Hero Honda Splendor Plus ২৩,০০০ কিলোমিটার রাইড - মেহেদী হাসান

This page was last updated on 16-Nov-2022 10:29am , By Raihan Opu Bangla

আমি মেহেদী হাসান। আমার বাসা টাংগাইলের গোপালপুর উপজেলায়। আজ আমি আপনাদের সাথে আমার বাইকিং এবং বাইক সম্পর্কে কিছু কথা উপস্থাপন করবো। আমি একটি Hero Splendor plus বাইক ব্যবহার করি ।

Hero Honda Splendor Plus ২৩,০০০ কিমি রাইড

  hero honda splendor plus price in bd

আমার বাইকের নাম হলো Hero Honda Splendor plus যা ১০০ সিসির একটি বাইক। বাইকটি আমি ব্যবহার করছি ২০০৯ সাল থেকে। মূলত বাইকটি ছিলো আমার কাকার। তিনি বাইকটি ক্রয় করেছিলেন নিজে ব্যবহার করার জন্য। কিন্তু তার হ্রদরোগের কারনে তিনি বাইকটি বেশি দিন চালাতে পারেননি। যার ফলে বাইকটি তিনি আমাদের কাছে বিক্রয় করে দেন। কাকা যখন বাইকটি কিনে নিয়ে আসে তখন আমি ছোট ছিলাম। 

আর তখন থেকেই বাইক এর প্রতি ভালো লাগা কাজ করে। আমার বাইকটি এ পর্যন্ত ২৩০০০ কিলোমিটার চলেছে। এই ২৩০০০ কিলোমিটার চালানোর অভিজ্ঞতা পুরোটা আমার না । আমি ১৫-১৬ হাজার কিলোমিটার চালিয়েছি। এই স্বল্প সময়ে অনেক কিছুই আমাকে মোকাবিলা করতে হয়েছে। যার কিছুটা আপনাদের সামনে তুলে ধরবো।

বাইকিং কেন ভালোবাসি বলতে চাইলে সেটার কোনো নির্দিষ্ট উত্তর বলতে পারবো না। শুধু জানি বাইকিংটা আমার মন থেকে ভালো লাগে তাই। প্রথম যে দিন বাইকে উঠি তখন কেমন জানি অনেক ভয় কাজ করতেছিল। কিন্তু একবার ট্রাই করার পর থেকে সেই ভয়টা আর ছিলনা । 

যেদিন প্রথম বাইক চালাই সেদিন রাতে শুধু ভাবছিলাম যে একদিন ভালো বাইকার হবো ইনশাল্লাহ। আর সেই অনুপ্রেরণা থেকেই বাইক চালানো । বর্তমানে অনেকের ইউটিউবে অনেকের ভ্লগ দেখে সেই অনুপ্রেরণা আরোও বেড়ে গেছে।

যেহেতু আমার বাইকটি একটি ওল্ড মডেল ১০০সিসি কমিউটার বাইক তাই এর লুকসটা তেমন ভালোনা। কিন্তু এর বিল্ড কোয়ালিটি অনেক ভালো। ১১ বছরে কয়েকবার দূর্ঘটনার শিকার হয়েও তেমন কোনো ক্ষতি হয়নি। যা আমার কাছে বাইকটির একটি ভালো দিক হিসাবে মনে হয়েছে। বাইকটি আমি এখন পর্যন্ত বেশ কয়েকবার সার্ভিস করিয়েছি। প্রথমে কয়েকটি সার্ভিস হিরো শো-রুম থেকে করিয়েছি, আর পরের সার্ভিস গুলো লোকাল মেকানিক দিয়ে করিয়েছি। 

লোকাল মেকানিক দিয়ে সার্ভিস করাতে খুব একটা ঝামেলা হয়নি। কারণ এর সার্ভিস যে কোন মেকানিক করতে পারে। বাইকটার মাইলেজ সম্পর্কে বলতে গেলে এক কথায় অসাধারন। প্রথম ২৫০০ কিলোমিটারে ৬০-৬৫+ কিলোমিটার প্রতি লিটার আর এখন পর্যন্ত ৫৫-৬০+ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাচ্ছি। যা এক কথায় অসাধারন। বাইকের যত্নের ব্যাপারে বলতে গেলে বলা লাগে বাইকটাকে আমি আমার নিজের মতই যত্ন করি।

