কাওয়াসাকি জেড১২৫ প্রো - ফিচার রিভিউ

This page was last updated on 11-Jul-2024 12:46pm , By Saleh Bangla

কাওয়াসাকি মোটরসাইকেল  অফিশিয়ালি বাংলাদেশে তাদের যাত্রা শুরু করছে এই বছরের মার্চ মাস থেকে ।  ঢাকা মোটর শো ২০১৮ তে তারা ৪টি মডেলের কাওয়াসাকি মোটরসাইকেল শো করে এবং কাওয়াসাকি জেড১২৫ প্রো  মোটরসাইকেলের  মডেল  গুলোর মধ্যে একটি। ফিচারস এর উপর নির্ভর করে আজকে আমরা আপনাদের সামনে কাওয়াসাকি জেড১২৫ প্রো এর ফিচারস রিভিউ নিচে তুলে ধরলাম ।  কাওয়াসাকি জেড১২৫ প্রো ছোট সাইজের কম্পাক্ট স্পোর্টস মোটরসাইকেল । মোটরসাইকেলটি ডিজাইন করা হয়েছে শহরে কমিউটিং, স্পোর্টস রাইডিং এবং কম বয়সীদের বাইক শেখার জন্য । ফিচাররের দিক দিয়ে বাইকটিকে পকেট বাইক বলা যায় না কিন্তু আবারও বাইকটি রেগুলার বাইকও না । তাই বাইকটিকে মিনি-বাইক বলা হয় যেটা কাওয়াসাকি জেড১২৫ প্রো এর নাম হিসেবে বেশ মানায় । 

কাওয়াসাকি জেড১২৫ প্রো – ফার্স্ট লুক এন্ড এ্যাপেরিয়্যান্স প্রথম দেখাতে মনে হবে আপনার যে কাওয়াসাকি জেড১২৫ প্রো দেখতে বেশ সুন্দর এবং স্পোর্টস বাইক । বাইকটির হুইলবেস স্কুটার থেকে ছোট । হুইল্গুলো কিছু কিছু স্কুটার এর হুইল থেকে ছোট । অতএব আপনি ধারনা করতে পারছেন যে সব দিক দিয়ে এটি কম্পাক্ট মোটরসাইকেল পিট বাইকের মত । যদিও এটা মিনি বাইক কিন্তু দেখতে এবং ডিজাইনে স্পোর্টি । মোটরসাইকেলের বডি প্যানেল কম্পাক্ট, ছোট সিট এবং ফুয়েল ট্যাংক । বাইকটিতে প্রায় রেগুলার মোটরসাইকেলের ফিচারস দেওয়া আছে । কাওয়াসাকি জেড১২৫ প্রো এর ডিজাইন বেশ কাটিং এজ প্রোফাইলের । হেডল্যাম্প থেকে শুরু করে লাইট, ইন্ডিকেটর সব গুলোয় দেখতে বেশ সুন্দর । অডো কন্সোলে ফুল ডিজিটাল ডিসপ্লে সাথে এনালগ রেভ-কাউন্টার দেওয়া আছে । 

 ফুয়েল ট্যাংক এতটা ছোট না এর ক্যাপাসিটি ৭.৪ লিটারস । ফুয়েল ট্যাংকটি দেখতে অসাধারন লাগে । এছাড়াও ইঞ্জিন কাউলিং এবং এক্সজস্টেড আসলে অসাধারন । মোটরসাইকেলটি ব্যাকবোন ফ্রেম দিয়ে তৈরি করা হয়েছে । কিন্তু বাইকটিতে ওয়াইডার ফ্রেম যেমন প্ল্যাস্টিক প্যানেল দিয়ে সাইড প্যানেল সুন্দর করে ম্যাচ করা হয়েছে । রিয়ারের দিকে দিয়ে ভাবলে কোন গ্র্যাব রেইল নেই কিন্তু ফুল সাইজ মাড গার্ড, নাম্বার প্লেট ব্র্যাকেট এবং টার্নিং ইন্ডিকেটরস দেওয়া আছে । সব থেকে আকর্ষনীয় বিষয় হল যে বাইকটির জেড শেপড এলইডি টেইল ল্যাম্প যেটা সিটের নিচে সুন্দর করে লাগানো হয়েছে । সিট অতটা বড় না কিন্তু একজন প্রাপ্ত বয়স্কের জন্য যথেষ্ট । পিলিয়ন নেওয়াটা একটু মুশকিলের বিষয় কিন্তু কম বয়সের হলে কোন বিষয় না । আবারো যারা ৫’৮” ইঞ্চি লম্বা তাদের জন্য বাইকটি চালানো একটু কষ্টকর হয়ে উঠবে । কিন্তু সব দিক দিয়ে খুব সুন্দর স্পোর্টি লার্নার মোটরসাইকেল ছেলে ও মেয়ে উভয়ের জন্য ।

