দৈনন্দিন ব্যবহার করার জন্য যে ধরণের বাইক কেনা উচিৎ

This page was last updated on 18-Nov-2023 02:27pm , By Ashik Mahmud Bangla

দৈনন্দিন ব্যবহার করার জন্য আপনি যদি একটা বাইক কিনেন তাহলে আপনাকে বেশ কিছু বিষয় মাথায় রেখে বাইকটা ক্রয় করা উচিৎ। কারন বাইক দিয়ে শুধু ট্যুর করা এক জিনিস আর জীবিকার তাগিদে বাইক ব্যবহার করা সেটা অন্য জিনিস। তাই দৈনন্দিন ব্যবহার করার জন্য আপনি যে বাইকটা কিনবেন সেটাই যদি কিছু জিনিস না থাকে তাহলে কিছুদিন পর গিয়ে আপনি মারাত্নক সমস্যার সম্মুখীন হবেন।


দৈনন্দিন ব্যবহার করার জন্য যে ধরণের বাইক কেনা উচিৎ



এই বিষয়গুলো খেয়াল রেখে দৈনন্দিন ব্যবহার করার জন্য কিনুন


১- মানুষ কি বলবে অথবা সমাজ কি বলবে এই চিন্তাগুলো একদিকে রাখুন। দৈনন্দিন ব্যবহার করার জন্য এমন একটি বাইক আপনি কিনুন যেটা চালিয়ে আপনি কম্ফোর্ট ফিল করেন। যে বাইকটা ব্যবহার করলে আপনার শরীরে কোন সমস্যা দেখা দিবে না এমন একটা বাইক নির্ধারণ করুন। দেখতে সুন্দর কিন্তু অনেক বেশি আনকম্ফোর্টেবল এমন বাইক যদি আপনি কিনেন দৈনন্দিন ব্যবহার করার জন্য তাহলে কিন্তু আপনি একটা সময় পর গিয়ে সমস্যার সম্মুখীন হবেন।


২- দৈনন্দিন ব্যবহার করার জন্য এমন একটি বাইক কিনুন যেই বাইকের মাইলেজ ভালো। কারন কিছুদিন পর পর যদি আপনার কাজ বাদ দিয়ে তেলের পাম্পে যেতে হয় সেটা কিন্তু একটা সময় পর গিয়ে একটা বিরক্তির কারন হয়ে দাঁড়াবে। আর যেই বাইক আপনি প্রতিদিন ব্যবহার করবেন সেই বাইকের মাইলেজ যদি ভালো না হয় সেক্ষেত্রে মাসের শেষে গিয়ে বাইকের মেইনটেনেন্স খরচ কিন্তু অনেক বেড়ে যাবে।


৩- বাইক যদি রেগুলার চলে তাহলে বাইকের পার্টস ক্ষয় বেশি হবে এটা খুব সাধারণ একটা ব্যাপার। তাই বাইক কেনার আগে এমন বাইক নিজের জন্য পছন্দ করুন যেই বাইকের পার্টসের দাম আপনার নাগালের মধ্যে এবং পার্টস সব জায়গায় পাওয়া যায়।


Also Read: নতুন বছরে জংশেন ও হুন্দাই-এর ডাবল ধামাকা অফার

৪- বাইক রেগুলার ব্যবহার করলে সেটার উপর বেশি চাপ পরে,তাই আপনার বাইকটির বিল্ড কোয়ালিটি ভালো হওয়া খুব বেশি প্রয়োজন। আর আমাদের দেশের রাস্তা এবং সার্বিক দিক বিবেচনা করলে এমন বাইক কেনা উচিৎ যেটা ভাংগা রাস্তা এবং পর্যাপ্ত ধুলাবালির মধ্যে চলতে সক্ষম। একটা বাইক কিনে ভাংগা রাস্তা দিয়ে কিছুদিন চালানোর পর যদি বাইক থেকে বিভিন্ন রকমের সাউন্ড আশা শুরু করে সেটা কিন্তু একটা বিরক্তির কারন হয়ে দাঁড়ায়।


দৈনন্দিন ব্যবহার করার জন্য যেই ধরণের বাইকই আপনি কিনেন না কেনো এই বিষয়গুলো বিবেচনায় রেখে বাইক ক্রয় করুন। তাহলে দেখবেন আপনি দৈনন্দিন বাইক ব্যবহার করে খুব বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন না। সব সময় নিজের নিরাপত্তার দিক বিবেচনা করে বাইক রাইড করুন।


ধন্যবাদ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Honda SP160 (Single Disc)

Honda SP160 (Single Disc)

Price: 197000.00

Lifan Blues 150

Lifan Blues 150

Price: 0.00

Lifan KPV350

Lifan KPV350

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Bajaj Freedom 125

Bajaj Freedom 125

Price: 0.00

Lifan K29

Lifan K29

Price: 0.00

455500

455500

Price: 0.00

View all Upcoming Bikes