হোন্ডা বাংলাদেশ ৫০ হাজার ইউনিট বিক্রয় করল Honda Xbalde 160
Published On 17-Dec-2022 10:36am , By Raihan Opu Bangla
বাংলাদেশের বেশির ভাগ মানুষ টু-হুইলারকে হোন্ডা নামেই ডেকে থাকে, এর কারণ হচ্ছে বাংলাদেশে হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল অনেক আগেই থেকেই বিক্রয় হয়ে আসছে। যদিও বর্তমানে বাংলাদেশে অনেক জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড রয়েছে, তবুও অনেকেই আছেন যারা টু-হুইলারকে হোন্ডা নামেই ডেকে থাকেন।

প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ডের ভেতর জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে হোন্ডা। পুরো পৃথিবী জুড়েই হোন্ডার সবার কাছে সমাদৃত একটি ব্র্যান্ড। বাংলাদেশে হোন্ডা মোটরসাইকেল তাদের ফ্যাক্টরি স্থাপন করেছে, ২০১৮ এই ফ্যাক্টরিটি উদ্বোধন করা হয়। বর্তমানে এখানে হোন্ডা তাদের মোটরসাইকেল উৎপাদন করে থাকে।
হোন্ডার ১৬০সিসি সেগমেন্ট প্রথম লঞ্চ করা মোটরসাইকেলটি ছিল Honda CB Hornet 160R। এরপর হোন্ডা ১৬০সিসি সেগমেন্টে অন্যতম স্টাইলিশ মোটরসাইকেল Honda Xblade 160 বাংলাদেশে লঞ্চ করে।

২০১৯ সালের ১৩ ডিসেম্বর বাংলাদেশে স্ট্রীট অলরাউন্ডার হিসেবে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড Honda Xblade 160 বাইকটি লঞ্চ করে। লঞ্চ করার পর পর বাইকটি বাইকারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। বিশেষ ভাবে স্ট্রীট কমিউটার প্রেমীদের কাছে বাইকটি অনেক বাইকারকে আকর্ষন করে।
শুরু থেকেই বাইকটি স্ট্রীট অলরাউন্ডার হিসেবে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এর কারণ হচ্ছে বাইকটির স্টাইলিশ ডিজাইন, পারফর্মেন্স, কম্ফোর্ট, কন্ট্রোল এবং সেই সাথে এর মাইলেজ। সব কিছু মিলিয়ে বাইকটি স্ট্রীট অলরাউন্ডার হিসেবে সবার কাছে খ্যাতি পেয়েছে।

Honda X-Blade 160 ABS বাইকটিতে দেয়া হয়েছে সিঙ্গেল-সিলিন্ডার, ফোর-স্ট্রোক এবং ১৬২সিসি এয়ার-কুলড ইঞ্জিন। ইঞ্জিনটি সর্বোচ্চ 8500rpm এ 14.13 BHP শক্তি এবং 6000rpm এ 13.90 Nm টর্ক করে থাকে।
সম্প্রতি বাংলাদেশে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড Honda Xblade 160 মডেলটির ৫০ হাজার ইউনিটের বেশি বিক্রয় করে ফেলেছে। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড তাদের এই সকল কাস্টোমারদের ধন্যবাদ জানিয়েছে এবং তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে যারা হোন্ডার উপর আস্থা রেখেছিল।
হোন্ডা এক্সব্লেড ও হোন্ডার সকল মোটরসাইকেল সম্পর্কে জানতে আপনার নিকটস্থ হোন্ডা মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। বাইক সম্পর্কিত সকল তথ্য ও আপডেট জানতে আমাদের ওয়েব সাইটে চোখ রাখুন। ধন্যবাদ।