তিনটি রাইডিং মুড নিয়ে লঞ্চ হতে যাচ্ছে নতুন Apache RTR 160 4V
Published On 31-Aug-2023 12:52pm , By Raihan Opu Bangla
বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে কিছু কিছু মডেল রেভ্যুউলেশন সৃষ্টি করেছে। সেই সব মডেল আজও বাংলাদেশের বাইকারদের ভেতর আকর্ষণ তৈরি করে থাকে। এই সব মডেল ও সিরিজের ভেতর অন্যতম মডেল ও সিরিজ হচ্ছে RTR সিরিজ।

RTR সিরিজটি বাংলাদেশে লঞ্চ হবার পর থেকেই বাইকারদের মনে জায়গা করে নিয়েছে। সেই প্রথম লঞ্চ হবার পর থেকে এখন পর্যন্ত RTR তাদের লেগেসি ধরে রেখেছে।
বলা যায় বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় সিরিজ হচ্ছে RTR। ধীরে ধীরে বা বলা যায় সময়ের সাথে এই সিরিজেও নতুনত্ব এসেছে। অনেক আধুনিক প্রযুক্তিযুক্ত হয়েছে ও সময়ের সাথে মডেলের ডিজাইন ও গ্রাফিক্সের ক্ষেত্রেও অনেক পরিবর্তন আনা হয়েছে।

বাংলাদেশে RTR সিরিজ মুলত এর দ্রুতগতি ও এক্সেলারেশন এর জন্য জনপ্রিয়। মুলত তরুণ প্রজন্মের বাইকারদের কাছে এজন্যই এই সিরিজটি অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। আবার সময়ের সাথে ইঞ্জিনের পাওয়ার ও এক্সেলারেশনেও পরিবর্তন এসেছে। ১৬০সিসি এর নেকেড স্পোর্টস সেগমেন্টে বাইকটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
এখন কেন এত কথা লিখছি বা RTR নিয়ে এত কেন বলা হচ্ছে। প্রশ্ন আসতেই পারে, কারণ বাংলাদেশের RTR লাভার ও টিভিএস প্রেমীদের জন্য একটা টুইস্ট নিয়ে হাজির হয়েছি।

সম্প্রতি আমরা জানতে পেরেছি যে টিভিএস অটো বাংলাদেশ RTR লাভারদের জন্য এই সিরিজে TVS Apache RTR 160 4V এর নতুন একটি ভার্সন যুক্ত করতে যাচ্ছে। তবে বাইকটি সম্পর্কে আমরা সম্পূর্ন তথ্য পাইনি। টিভিএস এখন পর্যন্ত বিষয়টি বেশ লুকিয়ে রেখেছে। আসলে এখনই বলা সম্ভব নয় যে কোন ভার্সন বাংলাদেশে লঞ্চ হবে। আমরা চেষ্টা করছি আপনাদের কাছে কয়েকটি ভার্সন তুলে ধরার, হয়ত এই ভার্সন গুলোর ভেতর কোন একটি ভার্সন আসতে পারে।
তবে আমরা আমরাদের সোর্স থেকে জানতে পেরেছি এই বাইকটি সম্পূর্ন নতুন ভাবে ও নতুন প্রযুক্তি নিয়ে লঞ্চ করা হবে। কিন্তু আসলে কোন ভার্সনটি লঞ্চ হবে সেটা বলা যাচ্ছে না। কারণ বাইকটির অনেক গুলো ভার্সন লাইন আপে রয়েছে।
আমরা চেষ্টা করেছি বাইকটি সম্পর্কে কিছু তথ্য জানার। আর তাই আমরা আপনারদের জন্য বেশ কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি।
RTR লাভাররা প্রস্তুত হন! আপনাদের জন্য টিভিএস অটো বাংলাদেশ নিয়ে আসতে যাচ্ছে নতুন RTR ভার্সন। তাই এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন। তবে লঞ্চ করা পর্যন্ত অপেক্ষা করুন। নেকেড স্পোর্টস সেগমেন্টে বেশ বড় ধরনের একটি পরিবর্তন আসতে যাচ্ছে।
নতুন এই RTR বাইকটির একটি ছবি টিভিএস অটো বাংলাদেশ শেয়ার করেছে। যদিও ছবিটিতে শুধু মাত্র বাইকটির হেডলাইট বুঝতে পারা যাচ্ছে। কিন্তু আমরা জানতে পেরেছি যে বাইকটিতে নতুন কালার গ্রাফিক্সসহ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
পরিবর্তন বলতে আরও বেশ কিছু পরিবর্তন যেমন আগের ভার্সনের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল ইঞ্জিন দেয়া হয়েছে, তিনটি রাইডিং মুড, এফআই ইঞ্জিন, এডজাস্টেবল ক্লাচ, ব্রেক লিভার, দেয়া হয়েছে।
এছাড়া আরও দেয়া হয়েছে গ্লাইড থ্রু প্রযুক্তি, যেখানে ট্র্যাফিক জ্যামের ভেতর আপনার এক্সেলারেশন বাড়ানো কমানোর দরকার পরবে না। যা এই সেগমেন্টে নতুন।
বর্তমানে বাইকটির প্রি-বুকিং নেয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে দামের ব্যাপারে আমরা এখন নিশ্চিত নই। কিছু কিছু সোর্স থেকে জানা যাচ্ছে যে দাম ২,৫০,০০০/- থেকে ২,৭০,০০০/- টাকা হতে পারে। আপনি সম্পূর্ন বাইকটি সম্পর্কে জানতে টিভিএস অটো বাংলাদেশ এর শোরুমে যোগাযোগ করুন।
RTR লাভাররা তৈরি হয়ে যান। আশা করছি আমরা আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসতে পারব। মোটরসাইকেলের সর্বশেষ খবর ও তথ্যের জন্য আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।