কুমিল্লার লালমাইতে বাইকার্সদের সবচেয়ে বড় মিলনমেলা

This page was last updated on 28-Dec-2022 02:54pm , By Raihan Opu Bangla

গত ২২ ডিসেম্বর ২০২২ থেকে কুমিল্লার লালমাই স্কাউট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে বাইকার্স মেগা ক্যাম্পিং ফেস্টস সিজন ৭। শুরু হওয়া এই ক্যাম্পেইনে দেশ-বিদেশে মোটরবাইক ভ্রমণের অভিজ্ঞতা সম্পন্ন বাইকাররা তাদের অভিজ্ঞতা একে অন্যের মাঝে ছড়িয়ে দেন। এ ছাড়া সৌখিন বাইকাররা পেয়েছেন পেশাদার বাইকারদের কাছ থেকে নিরাপদে মোটরসাইকেল ভ্রমণ সম্পর্কে নানা পরামর্শ।

সড়কে সচেতনতা বাড়াতে কুমিল্লা ফিউরিয়াস মটো ক্লাবের বাইকাররা সাত বছর ধরে ডিসেম্বরে নানা জায়গা থেকে একত্রিত হন। এ বছর কুমিল্লার লালমাই উপজেলার স্কাউট গ্রাউন্ডে একত্রিত হয়েছিলেন। তিন দিনব্যাপী এই কর্মসূচি শেষ হয় শনিবার। বাইকার্স মেগা ক্যাম্পিং ফেস্টস সিজন ৭ এর আয়োজন করেছে কুমিল্লা ফিউরিয়াস মটো ক্লাব।

শুক্রবার ২৩শে ডিসেম্বর ২০২২, বিকেলে স্কাউট গ্রাউন্ডের মঞ্চে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বাইকারর্স ফেস্টের মূল অনুষ্ঠান। নানান স্পোর্টস শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দেশের সবচেয়ে বড় বাইকার্স ফেস্টে অংশ নিচ্ছেন বাইকাররা।

কর্মসূচির সমন্বয়ক মালেক খসরু উষা বলেন, ‘গত বছর ধরে সারা দেশের বাইকাররা একদিন একত্রি হই। বলা যায় ডিসেম্বরের শেষ সপ্তাহে। এর আগে আমরা কুমিল্লার কোটবাড়িসহ অন্যান্য এলাকায় ক্যাম্পিং করেছি। এ বছর লালমাই স্কাউট গ্রাউন্ডে একত্রিত হয়েছি। এরই মধ্যে এক হাজারের মতো বাইকার সমবেত হয়েছিল।”

বাইকার দিদার জানান, বাইকাররা সাধারণত নিজেদের মধ্যে নিরাপেদ ভ্রমন এবং ভ্রমনের বিভিন্ন খুঁটিনাটি নিয়ে ছোট ছোট গ্রুপে আলোচনা করেন। কিন্তু কুমিল্লায় এই উৎসবের মধ্য দিয়ে আমরা অনেক বাইকার এসব তথ্য আদান প্রদানের সুযোগ পেয়ে থাকেন। ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা এবং নিরাপদে বাইক চালানোর নানান কৌশল আমরা যেমন জানাতে পারি - আমরাও সবাইকে বলতে পারি।

দেশের বিভিন্ন জেলা থেকে বাইকাররা যোগ দিয়েছেন বাইকার্স মেগা ক্যাম্পিং ফেস্টস সিজন -৭ এ। কক্সবাজার থেকে আসা রিদওয়ান হৃদু বলেন, ‘আমরা সড়কে চলাচলের সময় যদি নিয়ম মেনে চলি, তাহলে দুর্ঘটনা ঘটার হার অনেকাংশে কমে যাবে।

বান্দরবান থেকে আসা সিফাত বলেন, ‘বেপরোয়া গতি দুর্ঘটনার অন্যতম কারণ। আমাদের সবাইকে নিয়ন্ত্রিত গতিতে বাইক চালানোর অভ্যাস গড়ে তুলতে হবে।’

সিলেট থেকে এসেছেন হাফেজুর ও বরিশাল থেকে এসেছেন লাভলু। তারা বলেন, ‘আমরা চেষ্টা করি ট্রাফিক রুলস মানতে। সবাই যদি ট্রাফিক রুলস ফলো করি, তাহলে যানজট ও সড়ক দুর্ঘটনা কমবে। সড়কে বাড়বে শৃংখলা।

কুমিল্লা বাইকার্স মেগা ফেস্টে স্পন্সর করেছেন সুজুকি, মটোলক, ভলকান লাইফস্টাইল, মটোকেয়ার, ওয়েদার, আইকন অটো, কডস ক্লোথিং, টোটাল টুলস, হ্যাভোলিন, বাইকবিডির মত বিভিন্ন সনামধন্য প্রতিষ্ঠান। এই উৎসবে বাইকারা তাদের মোটরসাইকেল নিয়ে স্লো রাইড, ফুটবল, বাস্কেটবল, দড়ি টানাটানিসহ নানান ইভেন্টে অংশ নিয়েছে। পাঁচ শতাধিক তাবু টানানো হয়েছিল তাদের রাত্রি যাপনের জন্য।

টিম বাইকবিডিও এই ইভেন্টে অংশ গ্রহণ করেছিল। তারা এই ইভেন্টটি সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে সার্বিক ভাবে সহযোগিতা করেছে। আমরা আশা করব আগামীতে বাইকারদের জন্য এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে। ধন্যবাদ। 

 

 

 

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Honda SP160 (Single Disc)

Honda SP160 (Single Disc)

Price: 197000.00

Lifan Blues 150

Lifan Blues 150

Price: 0.00

Lifan KPV350

Lifan KPV350

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Bajaj Freedom 125

Bajaj Freedom 125

Price: 0.00

Lifan K29

Lifan K29

Price: 0.00

455500

455500

Price: 0.00

View all Upcoming Bikes