বিস্ময়কর দামে বাংলাদেশে লঞ্চ হল রয়েল এনফিল্ড মোটরসাইকেল

This page was last updated on 28-Jan-2025 02:07pm , By Arif Raihan Opu

অবশেষে বাইকারদের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। বাংলাদেশে অফিশিয়ালি ভাবে রয়েল এনফিল্ড লঞ্চ হয়ে গেল। অনেক দিন থেকে বাংলাদেশের বাইকারদের মধ্যে প্রত্যাশা ছিল যে রয়েল এনফিল্ড বাংলাদেশে লঞ্চ হবে। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে লঞ্চ হল রয়েল এনফিল্ড মোটরসাইকেল

বাংলাদেশে লঞ্চ হল রয়েল এনফিল্ড

royal enfield launching event bangladesh

খুব ছোট্ট পরিসরে ঢাকার তেজগাওতে রয়েল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুমে লঞ্চ করা হল রয়েল এনফিল্ড। যদিও ছোট্ট পরিসরে বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চিং ইভেন্ট করা হয়েছে। তবে বাইকারদের ভেতর অনেক আগে থেকেই বাইকটি বেশ সারা ফেলেছে। 

সিসি লিমিটেশন বাড়িয়ে দেয়ার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে রয়েল এনফিল্ড বাংলাদেশের বাজারে লঞ্চ হতে পারে। সেই স্বপ্ন পূরণে বাংলাদেশের বাইকারদের জন্য ইফাদ মোটরস লিমিটেড নিয়ে এসেছে রয়েল এনফিল্ড। 

ইফাদ মোটরস লিমিটেড বাংলাদেশে রয়েল এনফিল্ডের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। কোয়ালিটি এবং সার্ভিস এর ক্ষেত্রেও ইফাদ মোটরস রয়েল এনফিল্ডের সুনাম বজায় রাখবে বলে আমরা আশা রাখি। 

লঞ্চিং ইভেন্টে রয়েল এনফিল্ডের ডিলার এবং বাংলাদেশের সনামধন্য বাইকার্সগণ উপস্থিত ছিলেন। এছাড়া রয়েল এনফিল্ড এবং ইফাদ মোটরস এর উর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

রয়েল এনফিল্ড বাংলাদেশ চারটি মডেল লঞ্চ করেছে। এই চারটি মডেল তাদের নিজ নিজ সেগমেন্টে অনেক জনপ্রিয়। মডেল চারটি হল, Royal Enfield Hunter 350Royal Enfield Classic 350Royal Enfield Bullet 350, এবং Royal Enfield Meteor 350। 

আমরা আশা করছি সব গুলো মডেল বাংলাদেশের বাইকারদের মাঝে জনপ্রিয়তা লাভ করবে। লঞ্চিং ইভেন্টের সবচেয়ে মুল আকর্ষণ ছিল বাইক গুলোর দাম। বলা যায় বেশ আকর্ষণীয় দামেই বাংলাদেশে রয়েল এনফিল্ড লঞ্চ করেছে। 

চারটি মডেলের দাম যথাক্রমে - 

  • Royal Enfield Hunter 350 - 3,50,000/-
  • Royal Enfield Classic 350 - 4,05,000/-
  • Royal Enfield Bullet 350 - 4,10,000/-
  • Royal Enfield Meteor 350 - 4,35,000/-

আমরা আশা করছি দ্রুত বাংলাদেশের সকল রয়েল এনফিল্ড শোরুমে এই চারটি মডেল পাওয়া যাবে। আর বিস্তারিত জানতে আপনার কাছাকাছি রয়েল এনফিল্ড শোরুমে যোগাযোগ করুন। 

নতুন মোটরসাইকেল সম্পর্কে জানতে, মোটরসাইকেলের দাম, ব্র্যান্ড, সাম্প্রতিক খবর সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Latest Bikes

SYNTAX NEO

SYNTAX NEO

Price: 0

SYNTAX WILLOW

SYNTAX WILLOW

Price: 0

SYNTAX BLAZE

SYNTAX BLAZE

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

SYNTAX NEO

SYNTAX NEO

Price: 0

SYNTAX WILLOW

SYNTAX WILLOW

Price: 0

SYNTAX BLAZE

SYNTAX BLAZE

Price: 0

View all Upcoming Bikes