সুজুকি ইন্ট্রুডার ১৫০ লঞ্চ করলো র‍্যাংকন মটর বাইকস লিমিটেড বাংলাদেশে

This page was last updated on 21-Nov-2023 12:45pm , By Saleh Bangla

র‍্যাংকন মটর বাইকস লিমিটেড প্রথম বারের মত বাংলাদেশে লঞ্চ করলো  সুজুকির নতুন ক্রুজার মোটরসাইকেল সুজুকি ইন্ট্রুডার ১৫০ । গত ৮ই মে ২০১৮, র‍্যাংকন মটর বাইকস লিমিটেড আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী নতুন সুজুকি ইন্ট্রুডার ১৫০ সিসি মোটরসাইকেলটি লঞ্চ করে । মুল অনুষ্ঠানটি সুজুকি ফ্ল্যাগশিপ শো-রুম ( গুলশান তেজগাও লিংক রোড) এ অনুষ্ঠিত হয় । নতুন সুজুকি ইন্ট্রুডারের লো রাইড এক্সপেরিয়েন্স রাইডারকে আরও উন্নত ক্রুজার টাইপ রাইডিং পজিশন দিবে । এছাড়াও এতে আছে এন্টি ব্রেকিং সিস্টেম (এবিএস)।

সুজুকির নতুন মোটরসাইকেল সুজুকি ইন্ট্রুডার ১৫০

সুজুকি ইন্ট্রুডার ১৫০ সুজুকি ইট্রুডার ১৫০ বাইকটি উন্মোচন করেন র‍্যাংকন মটর বাইকস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব শন হাকিম ও অন্যান্য কর্মকর্তারা।

>>Suzuki Intruder 150 First Impression Video<<

সুজুকি ইন্ট্রুডার ১৫০ শোরুম অনুষ্ঠানে র‍্যাংকন মটর বাইকস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব শন হাকিম বলেন, “ বিগত তিন বছর ধরে র‍্যাংকন মটর বাইকস লিমিটেড বাংলাদেশে সফলতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং উন্নত মানের পন্য ও নতুন ডিজাইনের মাধ্যমে ক্রেতাদের কাছে দৃষ্টান্ত স্থাপন করে আসছে । আমাদের দ্রুত বর্ধনশীল পোর্টফেলিওতে আছে জিক্সার, জিক্সার এসএফ, হায়াতে, এক্সেস এবং লেটস এর মতো উন্নত সব মডেলের বাইক । সুজুকি নতুন ইন্ট্রুডারের সাথে র‍্যাংকন মটর বাইকস লিমিটেড বাংলাদেশে ক্রুজার বাইক সেগমেন্টে বিশাল পরিবর্তন নিয়ে আসবে।” সুজুকি ইন্ট্রুডার ১৫০ রিভিউ  

সুজুকি ইন্ট্রুডার ১৫০ এর বিস্তারিতঃ

সুজুকি ইন্ট্রুডার ১৫০ বাংলাদেশের নতুন ক্রুজার বাইক । এই বাইকটি ডিজাইন করা হয়েছে সুজুকি ইন্ট্রুডার ১৮০০ এর ডিজাইন অনুসরণ করে। বাইকটিতে ১৫০ সিসি এর এয়ার কুল্ড ইঞ্জিন ব্যাবহার করা হয়েছে। ইঞ্জিনটি প্রায় ১৪.৬ বিএইচপি @ ৮০০০ আরপিএম ম্যাক্সিমাম পাওয়ার এবং ১৪.০ এনএম @ ৬০০০ ম্যাক্সিমাম টর্ক দিতে সক্ষম । এছাড়াও বাইকটিতে রয়েছে প্রোজেকশন হেডলাইট, এলইডি টেইল লাইট, ১৭ ইঞ্চি রিম, ১৪০ সেকশন টিউবলেস টায়ার । সুজুকি ইন্ট্রুডার ১৫০ মূল্য সুজুকি ইন্ট্রুডারে যুক্ত করা হয়েছে এবিএস(এন্টি-লক ব্রেকিং সিস্টেম) যা রাস্তায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে। বাইকটির সব থেকে আকর্ষনীয় বিষয় হল যে ইউনিক শার্প টুইন এক্সজস্ট। বাইকটির স্পিডোমিটারটি একদম সুজুকি জিক্সার এর মতন । বাইকটির ইঞ্জিনের সাথে ৫ টি গিয়ার সংযুক্ত করা হয়েছে এবং বাইকটি শুধু মাত্র  সেলফ/ইলেক্ট্রিক মাধ্যমে স্টার্ট করা যাবে। বাইকটির সামনে টেলিস্কোপ সাস্পেনশন এবং পিছনে সুইং আর্ম মনো সাস্পেনশন ব্যাবহার করা হয়েছে । বাইকটির ওজন ১৪৮ কেজি এবং ফুয়েল ট্যাংক এর ধারন ক্ষমতা ১১ লিটার। সুজুকি ইন্ট্রুডার ১৫০ বাংলাদেশ সুজুকি ইন্ট্রুডার ১৫০  বাংলাদেশের অথোরাইজড সুজুকি ডিলারেদের কাছে পাওয়া যাবে । এটি  একটি সর্ম্পুন ক্রজার এর জন্য তৈরিকৃত বাইক । বাইকটির দাম প্রায় ৩,২৫,০০০ টাকা ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Energica EsseEsse9+

Energica EsseEsse9+

Price: 0.00

Energica Ego+

Energica Ego+

Price: 0.00

Energica Eva Ribelle

Energica Eva Ribelle

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

CF Moto 250CL-C

CF Moto 250CL-C

Price: 429999.00

AIMA AM-Snow Leopard

AIMA AM-Snow Leopard

Price: 0.00

AIMA AM-MINE

AIMA AM-MINE

Price: 0.00

View all Upcoming Bikes