খুব স্মুথলি রাইড করি। বাইকের উপর কোনো বাড়তি চাপ দেইনা। যার ফলে বাইকটি এখন পর্যন্ত আমাকে হতাশ করেনি। প্রতি ১০০০ কিলোমিটার পর পর সার্ভিস করাই। যার জন্য বাইকটি নিয়ে অনেক স্মুথ রাইড করতে পারি। বাইকটাতে আমি Super V ইঞ্জিন অয়েল ব্যবহার করি। প্রতি ১২০০-১৫০০ কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করি। যার ফলে এখন পর্যন্ত ইঞ্জিনের কোন কাজ করার প্রয়োজন হয়নি ।

বাইকটিতে এখন পর্যন্ত পিছনের ব্রেক সু , আর ক্লাচ ক্যাবল ছাড়া আর কিছুই পরিবর্তন করিনি। যদি টপ স্পিডের কথা আসে তাহলে বলতে হয় যে আসলে ওই ভাবে স্পিড তোলা হয় নাই। আমি এখন পর্যন্ত ৮৫ কিলোমিটার প্রতি ঘন্টা পেয়েছি। গতি কখনই ভালো না। কথায় আছে "যত গতি, তত ক্ষতি" তাই আমি গতিটাকে এভোয়েট করি। বাইকটি দিয়ে আমি ওইভাবে লং ট্যুরে যাইনি। একদিনে সর্বোচ্চ ২০০ কিলোমিটার রাইড করেছি। আর তাতে এর পারফর্মেন্স অনেক ভালো পেয়েছি।

  hero honda splendor plus user review

বাইকটির কিছু খারাপ দিক -

  • হেড লাইটের আলো খুবই কম
  • সেলফ স্টার্ট নেই
  • এর ব্রেক দুটো ড্রাম ব্রেক যার জন্য ব্রেক করে তেমন কনফিডেন্ট পাওয়া যায় না
  • টায়ার সাইজ খুবই চিকন
  • বাইকটার ইঞ্জিন আর এক্স হস্ট প্রচুর গরম হয়

বাইকটির কিছু ভালো দিক -

  • মাইলেজ অনেক ভালো
  • বিল্ড কোয়ালিটি যথেস্ট স্ট্রং
  • সিটিং পজিশন ভাল
  • হ্যান্ডেল বার এর সিটিং পজিশন আনেক ভালো
  • ১০০ সিসি সেগমেন্ট এ স্পিড অনেক অনেক ভালো

ব্যক্তিগত ভাবে বাইকটি চালিয়ে আমি অনেক সন্তুষ্ট। বাইক টি কখনো আমাকে হতাশ করেনি। অফ রোড অন রোড দুই যায়গায় ভালোই পারফর্ম করেছে। যদি আপনি মাইলেজ,স্মুথনেস চান তবে বাইকটি আপনাকে হতাশ করবে না। ধন্যবাদ।

লিখেছেনঃ মেহেদী হাসান

আশা করি মেহেদী ভাই এর ইউজার রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। হিরোর এমন ইউজার রিভিউ এবং  hero bike price in bangladesh এর সর্ম্পকে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফ্যান পেজ ঘুরে দেখুন। তাছাড়া বাইক সম্পর্কিত যেকোন তথ্য পাবেন আমাদের ওয়েবসাইটে।

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Longjia v max 150

Longjia v max 150

Price: 430000.00

455500

455500

Price: 0.00

ZONTES ZT125-U1

ZONTES ZT125-U1

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

455500

455500

Price: 0.00

ZONTES ZT125-U1

ZONTES ZT125-U1

Price: 0.00

HYOSUNG GV250DRA

HYOSUNG GV250DRA

Price: 0.00

View all Upcoming Bikes