পকেট বাইক রাস্তায় চালাতে কি রেজিস্ট্রেশন করতে হয়?

This page was last updated on 20-Nov-2022 02:11pm , By Raihan Opu Bangla

আজকাল পকেট বাইক বা মিনি বাইক বিশ্বের অনেক দেশেই বেশ জনপ্রিয়। কেবলমাত্র অল্পবয়সী রাইডারই নয় বরং বড়রাও কমিউটিং ও স্পের্টসে এইসব হাফ-সাইজ বাইকগুলি ব্যবহার করছেন। আবার অনেকস্থানে পাবলিক রোডেও এসব বাইক চলতে দেখা যায়। সুতরাং প্রশ্ন হলো এসব পকেট বাইক রাস্তায় চালাতে কি রেজিস্ট্রেশন করতে হয়? চলুন সেই উত্তরগুলি খুঁজে নেয়া যাক।


পকেট বাইক আসলে কি?

আসুন প্রথমেই দেখে নেয়া যাক যে পকেট বাইক আসলে কি? পকেট বাইক মূলত: সাধারন বাইকের চেয়ে আকারে ছোট সাইজের একটি বাইক। কোথাও এটিকে মিনি বাইক, স্মলবাইক, এবং রেসিং-পিটগুলোতে একে পিট বাইকও বলে। সুতরাং এটি একটি ছোট আকারের বাইক, যা রেগুলার বাইকের মতো ফিচার ধারণ করে। অথবা ক্ষেত্রবিশেষে এসব ফিচারে কিছুটা কমতিও থাকতে পারে।


পকেট বাইক মোটামুটি দু-ধরণের হয়ে থাকে। একটি ধরণ কমপ্যাক্ট ইঞ্জিনসহ আকারে খুবই ছোট। এসব বাইকের ইঞ্জিন মোটামুটি 50সিসিরও কম হতে পারে। আর এসব বাইকে কেবলমাত্র একজন রাইডারই চড়তে পারে। এই বাইকগুলি মূলত: বাচ্চাদের জন্য বা ইনডোর ক্লোজ-সার্কিটে মজাদার রেসিংয়ের জন্যই বিশেষভাবে তৈরি।


do-you-need-a-motorcycle-license-for-a-pocket-bike

আর দ্বিতীয় ধরণের পকেট বাইকগুলোকে সাধারণত মিনি বাইক বলা হয়। এই বাইকগুলি কিছুটা বড় ডিসপ্লেসমেনন্টের তথা 50-125সিসি ক্ষমতার ইঞ্জিন ধারণ করে থাকে। এই বাইকগুলি প্রায়শ:ই রেসিং পিটে ব্যবহৃত হয়, পিট-ক্রূদের স্বল্প-দূরত্বের মবিলিটির জন্য। আর তাই এগুলি পিট বাইক হিসেবেও পরিচিত।


তবে অনেক মিনি বাইক প্রাইভেট প্রপার্টি, রেসিডেন্সিয়াল এরিয়া, ইত্যাদির পাশাপাশি পাবলিক রোডেও ব্যবহার হয়। এগুলি রাইডারের সাথে সাথে হালকা-পাতলা গড়ণের পিলিয়নও বহন করতে পারে। তবে এধরণের বাইকগুলো মূলত: সলো-রাইড আর সাধারণ চলাচলের জন্যই তৈরী হয়ে থাকে। তবে সেকারণেই এখানে প্রশ্ন আসে এই পকেট বাইক রাস্তায় চালাতে কি রেজিস্ট্রেশন করতে হয়?


how-to-ride-a-pocket-bike-mini-bike-pit-bike

পকেট বাইক কি স্ট্রিট-লিগ্যাল?

সাধারণত পকেট বাইক বা পিট বাইকগুলি প্রাইভেট প্রপার্টি ও ক্লোজ-ডোর ইভেন্ট এরিয়াতেই বেশি ব্যবহৃত হয়। তাই সাধারণত: এই পিট বাইকগুলি স্ট্রিট-লিগ্যাল ফিচার ছাড়াই তৈরী হতো। ফলে এই বাইকগুলোতে হেডলাইট, টার্নিং-লাইট, ব্রেক-লাইট, স্পিডোমিটার, হর্ণ, মিরর প্রভৃতি ফিচার থাকতো না। আর সেকারণেই সেই মডেলগুলি স্ট্রিট-লিগ্যাল নয়।


