নতুন ২০১৯ সুযুকি জিক্সার এসএফ ফিচার আপডেট আলোচনা
This page was last updated on 14-Jul-2024 08:05am , By Ashik Mahmud Bangla
নতুন ২০১৯ সুযুকি জিক্সার এসএফ সম্প্রতি বাজারে আত্মপ্রকাশ করেছে। নতুন এই মডেলটি সম্পূর্ণ নতুন এক লুক ও ডিজাইন নিয়ে হাজির হয়েছে। আর সেইসাথে এতে বেশ কিছু ফিচার আপডেটেরও সমাহার রয়েছে। তো নতুন এই ভার্শনটির বিস্তারিত পরিচিতি নিয়ে আজ আমরা হাজির হয়েছি। তো চলুন আজকের ২০১৯ সুযুকি জিক্সার এসএফ ফিচার আপডেট আলোচনায়।
২০১৯ সুযুকি জিক্সার এসএফ ফিচার – নতুন লুক ও ডিজাইন
নতুন সুযুকি জিক্সার এসএফ মডেলটি এই বছরের মে মাসে সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া রিলিজ করে। নতুন ভার্শনের এই মোটরসাইকেলটি পুরোপুরি নতুন এক্সটেরিয়র তথা নতুন এক লুক ও ডিজাইন নিয়ে হাজির হয়েছে। আর সেইসাথে এতে রয়েছে বেশ কিছু টেকনিক্যাল আপডেট। আর এসব মিলিয়েই ২০১৯ সুযুকি জিক্সার এসএফ একটি সম্পূর্ণ নতুন মোটরসাইকেল।
নতুন জিক্সার এসএফ এ আইকনিক ট্যাঙ্ক-ডেন্ট ও অন্যান্য নিদর্শনসহ এটি পুরোপুরি ঢেলে সাজানো। এর হেড-টু-টেইল একদম নতুন ডিজাইনের এ্যারোডাইনামিক প্যানেলে সাজানো। এর নতুন এলইডি হেডলাইট ও ওডো-প্যানেলসহ সম্মুখভাগ একদমই নতুন চেহাড়ার। এর হেডলাইটটি মাল্টি-পিট ও অনেকটাই নোঙ্গরাকৃতির। এর উইন্ডশিল্ডটি আকারে কিছুটা ছোট, আর নতুন ডিজিটাল ওডোমিটারটি নতুন হাউজিংয়ে বসানো।
নতুন ভার্শনে বাইকটির পুরাতন পাইপ-হ্যান্ডেলবারটি বদলে নতুন স্পোর্টি ক্লিপ-অন হ্যান্ডেলবার সংযুক্ত করা হয়েছে। এর আইকনিক শেপ অক্ষুন্ন রেখে এর ফুয়েল ট্যাঙ্কটির ডিজাইনও পরিমার্জিত হয়েছে। আর সেইসাথে এর সাইড-প্যানেলে আমুল পরিবর্তন আনা হয়েছে। এই এ্যারোডাইনামিক প্যানেলটি আরো বেশি বিস্তৃত ও স্পোর্টি ডিজাইনের। আর এরই সাথে মিলিয়ে এখনকার নতুন সিটটি স্পোর্টি ডিজাইনের; আর তা স্প্লিট-টাইপের।
নতুন এই মডেলটিতে বাইকটির টেইলটি নতুন এ্যাঙ্কর-হেড এলইডি টেইল-ল্যাম্প, স্প্লিট-গ্র্যাবরেইল আর নতুন প্যানেল ডিজাইন নিয়ে বেশ কম্প্যাক্ট ও গর্জিয়াস। আর সেইসাথে এতে বাড়তি যোগ হয়েছে নতুন বিকিনি মাডগার্ড ও ডুয়্যাল-ব্যারেল একজষ্টে কিছুটা নতুন ক্রোম-এক্সটেনশন। ফলে এর টেইলটা আলাদা ও নতুন দৃষ্টিনন্দন আকৃতি পেয়েছে। সুতরাং, সবমিলিয়ে নতুন ২০১৯ সুযুকি জিক্সার এসএফ আরো বেশি আপডেটেড, ফিনিশড ও ফিচারড।
ফ্রেম, হুইল, ব্রেক ও সাসপেনশন সেটআপ
নতুন ২০১৯ সুযুকি জিক্সার এসএফ আগের মডেলের মতোই স্টিল ডায়মন্ড ফ্রেমে তৈরী। তবে এর নতুন এক্সটেরিয়রের সাপেক্ষে এর ডাইমেনশন কিছুটা ভিন্ন। আর এর হুইল, ব্রেক, সাসপেনশনও আনেকটাই আগের মডেলের মতোই।
তাই নতুন জিক্সার এসএফ এর চাকাগুলো আগের মডেলের মতোই। এগুলি ৬-স্পোক এ্যালয় রিম ও টিউবলেস টায়ারযুক্ত। আর সেইসাথে এর দুইচাকার ব্রেকিং সিষ্টেমে রয়েছে হাইড্রলিক ডিস্ক ব্রেকিং। আর নতুন ভার্শনে বাড়তি যোগ হয়েছে স্ট্যান্ডার্ড সিঙ্গেল-চ্যানেল এবিএস ফিচার।
আর বাইকটির সামনে রয়েছে আপরাইট টেলিস্কোপিক ফর্ক-সাসপেনশন ও পেছনে মনো শক-এ্যাবজরবার। তবে নতুন এসএফএ উভয় সাসপেনশনই বাইকটির নতুন ডাইমেনশন, ফিচার ও রাইডিং প্রোফাইলের সাথে মিলিয়ে টিউন করা।
