Suzuki Gixxer 155 ১৫০০ কিলোমিটার রাইড - রাব্বি রহমান
This page was last updated on 28-Jul-2024 10:30am , By Raihan Opu Bangla
আমি রাব্বি রহমান । আমি Suzuki Gixxer 155 ইউজার। আমার বাইকটি ১৫০০ কিলোমিটার চলছে । আজ আমি আমার বাইকটির ব্যাপারে কিছু অভিজ্ঞতা শেয়ার করবো ।
আমি ঢাকা রামপুরাতে বসবাস করি। আমার জীবনের প্রথম বাইক Suzuki Gixxer 155 Single Disc । যেটা আমার খুব প্রিয় একটি বাইক। বাইক আমি খুব ছোট বেলা থেকেই অনেক ভালবাসি । আমার কাছে বাইক মানে, নিজের চলার পথের একটা সঙ্গি। ঢাকার রাস্তা যানজট মোকাবেলা করা যায় এবং অনেক সময় বেঁচে যায়।
Suzuki Gixxer 155 ১৫০০ কিলোমিটার রাইড
বাইক অনেক আগে থেকেই ভাল লাগে , আর অনেক অপেক্ষার পরে নিজের করে পাওয়া। Suzuki Gixxer 155 SD ভাল একটি বাইক পারফরম্যান্সের দিক থেকে লুকের দিক থেকে আর কন্ট্রোলিংয়ের দিক থেকে আমার বাজেটের ভিতরে সেরা একটি বাইক।
আমার বাইকটি আমি কেনার সময় কিছু টাকা অফারে কিনেছিলাম। বাইকটির দাম নিয়েছে ১,৬৫,০০০/- টাকা। বাইকটি আমি রামপুরায় অবস্থিত বাইকার্স প্যারাডাইস থেকে নিয়েছি। বাইক কিনতে যাওয়ার দিন আমি অনেক এক্সাইটেড ছিলাম কিন্তুু বাইকার্স প্যারাডাইসে Suzuki Gixxer 155 Dual Disc বাইকটি ছিলনা তাই Suzuki Gixxer 155 Single Disc নিতে বাধ্য ছিলাম।
প্রথম বার বাইকে উঠে বাইক স্টার্ট দিতে পারছিলাম না মনে মনে ভাবলাম নতুন বাইকে আবার কি ঝামেলা হলো। ৩/৪ বার ট্রাই করার পর স্টার্ট নিলো। আমার জানাই ছিলোনা যে ক্লাচ চেপে স্টাট দিতে হয়।
বাইক চালানোর মূল কারন বাইকের প্রতি ভালবাসা। আমার বাইকের সব ফিচারগুলো ভাল কিন্তুু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আমার কাছে একটু খারাপ লেগেছে। প্রতিদিন বাইক চালানোর সময় প্রথমে আমি আমার সৃষ্টিকর্তার নামে চলা শুরু করি। মাথায় থাকে বাইকের এবং নিজের কোন ক্ষতি ছাড়া বাসায় ফিরতে হবে। আমার বাইকের প্রথম বার সার্ভিস করিয়েছি। বাইকার্স প্যারাডাইসের সার্ভিস সেন্টার থেকেই সার্ভিস গ্রহণ করি যা হাতিরঝিলে অবস্থিত আর আমি এই সার্ভিস নিয়ে সন্তুুষ্ট।
Suzuki Gixxer 155 Review Bangla By Team BikeBD
আমার বাইকের মাইলেজ সঠিক ভাবে চেক করা হয়নি কিন্তুু ৩০-৩৫ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাচ্ছি। নিয়মিত বাইক পরিস্কার করি, নিয়মিত ইঞ্জিন অয়েল এবং ফিল্টার পরিবর্তন করি, সময় মতো সার্ভিস করাই। আমি আমার বাইকে মটুল 10w40 গ্রেড এর ইঞ্জিন অয়েল ব্যবহার করি। এটি ভাল একটি ইঞ্জিন অয়েল। আমি আমার বাইকে শুধু স্টিকার এবং টায়ার গার্ড লাগিয়েছি। আমি আমার বাইকে ১০৭ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত টপ স্পিড তুলেছি।
Suzuki Gixxer 155 SD বাইকটির কিছু ভালো দিক -
- লুকস
- কন্ট্রোল
- ব্রেকিং
- কম্ফোর্টনেস
- সার্ভিস
Suzuki Gixxer 155 SD বাইকটির কিছু খারাপ দিক -
- বাইকের গাউন্ড ক্লিয়ারেন্স
- গিয়ার লিভার একটু শক্ত
- সাইলেন্সার পাইপের কভার
- হেড লাইটের আলো কম
- কিছু স্থানে জং ধরে যায় জানি না কেন এমন হয়
Suzuki Gixxer 155 Single Disc নিয়ে আমি ঈদুল আজহার দিন ঢাকা-ফেনী-ঢাকা মোট ৫০০ কিলোমিটার রান করি। কিন্তুু ঢাকা আসার পথে মিটারে গড়মিল লক্ষ্য করলাম আমি রাইড করলাম প্রায় ১৮০-১৯০ কিলোমিটারে কিন্তুু মিটারে দেখালো ৯০-৯৬কিলোমিটার এখনো বুঝতে পারিনি এর কারন কি। সবার উদেশ্যে বলবো আপনারা সবাই নিরাপদে বাইক রাইড করবেন। সবসময় হেলমেট পরে রাইড করবেন। আর সবসময় মনে রাখবেন আপনার পরিবার আপনার পথ চেয়ে বসে আছে । ধন্যবাদ।
লিখেছেনঃ রাব্বি রহমান
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।