Also Read: কাওয়াসাকি কেএলএক্স১৫০বিএফ ফিচার রিভিউ

 কাওয়াসাকি জেড১২৫ প্রো – হুইল, ব্রেক এন্ড সাস্পেনশন সিস্টেম কাওয়াসাকি জেড১২৫ প্রো বাইকটি লার্নার ক্যাটাগরি মিনি বাইক । কিন্তু মোটরসাইকেল ফিচারড করা হয়েছে স্ট্যান্ডার্ড প্যাকেজ মেকানিজম হুইলে, ব্রেকে এবং সাস্পেশন সিস্টেমে । বাইকটি শর্ট হুইলবেস মোটরসাইকেল যেটার হুইলবেস ১১৭৫ মি.মি. যেখানে হুইলের সাইজও অনেক ছোট । কাওয়াসাকি জেড১২৫ প্রো এর হুইলে ১২ ইঞ্চি এ্যলয় রিমের সাথে ১০ এ্যলয় স্পুক দেওয়া আছে । বাইকটির টায়ারগুলো টিউবলেস স্টির্ট স্পোর্টস টাইপ । জেড১২৫ প্রো এর ব্রেকিং সিস্টেমের দিক দিয়ে বাইকটিতে হাইড্রোলিক ডিস্ক ব্রেক দেওয়া আছে দুটো হুইলে । হুইলগুলোতে ব্রেক ডিস্কগুলো পেটাল ডিস্ক যেখানে ক্লিপার এ্যাসেম্বলিস হল সিঙ্গেল পিষ্টন টাইপের । জেড১২৫ প্রো এর সাস্পেনশন সিস্টেম প্রিমিয়াম স্পোর্টস বাইক এর মত উন্নত । ফ্রন্টে ৩০মি.মি. ইউএসডি টেলিস্কোপ ফর্ক সাস্পেনশন এবং রিয়ারে সিঙ্গেল ইউনিট । ফিচারসগুলো মনে হয় কাওয়াসাকির বড় বাইক থেকে ধার করা হয়েছে । হিসেব অনু্যায়ী কাওয়াসাকি জেড১২৫ প্রো প্রিমিয়াম ফিচারস এর প্যাকেজ । 

কাওয়াসাকি জেড১২৫ প্রো – কন্ট্রোলিং এবং হ্যান্ডেলিং আপনি দেখেছেন যে কাওয়াসাকি জেড১২৫ প্রো অন্য ধরনের ক্যাটাগরির বাইক । বাইকটির হুইলবেস, ডিমেনশন, হুইল সাইজ রেগুলার মোটরসাইকেল থেকে একেবারে আলাদা । বাইকটি ইয়্যাং বয়সের লার্নারদের জন্য অনেক ভাল এবং স্টান্টস এর জন্য বেশ ভাল । তাই শর্ট হুইলবেস এবং ছোট হুইলের জন্য এর কন্ট্রোলিং এবং হ্যান্ডেলিং হিসেব অনুযায়ী আলাদা । সাধারনত শর্ট হুইলবেস এবং শর্ট হুইলের মোটরসাইকেল লার্নার এবং ইয়্যাং এজড বিগেনারসদের জন্য বেশ ভাল । এই ধরনের বাইকগুলো সলো রাইডিং এবং ট্র্যাফিক যুক্ত রাস্তা এবং ব্যস্ত শহরে কমিউটিং এর জন্য বেশ ভাল । সেই অনুসারে কাওয়াসাকি জেড১২৫ প্রো বেশ উন্নত এবং বেশ ভাল ফিচারড সর্ম্পূন । বাইকটির সিটিং এ্যারেজমেন্ট বেশ কর্ম্ফোটেবল । হ্যান্ডেল বার, ফুট রেস্ট এবং অন্যান্য কন্ট্রোল লিভার খুব সুন্দরভাবে পজিশন করা হয়েছে যা হ্যান্ডেলিং এবং কন্ট্রোলিংকে আরো সহজ করে তুলেছে । ১০১ কেজি ওজনের বাইক হওয়াতে ছেলে এবং মেয়ে উভয়ে সহজে হ্যান্ডেল করতে পারে । এসব আকর্ষনীয় ফিচারস এর জন্য বাইকটি স্পোর্টস, স্টান্টস এবং কমিউটিং এর জন্য বেশ চমৎকার । 

