মোটরসাইকেলের সিট কুশন রিপেয়ার করার পদ্ধতি

This page was last updated on 04-Nov-2023 01:57pm , By Saleh Bangla

একজন মোটরসাইকেল রাইডার হিসেবে আরামদায়ক এবং মসৃণ একটি রাইড উপভোগ করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় বিষয়গুলোর মধ্যে একটি হল মোটরসাইকেলের সুসজ্জিত এবং আরামদায়ক সিট কুশন। একটি সুসজ্জিত সিট-কুশন একজন মোটরসাইক্লিস্টকে কেবল দীর্ঘ যাত্রায় আরামই দেয় না বরং প্রতিবার রাইডটিকে আরও উপভোগ্য করে তোলে। তবে সময়ের সাথে সাথে, মোটরসাইকেলের সিটের কুশনটি নষ্ট হয়ে তার আকৃতি হারানো খুব স্বাভাবিক, আর তা এমনকি প্রতিদিনের ছোট-খাটো রাইডেও অস্বস্তি সৃষ্টি করতে পারে। তাই আজ আমাদের আলোচ্য বিষয় হলো, মোটরসাইকেলের সিট কুশন রিপেয়ার করার পদ্ধতি। চলুন শুরু করা যাক।

 

মোটরসাইকেলের সিট কুশন রিপেয়ার করার পদ্ধতি

মোটরসাইকেলের সিট-কুশন মোটরসাইকেলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা রাইডের আরাম এবং আনন্দ উপভোগকে সরাসরি প্রভাবিত করে। যাইহোক, সময়ের সাথে সাথে ও অনেক কারণে এটি রিপেয়ার এবং পুনরায় কুশনিংয়ের প্রয়োজন হতে পারে। তে সেকারণেই আমরা আজ  মোটরসাইকেলের সিট কুশন ফোম রিপেয়ার করার এবং তার আরামদায়ক বৈশিষ্ট্যে পুনরায় ফিরিয়ে আনার পদ্ধতি সম্পর্কে জানবো।

Also Read: বাংলাদেশ মোটরযান পরিসংখ্যান তথ্য উপাত্ত্য

মোটরসাইকেলের সিট কুশন রিপেয়ার করা মূলত: একটি বেশ সহজ কাজ, যা কিছু অতি সাধারন যন্ত্রপাতি ও উপকরণের সাহায্যেই করা যেতে পারে। তো এই রিপেয়ার কাজের জন্য সাধারনত: মোটরসাইকেল থেকে সিট খোলার জন্য একসেট স্ক্রু ড্রাইভার বা রেঞ্চ, কাটাকাটি করার জন্য ছুরি ও কাঁচি, রিপেয়ারের জন্য টুকরো ফোম, সীট কভার দেবার জন্য রেক্সিন বা ভিনাইল কভার, আঠা ও স্ট্যাপলিং পিন ও স্ট্যাপলিং গান লাগবে।

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জামাদিগুলো সংগ্রহ হয়ে গেলে পরবর্তী কাজের জন্য মোটরসাইকেলটিকে একটি সমতল জায়গায় সেন্টার-স্ট্যান্ডে বা একটি প্যাড-ডকে দাড় করিয়ে নিন। খেয়াল রাখুন যেন কাজের জায়গাটিতে যথেষ্ট আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা থাকে। এরপরের ধাপে মোটরসাইকেলের সিটটি প্রয়োজনীয় যন্ত্রের সাহায্যে খুলে আলাদা করে নিন। আর এর স্ক্রু ও বোল্টগুলিকে একটি পাত্রে আলাদা করে রাখুন যাতে ভুলে হারিয়ে না যায়।

মোটরসাইকেলের সিট কুশন নিরীক্ষন ও মেরামত

মোটরসাইকেলের সিটটি আলাদা করে ফেলা হলে সিট-কুশনটি খুব ভালোভাবে নিরীক্ষা করুন যাতে মেরামতের জায়গা ও মেরামতের ধরণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। হয়তো দেখা যাবে পুরো সিটটি রিপেয়ারের প্রয়োজনই নেই, বরং আংশিক মেরামতেই ভালো ফল পাওয়া যাবে। আবার হয়তো পুরো সিটের কুশন-কভারই বদলাতে হতে পারে। সুতরাং ভালোভাবে নিরীক্ষনের পর শুধুমাত্র নির্দিষ্ট অংশ ক্ষতিগ্রস্ত পাওয়া গেলে সাধারণ রিপেয়ারই যথেষ্ট।

