EVEHCO AS-1 – ভালো মাইলেজ আর কম মেইন্টেনেন্স খরচের একটি ইভি

This page was last updated on 28-Jan-2026 02:28pm , By Arif Raihan Opu

বর্তমানে সাশ্রয়, কম মেইন্টেইনেন্স খরচ এবং পরিবেশবান্ধব হওয়ার কারনে ইভি খুবই জনপ্রিয় হয়ে উঠছে। মুলত ইভি বা ইলেকট্রিক ভেহিকল হচ্ছে দৈনন্দিন জীবন যাত্রাকে সহজ করার একটি মাধ্যম। আজ আমরা আপনাদের জন্য তেমন একটি ইভির রিভিউ নিয়ে এসেছি, এটি হচ্ছে EVEHCO AS-1। ইলেকট্রিক স্কুটারের খরচ ও সার্ভিস কম দরকার হবার কারণে বর্তমানে ইভির দিকে অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন।

EVEHCO AS-1 ফিচার রিভিউ

EVEHCO AS-1 ফিচার রিভিউ

আপনি যদি আপনার দৈনন্দিন ব্যবহারের জন্য একটি ভাল মাইলেজ সহ কম কম মেইন্টেনেন্স খরচের একটি ইভি খুজে থাকেন তবে EVEHCO AS-1 হতে পারে আপনার জন্য একটি পারফেক্ট চয়েস। 

EVEHCO AS-1 বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১০০০ ওয়াট এর একটি ব্রাশলেস মোটর। সাথে গ্রাফিন ব্যাটারি থাকায় থিওরিটিকালি বেশ ভাল মাইলেজ পাওয়া সম্ভব বাইকটি থেকে।

আরও পড়ুনঃ ইভিকোর সকল স্কুটারের দাম

কোম্পানি দাবি করছে ৮৫ থেকে ১০৫ কিমি পর্যন্ত রেঞ্জ পাওয়া সম্ভব একবার ফুল চার্জে। ডিজাইন ল্যাংগুয়েজ ও কালার কম্বিনেশন সিম্পলের মধ্যে গর্জিয়াস এবং বেশ আকর্ষণীয়। লাইটগুলো এলইডি এবং সামনের দিকে মাঝখানে একটি এলইডি লোগো ডিজাইন দেওয়া হয়েছে যা বেশ সুন্দর এবং টেইল লাইটের কার্ভ গুলিও মনোযোগ কাড়তে সক্ষম। 

evehco-as1-bangladesh-price

এই স্কুটারটিতে ৩ টি রাইডিং মোড দেওয়া হয়েছে যার দ্বারা রাইডার তার পছন্দমত পাওয়ার আউটপুটে বাইক রাইড করতে পারবেন। সাথে একটি রিভার্স গিয়ার থাকায় বাইক পিছিয়ে নেওয়ার জন্য রাইডার কে শক্তি খরচ করতে হবে না বললেই চলে। স্কুটারটির ব্রেকিং সিস্টেম হিসেবে ডুয়াল ডিস্ক ব্যবহার করা হয়েছে।

সাধারণত এই ক্যাটাগরির স্কুটার গুলোতে সিঙ্গেল ডিস্কের সাথে ড্রাম ডিস্ক দেওয়া থাকে কিন্তু এই বাইকে ডুয়াল ডিস্ক ব্যবহারের ফলে বাইকটির ব্রেকিং খুবই ভাল। ৯০-৯০-১২ সাইজের টিউবলেস টায়ার ও এলয় রিম এবং মাত্র ১০০ কেজি সেলফ ওয়েট হওয়ার কারনে বাইকটি নিয়ন্ত্রণ করাও বেশ সহজ। 

বাইকের সামনের দিকে গ্লাভ কম্পার্টমেন্ট, ব্যাগ হুক ও সিটের নিচে স্টোরেজ স্পেস থাকায় প্রতিদিনের ব্যবহার্য জিনিস গুলো সহজেই বহন করতে পারবেন। এর সাথে ইউএসবই পোর্ট থাকায় ফোন চার্জ দিতে পারবেন চলন্ত অবস্থায়। বাইকটির টপ স্পিড ৫২ কিমি প্রতি ঘন্টা যা শহরে চলাচলের জন্য যথেষ্ট।  

evehco-as-1-bangladesh-price-details

বাইকটির মূল্য নির্ধারন করা হয়েছে ১ লক্ষ ৩২ হাজার টাকা। কিন্তু বিশেষ ডিসকাউন্টে বাইকটি ক্রয় করতে পারবেন মাত্র ৯৮ হাজার টাকায়। আরো বিস্তারিত জানতে ইভিকো বাংলাদেশ এর অফিশিয়াল শোরুমে যোগাযোগ করতে পারেন। 

বাইক বিষয়ক সকল তথ্য ও আপডেট এর জন্য বাইকবিডির সাথেই থাকুন।