তবে বর্তমানে ম্যানুফ্যাকচারাররা সাধারণ কাষ্টমারদের দিকেও নজর দিয়েছে। তাই একটু বড় আকারের পকেট বাইক, মিনি বাইক, বা পিট-বাইকগুলি আজকাল রেগুলার স্ট্রিট-লিগ্যাল ফিচার নিয়েই বাজারে আসছে। তাই কেবল ক্লোজ সার্কিট এক্টিভিটি নয়, বরং এই বাইকগুলি এখন পাবলিক রোডে চলার মতোই ফিচারযুক্ত। সুতরাং এগুলি এখন স্ট্রিট-লিগ্যাল।


do-you-need-a-motorcycle-license-for-kawasaki-z125-pro-honda-grom

পকেট বাইক রাস্তায় চালাতে কি রেজিস্ট্রেশন করতে হয়?

পকেট বাইক বা মিনি বাইকের আকার বা ফিচার যাই হোকনা কেন, এই বাইকগুলো আজকাল বেশ জনপ্রিয় হয়েই রাস্তায় চলছে। তবে ইউরোপীয় কিছু রিজিয়নে এই বাইকগুলি পাবলিক রোডের জন্য ব্যান করা হলেও অন্যান্য এলাকা ও বিশ্বের অনেক দেশে পকেট বাইকগুলি রাস্তায় চলতে পারে।


সুতরাং প্রশ্ন আসে, পকেট বাইক রাস্তায় চালাতে কি রেজিস্ট্রেশন করতে হয়? হ্যাঁ, এটা রেজিষ্ট্রেশন করতে হয়। এসব বাইক পাবলিক রোডে চালাতে গেলে অবশ্যই রেজিষ্ট্রেশন করতে হবে। আর যেকোন মোটরযানই পাবলিক রোডে চালাতে গেলে তার রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। অন্যথায় এটি আইনের পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।


পকেট বাইক রাস্তায় চালাতে কি রেজিস্ট্রেশন করতে হয়

পকেট বাইক কোথায় চালানো উচিত?

বন্ধুরা, ধরা যাক আপনি একটি পকেট বাইক কিনে ফেলেছেন, আর এতে সব স্ট্রিট-লিগ্যাল ফিচারই রয়েছে। আপনার ড্রাইভিং লাইসেন্স আছে এবং আপনি রাস্তায় চলার জন্য বাইকটি রেজিষ্ট্রেশনও  করেছেন। তবে এসবকিছুর সাথে সাথে আপনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কেও জানা থাকা দরকার।


আপনি ব্যস্ত অ্যাভিনিউ, হাইওয়ে, বা হাই-স্পিড ইন্টারসিটি রোডে পকেট বাইক চালাতে পারবেন না। কেননা, অবশ্যই পকেট বাইক আকারে রেগুলার সাইজ বাইকের অর্ধেক। ফলে এর সার্বিক সক্ষমতা ও ফিচারও মোটামুটি অর্ধেকের মতোই। সুতরাং এর স্পিড-রেঞ্জ ও কন্ট্রোলিং ক্যাপাসিটিও সীমিত এবং তা সীমিত নিরাপদ পরিসরের মধ্যেই কাজ করে।


সুতরাং, পকেট বাইক বা মিনি বাইক কেবল সাধারণ চলাচলের জন্যই ব্যাবহার করা উচিত। অল্প দূরত্বে কমিউটিং বা সিটি রাইডের জন্য এগুলি নি;সন্দেহে চমৎকার। এছাড়াও ইনডোর বা ক্লোজড সার্কিট স্পোর্টস ও অত্যন্ত উপভোগ্য। তবে অবশ্যই বিজি রোড ও ট্রাফিকে চলাচলে অত্যন্ত  সতর্কতা অবলম্বন করুন এবং সীমিত নিরাপদ গতি বজায় রাখুন। ধন্যবাদ।


Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

DAMON HYPERFIGHTER

DAMON HYPERFIGHTER

Price: 0.00

DAMON HYPERSPORT

DAMON HYPERSPORT

Price: 0.00

Odysse Electric Trot

Odysse Electric Trot

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

CF Moto 250CL-C

CF Moto 250CL-C

Price: 429999.00

AIMA AM-Snow Leopard

AIMA AM-Snow Leopard

Price: 0.00

AIMA AM-MINE

AIMA AM-MINE

Price: 0.00

View all Upcoming Bikes