কাওয়াসাকি জেড১২৫ প্রো – ইঞ্জিন স্পেফিকেশন কাওয়াসাকি জেড১২৫ প্রো মিনি বাইক যেটা আকর্ষনীয় স্পোর্টস বাইক এর ফিচারস দ্বারা ডিজাইন করা হয়েছে । বাইকটি ১২৫সিসি সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক এয়ার কুল্ড ইঞ্জিন । বাইকটি ১২৫ সিসি হওয়া সত্ত্বেও বেশ পাওয়ারফুল । বাইকটি প্রায় ৯.৪ পিএস পাওয়ার এবং ৯.৫ এনএম টর্ক দিতে সক্ষম । তাহলে আপনি দেখছেন যে জেড১২৫ প্রো শুধুই মিনি কমিউটার বাইক কিন্তু মিনি স্পোর্টস বাইকও । আমরা উপরে আপনাদের বাইকটির প্রিমিয়াম ফিচারসগুলো তুলে ধরেছি । আরো তথ্য এর জন্য আমরা আপনাদের নিচে অফিশিয়াল স্পেফিকেশন দিয়েছি এই বাইকের বিষয়ে ।

SpecificationKawasaki Z125 Pro
EngineSingle Cylinder, Four Stroke, Air Cooled, SOHC 2-Valve Engine
Displacement125cc
Bore x Stroke56.0mm x 50.6mm
Compression Ratio9.8:1
Maximum Power6.9KW (9.4PS) @ 7,500RPM
Maximum Torque9.5NM (0.97kgfm) @ 6,000RPM
Fuel SupplyDFI® with 24mm throttle body
IgnitionTCBI Electronic
Starting MethodElectric Start
Clutch TypeWet, multiple-disc
LubricationWet Sump
Transmission4 Speed Return Shift
Dimension
Frame TypeBackbone Frame
Dimension (LxWxH)1,700mm x 740mm x 1,005mm
Wheelbase1,175 mm
Ground Clearance155 mm
Saddle Height805 mm
Weight101kg
Fuel Capacity7.4 Liters
Engine Oil
Wheel, Brake & Suspension
Suspension (Front/Rear)30mm USD Telescopic Fork with 100mm Travel / Mono Shock Absorber with 104mm Travel
Brake system (Front/Rear)200mm Disk / 184mm Disk
Tire size (Front / Rear)Front: 100/90 – 12 Rear: 120/70 – 12 Both Tubeless

Battery12V, MF
Head lamp12V
SpeedometerDigital ODO with Analog Rev Counter


কাওয়াসাকি জেড১২৫ প্রো – রাইড অতএব পাঠকেরা, ফিচারস এবং অফিশিয়াল স্পেসিফিকেশন এর আলোচনার পর আপনারা জেড১২৫ প্রো এর বিষয়ে আরো তথ্য পেয়েছেন । তাই কোন সন্দেহ নেই যে বাইকটি প্রিমিয়াম বাইক সাথে প্রো ফিচারস দেওয়া আছে । তাই আপনি যদি শহরে কমিউটিং এবং স্টান্টস এর জন্য বাইক চান তাহলে এই বাইকটি আপনার জন্য বেশ ভাল । কাওয়াসাকি জেড১২৫ প্রো খুব সুন্দর এবং গর্জিয়াস কমিউটার এবং লার্নার মোটরসাইকেল বেশির ভাগ ইয়্যাং রাইডারদের জন্য ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Honda SP160 (Single Disc)

Honda SP160 (Single Disc)

Price: 197000.00

Lifan Blues 150

Lifan Blues 150

Price: 0.00

Lifan KPV350

Lifan KPV350

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Bajaj Freedom 125

Bajaj Freedom 125

Price: 0.00

Lifan K29

Lifan K29

Price: 0.00

455500

455500

Price: 0.00

View all Upcoming Bikes