এবার পানি দিয়ে চলবে ইয়ামাহার এই মোটরসাইকেল । জানুন বিস্তারিত

This page was last updated on 27-Jul-2024 11:57pm , By Raihan Opu Bangla

আমরা যখন লং ট্যুরে যায় আমাদের অনেকের মাথায় একটা চিন্তা আসে আমাদের বাইক যদি পানি দিয়ে চলতো তাহলে কতটায় না ভালো হতো। অবশেষে বাইকারদের এই স্বপ্ন সত্যি হতে চলছে। খুব শীঘ্রই এমন মোটরসাইকেল বাজারে আসতে চলেছে যাতে থাকবে না কোন তেল শেষ হওয়ার চিন্তা। আপনি পানি দিয়েই আরামে চালাতে পারবেন আপনার প্রিয় বাইকটি। কারন ইয়ামাহা বাজারে আনতে চলেছে এমনি এক মোটরসাইকেল, আর এই মোটরসাইকেলটি চলবে পানি দিয়ে। এই বাইকটির নাম এক্স টি ৫০০ এইচটুজিরো।

পানি দিয়ে চলবে ইয়ামাহার এই মোটরসাইকেল।

সম্প্রতি ইয়ামাহার এই মোটরসাইকেলের একটি মডেল নকশার ছবি প্রকাশ করেছে ইয়ামাহা। ম্যাক্সিম লেফেব্রে ইয়ামাহার সঙ্গে এই নতুন মোটরসাইকেল বাজারে আনতে যাচ্ছে। ২০১৬ সাল থেকে এই প্রজেক্ট নিয়ে কাজ চলছে। এই বাইকটি দেখতে অনেকটা সত্তরের দশকের এক্স টি ৫০০–এর মতো। ৪৯৯সিসির ওই ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের মোটরসাইকেলটি স্পিড ছিল ঘণ্টায় ১৬০ কিলোমিটার। এক্স টি ৫০০ এইচটুজিরো এডিশনের বাইকটিতে থাকবে একটি পানির পাম্প। এই পাম্প পানিকে চক্রাকারে ঘুরিয়ে ইঞ্জিনকে প্রোপালশন প্রদান করবে। পানিচালিত মোটরবাইকের মাধ্যমে পরিবেশদূষণের আশঙ্কা থাকবে না।  

পানি বাইক

পুরো পৃথিবীজুড়েই জীবাষ্ম জ্বালানী পেট্রল-ডিজেলসহ খনিজ তেলের ভান্ডার ধীরে ধীরে ফুরিয়ে আসছে। সেই সঙ্গে দিন দিন বেড়ে চলেছে পেট্রল-ডিজেলের দামও। যদি সত্যি ভান্ডার ফুরিয়ে যায় কি হবে তখন। তাই আগে থেকেই কাজ শুরু করে দিয়েছেন বিজ্ঞানীরা। খুঁজছেন বিকল্প জ্বালানি, এমন পরিস্থিতে জ্বালানি ছাড়া মোটরসাইকেল তৈরি করছে জাপানের বিশ্ব বিখ্যার মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান ইয়ামাহা। এই মোটরসাইকেলের জ্বালানি পেট্রল বা ডিজেল নয়, পানি। ভারতের বাজারে বাণিজ্যিকভাবে ছাড়া হবে পরিবেশবান্ধব এই মোটরসাইকেল।

তথ্যসূত্রঃ সময় টিভি