বিডি বাইকারজ - প্রথম বাংলাদেশী মোটরসাইকেল গ্রুপ!

This page was last updated on 30-Nov-2022 11:38am , By Raihan Opu Bangla

বর্তমানে বাংলাদেশ অনেক বাইকিং গ্রুপ ও মোটরসাইকেল রাইডার্স রয়েছে। তবে কিছু বছর আগেও অবস্থা এমন ছিল না। শেষ কয়েক বছরে বাইকিং গ্রুপ অনেক বেশি বিস্তৃত হয়েছে। তাই এখন সঠিক ভাবে বলা সম্ভব নয় যে বাংলাদেশে এখন কত বাইকিং গ্রুপ রয়েছে। তবে প্রশ্ন থেকেই যায় বাংলাদেশের প্রথম বাইকিং গ্রুপ কোনটি। 


বিডি বাইকারজ অনেকেই হয়ত নামটি শুনে থাকবেন। তবে যারা অনেক আগে থেকে বাইকিং কমিউনিটির সাথে যুক্ত রয়েছেন তারা এই গ্রুপটির নাম শুনেছেন। কারণ এই গ্রুপটি প্রতিষ্ঠিত হয় ১৬ মে ২০০৭ সালে। 

যেহেতু এর আগে আর কোন বাইকিং গ্রুপের সন্ধান পাওয়া যায়নি তাই আমরা ধরে নিতে পারি এই গ্রুপটি বাংলাদেশের প্রথম বাইকিং গ্রুপ। তাই বলা যায় বাইকিং গ্রুপের শুরুটা এই গ্রুপের হাত ধরেই প্রতিষ্ঠা পেয়েছে। 

বর্তমানে গ্রুপের এডমিন ও মডারেটর হচ্ছেন – 

  • আদিল রহমান
  • তানজিল কবীর
  • অনিক খান
  • সানাউল্লাহ সজীব
  • রনো মজুমদার

এই বিডি বাইকারজ গ্রুপটির প্রতিষ্ঠাতা হচ্ছেন আদিল রহমান, তানজিল কবীর, অনিক খান, সানাউল্লাহ সজীব এবং রনো মজুমদার রনি ও তাদের সাথে তাদের আরও কিছু বন্ধু। শুরুর দিকে বন্ধুদের নিয়ে গড়া এই গ্রুপটি নিজেদের ভেতর সীমাবদ্ধ ছিল। তবে ধীরে ধীরে গ্রুপটি বড় হয় এবং ২০০৮  তারা বেশ বড় একটি গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করে। 

ঠিক এই বছর মানে ২০০৮ সালেই তারা প্রথম বারের মত একটি গেট টুগেদার আয়োজন করে। যদিও তখনও তাদের বন্ধু এবং আসে পাশের মানুষের মাঝেই গ্রুপটি সীমাবদ্ধ ছিল। 

এই ২০০৮ সালেই তাদের ওয়েব সাইটের যাত্রা শুরু করেছিল। যেখানে তারা অটোমোবাইল সম্পর্কিত খবর, ব্লগ ও টিপস শেয়ার করত। এছাড়া তারা আই-স্পিড নামের একটি টেলিভিশন শো এর অংশ হিসেবেও কাজ করেছে। 


এরপর বিডি বাইকার্স বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা শুরু করে। এতে তাদের সহযোগিতা করে লুকাস, ডানলোপ, এবং মটোজিপি ইঞ্জিন ওয়েল ব্র্যান্ড ক্যাস্ট্রোল। এছাড়া গ্রুপটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সাথে বিভিন্ন সচেতনতা মুলক কাজে অংশ গ্রহণ করে। 

এই সকল কার্যক্রমে তাদের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল চ্যানেল আই, রেডিও টুডে এবং প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল দৈনিক ইত্তেফাক।