২০১৯ সুযুকি জিক্সার এসএফ - ইঞ্জিন পারফর্মেন্স ও ফিচার
নতুন জিক্সার এসএফের ইঞ্জিনটি মুলত: এর আগের ভার্শনে ব্যবহৃত ইঞ্জিন। তবে নতুন ভার্শনে এটা আরো কিছু পরিমার্জিত ফিচারযুক্ত। তো এটি আগের সেই লঙ-স্ট্রোক ১৫৫সিসির ইঞ্জিন। যা একটি সিঙ্গেল সিলিন্ডার, ফোর-স্ট্রোক, এয়ার-কুলড, এসওএইচসি ২-ভালভ ইঞ্জিন।
তবে নতুন ভার্শনে আগের পুরাতন কার্বুরেটর বদলে ফেলে নতুন ইলেকট্রনিক ফুয়েল ইন্জেক্টর সংযোজিত হয়েছে। আর এছাড়াও সুযুকি-এসইপি ফিচারের এই ইঞ্জিনটি নতুন বিএস-ফোর স্ট্যান্ডার্ডে আগগ্রেড করা হয়েছে। তো সবমিলিয়ে এটি এখন সর্বোচ্চ ১৪.১পিএস পাওয়ার ও ১৪.০এনএম টর্ক ডেলিভারি দিতে পারে।
আর অন্যদিকে এটিতে আগের ৫-স্পিড গিয়ারবক্সই সন্নিবেশিত রয়েছে। তবে নতুন ভার্শনে এর ম্যানুয়েল কিক-স্টার্টারটি বাদ দেয়া হয়েছে। বরং আধুনিক ইলেকট্রিক স্টার্টারই ইঞ্জিন স্টার্টের কাজটি করে। তো সার্বিকভাবে দেখা যায় যে নতুন ২০১৯ জিক্সার এসএফ এখন আরো বেশি ফুয়েল ইকোনমি ও পরিশিলীত পারফর্মেন্স এর জন্যে আপডেট করা।
2019 Suzuki Gixxer SF – Specification & Dimensions
Specification | 2019 Suzuki Gixxer SF |
Engine | Four Stroke, Single Cylinder, Air Cooled, FI Engine |
Displacement | 155cc |
Bore x Stroke | 56.0mm x 62.9mm |
Valve System | SOHC, 2-Valve |
Compression Ratio | Not Found |
Maximum Power | 14.1PS @ 12,500RPM |
Maximum Torque | 14NM @ 11,000RPM |
Fuel Supply | Fuel Injection |
Ignition | Digital |
Starting Method | Electric Start |
Clutch Type | Wet, Multiple-Disc |
Lubrication | Forced Lubrication, Wet Sump |
Transmission | 5-Speed; 1-N-2-3-4-5 |
Dimension | |
Frame Type | Diamond Frame |
Dimension (LxWxH) | 2,025mm x 715mm x 1,035mm |
Wheelbase | 1,340mm |
Ground Clearance | 165mm |
Saddle Height | 795mm |
Weight | 146Kg |
Fuel Capacity | 12 Liters |
Engine Oil | 850ml |
Wheel, Brake & Suspension | |
The suspension (Front/Rear) | Coil Spring, Oil Dumped, Telescopic Fork Suspension / Mono Suspension |
Brake system (Front/Rear) | Hydraulic Disk, Dual Piston Clipper / Hydraulic Disk, Single Piston Clipper Single Channel ABS |
Tire size (Front / Rear) | Front: 100/80-17 M/C Rear: 140/60R-17 M/C Both Tubeless |
Battery | 12V 3Ah, MF |
Headlamp | Multi-pit LED |
Speedometer | Fully Digital with Revised Display |
*All the specifications are subject to change upon company rules, policy, offer & promotion. BikeBD is not liable for the changes.
২০১৯ সুযুকি জিক্সার এসএফ ফিচার আপডেট
তো বন্ধুরা মোটামুটি এই ছিল নতুন ২০১৯ সুযুকি জিক্সার এসএফ ফিচার আপডেট। নতুন এই ভার্শনটি বলা যায় আগের চেয়ে আরো বেশি ফোকাসড, ফিনিশড ও পারফর্মেন্স ওরিয়েন্টেড। তো আশা করা যায় যারা সত্যিকারের স্পোর্টস রাইডিং পছন্দ করেন তাদের জন্যে এটি ভাল একটি মোটরসাইকেল হতে পারে। ধন্যবাদ।