গিয়ারএক্স ফ্রী হেলমেট ও বিএমসি এয়ার ফিল্টার ক্লিনিং ক্যাম্পেইন
Published On 29-Mar-2022 12:07pm , By Raihan Opu Bangla
গিয়ারেক্স বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও এক্সক্লুসিভ হেলমেট এবং মোটরসাইকেল এক্সেসরিজ শপ। গিয়ারএক্স বাংলাদেশ বিলমোলা, কেওয়াইটি, আইকন, জিউস হেলমেটের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। গিয়ারএক্স তাদের কাস্টোমারদের জন্য শুরু করেছে ফ্রী হেলমেট ক্লিনিং ও বিএমসি এয়ার ফিল্টার ক্লিনিং ক্যাম্পেইন।

এই ফ্রী হেলমেট ক্লিনিং ও বিএমসি এয়ার ফিল্টার শুরু হয়েছে গত ২৭শে মার্চ ২০২২ তারিখ। এই ক্যাম্পেইনটি চলবে ৩রা এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত। তবে ১লা এপ্রিল শুক্রবার হওয়ার কারণে ওই দিন এই ক্যাম্পেইন বন্ধ থাকবে।
ক্যাম্পেইনের বিস্তারিতঃ

- এই ক্যাম্পেইনটি শুধু মাত্র বিলমোলা, কেওয়াইটি, আইকন, জিউস এবং সৌমি হেলমেটের জন্য প্রযোজ্য
- বিএমসি এয়ার ফিল্টার ক্লিন এবং পুনরায় সেট করা সম্পূর্ন রূপে ফ্রী (শুধু মাত্র অফিশিয়াল প্রোডাক্ট যারা কিনবেন তাদের জন্য)
- এই ক্যাম্পেইনটি চলবে ২৭ মার্চ ২০২২ থেকে ৩ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত
- এই ফ্রী ক্যাম্পেইন অফারটি শুধু মাত্র গিয়ারএক্স এর ফ্ল্যাগশীপ স্টোরেই চলবে
বিএমসি এয়ার ফিল্টার ক্লিনিং এর জন্য কাস্টোমারকেই এই ফিল্টার খুলে নিয়ে আসতে হবে। তবে কাস্টোমার চাইলে গিয়ারএক্স এর পাশেই মটো গ্যারাজ থেকে কম খরচে ফিল্টার খোলা এবং সেট আপ করে নিতে পারবেন।
এছাড়া সম্প্রতি আমরা দেখতে পেয়েছি যে গিয়ারএক্স বাংলাদেশে তাদের হেলমেট ইউজারদের জন্য একটি নাইট রাইড আয়োজন করেছিল। যেখানে তারা মাওয়াতে গিয়েছিল। এই আয়োজনে প্রায় ৬২১ জন বাইকার এবং ৪৮০টি বাইক উপস্থিত হয়েছিল।

আমরা আশা করছি যে এই হেলমেট ক্লিনিং ও এয়ার ফিল্টার ক্লিনিং গিয়ারএক্সের কাস্টোমারদের জন্য অনেক সহায়ক হবে। তবে ক্যাম্পেইনটি খুব কম সময়ের জন্য চলবে। তাই আপনার হেলমেট ক্লিন করা জন্য দ্রুত গিয়ারএক্স এর ফ্ল্যাগশীপ শোরুমে চলে যান। ধন্যবাদ।