিতীয় দিনও সেটার পুনরাবৃত্তি করা হয়েছে । কিন্তু দ্বিতীয় দিন তরুন স্টান্ট রাইডারদের জন্য একটা প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিল । তরুন রাইডারদের মাঝে মিস্টার শচীন অনেক বেশি নজর কেড়েছে । দ্বিতীয় দিন টিভিএস তাদের নিজেদের পারফর্মেন্স গিয়ার লঞ্চ করেছে । তারা লঞ্চ করেছে হেলমেট, জ্যাকেট, রাইডিং প্যান্টস, রাইডিং গ্লোভস, রাইডিং বুটস, টি-শার্ট, সানগ্লাস, ক্যাপ এবং ব্যাগপ্যাক ।
হেলমেট গুলো ISI, ECE এবং DOT এপ্রুভড করা । টিভিএস খুব শীঘ্রই ভারতের অন্যান্য শহরে এই গিয়ার লঞ্চ করবে এবং আশা করা যাচ্ছে খুব শীঘ্র ই বাংলাদেশে এটি লঞ্চ করা হবে । এটা আসলে খুবই দারুন একটা ব্যাপার, যে প্রতিটি মোটরসাইকেল কোম্পানি তাদের নিজের এক্সেসরিজি নিয়ে আসছে, যা তাদের কাস্টোমারদের স্পেশাল করে তুলছে । ইভেন্টের শেষ দিন ছিল, ইপোরিয়া এবং ডিজে আকবর এর লাইভ পারফর্মেন্স । বাইকবিডির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাতে চাই TVS Motors Ltd এবং TVS Auto Bangladesh Ltd কে এত সুন্দর একটা ইভেন্টে আমন্ত্রন জানানোর জন্য । আশা করি টিভিএস বাংলাদেশের কক্স-বাজারে এই ধরনের ইভেন্টের আয়োজন করবে ।