ডিস্ক ব্রেক vs ড্রাম ব্রেক - কোনটি বেশি ভাল?

This page was last updated on 10-Jul-2024 09:11pm , By Saleh Bangla

আজকাল মোটরসাইকেল অনেক বেশি দ্রুতগামী ও পাওয়ারফুল হচ্ছে। অনেকে  ট্রাভেলিং এর জন্য হাই স্পিড এর মোটরসাইকেল ব্যবহার করে থাকেন। বর্তমানে রাস্তা  গুলো সমতল ও প্রশস্ত করে তৈরি করা হয়  যার কারনে খুব দ্রুত ট্রাভেল করা যায়। তবে আমাদের মতো দেশে রাস্তা কতোটা সমতল বা প্রশস্ত হবে,বা হঠাৎ কখন বাইক জাম্প করবে তা ঠিক করে বলা যায় না। এখানে কোন কথা নেই,যে পুরো বিশ্ব জুড়ে প্রায় একই মানের ব্রেক ব্যবহার করা যায় । যখন মোটরসাইকেলের সব পাওয়ার এক সাথে বাইকটিকে গতিময় করে রাখে,তখন তাকে থামানোর জন্য সেই ধরনের ব্রেকিং ক্ষমতা থাকতে হয়। অনেক রাইডারের কাছেই ডিস্ক ব্রেক vs ড্রাম ব্রেক নিয়ে অনেক কনফিউশন রয়েছে। তো আজকে আমরা ডিস্ক ব্রেক vs ড্রাম ব্রেক নিয়ে আমরা আলোচনা করবো। 

ডিস্ক ব্রেক vs ড্রাম ব্রেক এর সম্পূর্ণ আইডিয়া

ডিস্ক ব্রেক বনাম ড্রাম ব্রেক এর পার্থক্য জানার আগে ব্রেক সিস্টেম সম্পর্কে কিছুটা হলেও ধারনা নেয়া যাক। ব্রেক হচ্ছে সেই ডিভাইস যা গতিশীল কোন বস্তুকে কে থামানোর জন্য ব্যবহৃত হয় । ব্রেক আসলে এমন একটি ডিভাইস যা গতিশক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করে থাকে। এখানে  চাকার ঘূর্ননের যে কাইনেটিক এনার্জি থাকে তা তাপ শক্তিতে রূপান্তরিত হয় ব্রেক প্যাড এবং কন্টাক সারফেসের ঘর্ষনের কারনে । ব্রেকের কর্মক্ষমতা নির্ভর করে যে সে কতোটা কাইনেটিক এনার্জিকে তাপ শক্তিতে  কনভার্ট করতে পারে এবং কতটা তাপ শোষন করতে পারে। এখন দেখা যাক ডিস্ক ব্রেক ও ড্রাম ব্রেক এই দুটি ব্রেক সিস্টেম কি করে কাজ করে। 

     ড্রাম ব্রেক সিস্টেমড্রাম ব্রেক নাম শুনে মনে হচ্ছে এটার শেইপ অনেকটা ড্রামের মত হবে। এটা গাড়ীর চাকার সাথে সাথে মুভ করে। ড্রাম ব্রেইকের অংশ হচ্ছে ব্রেক প্যাডস এবং পিস্টন। যখন ব্রেক ধরা হয়, তখন ব্রেক ফ্লুইড  পিস্টনকে চাপ প্রয়োগ করে, যেন পিস্টন ব্রেক সু কে  স্পিনিং ড্রাম এর সাথে চেপে ধরে । এই ঘর্ষন মোটরসাইকেল থামাতে কাজ করে। 

ডিস্ক ব্রেক সিস্টেমডিস্ক ব্রেক হচ্ছে একটি রোটেটিং ডিস্ক। ব্রেক প্যাডস ডিস্কের দুই দিকেই দেয়া থাকে । যখন গাড়ী থামানোর জন্য ব্রেক এ চাপ দেয়া হয়,  তখন ব্রেক ফ্লুইড পিস্টনকে প্রেশার  দেয় যেন ব্রেক প্যাড ডিস্ককে চেপে ধরে। এই ডিস্কে সাধারণত ভেন্ট হোল রয়েছে যা তাপকে তাড়াতাড়ি বের করতে পারে। এজন্য ই দ্রুত ডিস্ক ঠান্ডা হয়ে যায়।

Also Read: সিঙ্গেল ডিস্ক ব্রেক ভালো নাকি ডাবল ডিস্ক ব্রেক ?

ডিস্ক ব্রেক vs ড্রাম ব্রেক - পার্থক্য

ডিস্ক ব্রেকের নিচের দিকে তাকালে দেখা যাবে যে, ডিস্ক ব্রেকে ছোট ছোট হোল দেয়া হয়। কারন ব্রেক হিট হলেও যেন বাতাস চলাচল করতে পারে। যেখানে ড্রাম ব্রেক সেটা করতে পারে না। যেসব মোটরসাইকেলে ড্রাম ব্রেক থাকে ঘর্ষন জনিত কারনে তাদের প্রচুর তাপ উৎপন্ন হয়।এতে করে আরো বেশি শক্তি প্রয়োগ করা হয় মোটরসাইকেল কে থামানোর জন্য। ড্রাম ব্রেকের আরো একটি অসুবিধা হলো পানিতে অনেক সময় ড্রাম ব্রেক কম কাজ করে। অপর দিকে ডিস্ক ব্রেইকের ক্ষেত্রে রক্ষনাবেক্ষন অনেক সহজ আর এদের স্টপিং পাওয়ার ও অনেক বেশি। এর একটি বড় সুবিধা হলো এর মেনুফেকচার খুব সস্তায় করা যায়। তো পাঠকেরা আজকে এই পর্যন্ত আশা করছি ডিস্ক ব্রেক vs ড্রাম ব্রেক স্পষ্ট ধারনা পেয়েছেন। ডিস্ক ব্রেক ও ড্রাম ব্রেক সম্পর্কে কিছু হলেও জানতে পেরেছেন । আশা করি সামনে আপনাদের জন্য আরো নতুন কিছু নিয়ে আসতে পারব। আরো আপডেট জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন ও আমাদের ফেসবুক ফ্যান পেজে চোখ রাখুন। সবাইকে ধন্যবাদ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Honda SP160 (Single Disc)

Honda SP160 (Single Disc)

Price: 197000.00

Lifan Blues 150

Lifan Blues 150

Price: 0.00

Lifan KPV350

Lifan KPV350

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Bajaj Freedom 125

Bajaj Freedom 125

Price: 0.00

Lifan K29

Lifan K29

Price: 0.00

455500

455500

Price: 0.00

View all Upcoming Bikes