অপর দিকে তারা বাইক মডিফিকেশন এর উপর কাজ শুরু করে এবং তাদের গ্রুপের একটি আলাদা উইং হিসেবে বিডিবি মড ক্লাব এর যাত্রা শুরু হয়। এর সাথেই তাদের যাত্রা শুরু হয় বিডি বাইকার্স স্টান্ট রাইডিং গ্রুপের। 

২০২১ – ২০১৩ সালের দিকে বিডি বাইকার্সের অন্যতম একটি সোনালী সময়। এই সময়ে গ্রুপটি তাদের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে। তারা গ্রুপ রাইডিং, সামাজিক কার্যক্রম, সহ অন্যান্য অনেক ধরনের কার্যক্রম পরিচালনা করে। তবে কিছু কারণে এরপর গ্রুপটির কার্যক্রম কিছুটা স্থিমিত হয়ে যায়। 

তবে ২০১৯ এর দিকে ক্লাবটির প্রতিষ্ঠাতা আদিল রহমান আবারও ক্লাবটির কার্যক্রম শুরু করেন। তখন শুধু মাত্র অনলাইনেই কাজ চলছিল। তবে ২০২০ সালে করোনাকালীন সময়ে ঘরোয়া ভাবে ক্লাবটির ১৩ বছরপূর্তি পালন করা হয়। ঠিক একই ভাবে ২০২১ সালেও তারা ঘরোয়া ভাবে ক্লাবটির ১৪ বছরপূর্তি পালন করে। 


২০২২ সালে ক্লাবটি ১৫ বছর পার করতে যাচ্ছে। এই উপলক্ষ্যে ক্লাবের সকল মেম্বার একত্রিত হয়েছে। তারা তাদের প্রিয় গ্রুপটির ১৫ বছরপূর্তি পালনে তাদের বেশ বড় একটি ইভেন্ট করার জন্য কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তারা সকলেই চান গ্রুপটির বর্ষপূর্তি সকল বাইকারদের নিয়ে পালন করতে। 

এই ইভেন্টের আয়োজনে বিশেষ ভাবে সহায়তা করেছেন তন্ময় হক এবং পারভেজ আনসারি মিশু ও বিডি বাইকার্স এর সকল কোর মেম্বার। টিম বাইকবিডির পক্ষ থেকে বিডি বাইকার্স এর ১৫ বছরপূর্তিতে সকল এডমিন এবং মেম্বারদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল। 

অবশেষে এই বছর অনেক বড় ইভেন্ট এর মাধ্যমে ১৫ বছরপূর্তি পালন করতে যাচ্ছে। আগামী ১৬ মে ২০২২ তারিখে বিডি বাইকার্স তাদের ১৫ বছরপূর্তিতে অনেক একটি ইভেন্ট করতে যাচ্ছে। এই ইভেন্ট এর অনলাইন মিডিয়া পার্টনার হচ্ছে বাইকবিডি। 

বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী গ্রুপের সেলিব্রেশনের গ্রুপের সকল কোর মেম্বাররা একত্রিত হয়েছে এই বর্ষপূর্তি পালনে। আমরা আশা করছি এই গ্রুপটি আবারও বাংলাদেশের বাইকিং কমিউনিটিতে কন্ট্রিবিউট করে বাইকিং কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাবে। 

টিম বাইকবিডির পক্ষ বিডি বাইকার্স এর ১৫ বছরপূর্তি উপলক্ষ্যে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আশা করছি তারা তাদের এই যাত্রা অব্যাহত রাখবে এবং বাইকিং কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। 

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Honda SP160 (Single Disc)

Honda SP160 (Single Disc)

Price: 197000.00

Lifan Blues 150

Lifan Blues 150

Price: 0.00

Lifan KPV350

Lifan KPV350

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Bajaj Freedom 125

Bajaj Freedom 125

Price: 0.00

Lifan K29

Lifan K29

Price: 0.00

455500

455500

Price: 0.00

View all Upcoming Bikes