Also Read: মোটরযান আইনের ধারা সহ জেনে নেই কি কি সেই অপরাধগুলো 

সেক্ষেত্রে, কুশনে ছোটখাটো গর্ত বা ছেড়া-ফাটা থাকলে তা পরিস্কার করে ছুরি বা কাঁচির সাহায্যে কেটে তাতে নির্দিষ্ট আকার দিন। তারপর সেখানে মাপমতো কুশন-ফোমের টুকরা সিট রিপেয়ারের বিশেষ আঠা দিয়ে বসিয়ে দিন। ফোম আটকে গেলে তা সিটের গায়ের সাথে মিলিয়ে সমান করে কেটে মিলিয়ে দিন। তারপর সিট রিপেয়ারের আঠার সাহায্যে রেক্সিন বা ভিনাইল ক্লথের টুকরা দিয়ে রিপেয়ারকৃত অংশটুকু ঢেকে দিন। আঠা শুকিয়ে পট্টি ঠিকমতো লেগে যাবার জন্য যথেষ্ট সময় দিন।

এছাড়া সিটের ফোম যদি পুরোপুরি নষ্ট বা সম্পূর্ণরূপে বিকৃত হয়ে যায় তবে আপনাকে পুরো ফোমটি প্রতিস্থাপন করতে হবে। সেইক্ষেত্রে, প্রথমে সিট থেকে কুশন কভারটি সিটের ভেতরের দিকে লাগানো স্ট্যাপলার পিনগুলো খুলে পুরোপুরি সরিয়ে ফেলতে হবে। এই ধাপে কভারের ক্ষতি না করে তা খুলতে হবে যাতে তা পুনরায় ব্যবহার করা যায়; কেননা এটিই সিটে নতুন ফোম লাগানোর পর তার পূর্বের আসল আকৃতি দেবে।

এরপর সিটকভার খুলে ফেলার পর পূর্বের ফোমের সমান ঘনত্বের ফোম শিট নিয়ে সিটের মাপে কেটে নিতে হবে। পুরাতন নষ্ট ফোম সরিয়ে নতুন ফোমটি সিটের বেজ লেয়ারে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। আঠা শুকিয়ে ফোমটি বেজের সাথে আটকে গেলে ধারালো ছুরির সাহায্যে ফোমের ধার ও উপরের তলা ছেঁচে তাতে পূর্বের আকৃতি দিতে হবে। এরপর ফেমের উপরের তলায় প্রয়োজনে পাতলা EVA শিট আঠা দিয়ে লাগিয়ে নেয়া যেতে পারে যাতে সিটের আকৃতি ঠিক থাকে।

সবশেষে, খুলে নেয়া সিট কভারটি পরিস্কার করে ফোমের উপর বসিয়ে ভেতরের দিকে স্ট্যাপলিং গান দিয়ে পিন লাগাতে হবে। প্রয়োজনে কভারটি টানটান করে নিয়ে ভালোভাবে একধিক পিন লাগাতে হবে। এভাবে পুরো সিট কভার টি লাগানো হয়ে গেলে এর উপর আপনি চাইলে একই পদ্ধতিতে ভিন্ন গ্রাফিক্স বা টেক্সচারের আলাদা রেক্সিন বা ভিনাইল কভার লাগিয়ে নিতে পারেন। তাতে আপনার মোটরসাইকেলের সিটটি নতুন এক লুক পাবে। 

Also Read: বাংলাদেশ মোটরযান পরিসংখ্যান তথ্য উপাত্ত্য ২০১৬ 

সিট-কুশনটি মেরামত সম্পূর্ণ হয়ে গেলে এবং সিট কভারটি সঠিকভাবে পুনরায় সংযুক্ত হয়ে গেলে পুনরায় এর স্ক্রু ও বোল্টগুলির সাহায্যে সিটটি যথাস্থানে লাগিয়ে নিন। নিশ্চিত হয়ে নিন যে সিটটি ঠিকমতো বসানো হয়েছে এবং সব বোল্ট ঠিকমতো লাগানো হয়েছে। তো এবার আপনার মোটরসাইকেল রাইডের জন্য তৈরী।

তো বন্ধুরা, এভাবেই আপনারা সাধারণ কিছু টুলস্ ও উপকরনের মাধ্যমে নিজেই আপনাদের মোটরসাইকেলের সিটের কুশন মেরামত করে নিতে পারেন। আর এটি বেশ সহজ কাজ। আশা করি এখন থেকে এরকম সাধারণ মেরামতের কাজ আপনারা নিজেরাই করে নিতে পারবেন। আজ তবে এটুকুই; নিরাপদে মোটরসাইকেল চালান, নিজে নিরাপদে থাকুন, অন্যকেও নিরাপদে রাখুন, সবাইকে ধন্যবাদ। 

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

CF Moto 250CL-C

CF Moto 250CL-C

Price: 429999.00

Rowwet Eleq

Rowwet Eleq

Price: 0.00

Rowwet Trono

Rowwet Trono

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

CF Moto 250CL-C

CF Moto 250CL-C

Price: 429999.00

AIMA AM-Snow Leopard

AIMA AM-Snow Leopard

Price: 0.00

AIMA AM-MINE

AIMA AM-MINE

Price: 0.00

View all Upcoming Bikes