ইয়ামাহা মোটরসাইকেল ফ্যাক্টরি ভিজিট - ২০১৮-টিম বাইকবিডি

This page was last updated on 21-Nov-2023 12:34pm , By Saleh Bangla

ইয়ামাহা মোটর ফ্যাক্টরি তে যাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম অবশেষে ইন্ডিয়ান অটো এক্সপো ২০১৮ থেকে ঘুরে আসার পর দ্বিতীয় দিন আমরা সকাল বেলা ইয়ামাহা মোটরসাইকেল ইন্ডিয়ান ফ্যাক্টরিতে ভিজিটে যাই । ইন্ডিয়াতে ইয়ামাহার তিনটা ফ্যাক্টরি আছে তাদের মধ্যে একটি হচ্ছে নইদা-দাদরিয়া রোডের এ-৩ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অবস্থিত ।

ইয়ামাহা মোটরসাইকেল ফ্যাক্টরি ভিজিট - ২০১৮-টিম বাইকবিডি


এখানে আমরা ইন্ডিয়ার ইয়ামাহা মোটরসাইকেল এর কোম্পানির ম্যানেজমেন্ট এর হেড মি. পল এর সাথে সাক্ষাত করি । এছাড়াও আমরা মি. উইলিয়াম রানা যিনি সুরাজপুর ফ্যাক্টরির হেড এবং মিসেস ইশিকা যিনি কর্পোরেট পিআর ডির্পামেন্ট এর উনাদের সাথে সাক্ষাত হয় ।

ইয়ামাহা মোটর


মি. পল আমাদের ইয়ামাহা মোটরসাইকেল এর পেইন্ট শপ দেখান তারপর উনারা আমাদের প্রোডাকশন লাইন দেখাতে নিয়ে যান । তিনারা আমাদের বলেন যে কম সিসি এর বাইক যেমন ইয়ামাহা সালুটো বাইক এসেম্বল করতে প্রায় ৩৪ সেকেন্ড লেগে যায় । যদি বাইকটি ১৫০ সিসির হয় যেমন ইয়ামাহা এফজেডএস ভার্শন২ তাহলে প্রায় ১ মিনিট এর বেশি লেগে যায় ।

তারা আমাদের প্রেজেন্টেশন এর মাধ্যমে কিভাবে ফ্যাক্টরিতে কাজ হয় সেটা আলোচনা করেন এবং অবশেষে আমাদের কিছু প্রশ্ন করার সুযোগ দেন । তারপর আমরা প্রশ্ন করা শুরু করি এবং ইয়ামাহা ইন্ডিয়ার মি. পল খুব শান্তভাবে আমাদের প্রতিটা প্রশ্নের জবাব দেন । আমরা এখন আপনাদের আমরা কি প্রশ্ন করছি সে সর্ম্পকে আলোচনা করব ।


yamaha r15 v2

 

বাইকবিডি - বাংলাদেশ এবং ইন্ডিয়ার ইয়ামাহা বাইকের কোয়ালিটির মধ্যে কি কোন পার্থক্য আছে ?

ইয়ামাহা মোটর - না একদম না কারন দুই কোয়ালিটি বানানোর জন্য দুই ধরনের প্রসেস এর মাধ্যমে যেতে হয় যেটা আমাদের জন্য বেশ কস্টলি হয়ে পড়ে ।

বাইকবিডি - আপনাদের কি কোন প্ল্যান আছে ইয়ামাহা স্কুটার বাংলাদেশে লঞ্চ করার?

ইয়ামাহা মোটর - হুম আমরা এটা ভেবেছি কিন্তু এখনও আমরা সিউর না । যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা খুব শীঘ্রই স্কুটার লঞ্চ করব । কারন স্কুটার সেগমেন্টে আমাদের প্রোডাক্ট লাইন খারাপ না ।

বাইকবিডি - এসিআই মোটরস শুধুই কি বাংলাদেশে ইন্ডিয়া থেকে ইয়ামাহা বাইক ইর্ম্পোট করতে পারে ? যদি না তাহলে তারা আর কোন ফ্যাক্টরি থেকে ইর্ম্পোট করতে পারবে ?

ইয়ামাহা মোটর - এসিআই মোটরস ইয়ামাহা পরিবারের একজন সদস্য । পরিবারে সদস্য হিসেবে তারা যেকোন ইয়ামাহা ফ্যাক্টরি থেকে বাইক ইর্ম্পোট করতে পারবে ।

বাইকবিডি - ইন্ডিয়ান মোটরসাইকেল এর সিসি প্রায় ১৫০ থেকে ২৫০ সিসি পর্যন্ত কিন্তু আমাদের দেশে সিসি নির্দিষ্ট করা হয়েছে । তাই ইয়ামাহা কোম্পানির কি কোন পদক্ষেপ আছে আমাদের দেশের সিসি বাড়ানোর জন্য ?

ইয়ামাহা মোটর - না আমরা এখনও তেমন কোন পদক্ষেপ নেই নি ।


yamaha r15 s price in bd


বাইকবিডি - ইয়ামাহা এনটিসার ১২৫সিসি এর মতন আর কোন ক্রূজার বাইক লঞ্চ করার কি চিন্তা ভাবনা আছে আপনাদের ?

ইয়ামাহা মোটর - ক্রূজার বাইকগুলো নির্দিষ্ট কাস্টমারদের জন্য এবং ইয়ামাহার স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য। আর ইয়ামাহা কোন ক্রূজার বাইক লঞ্চ করবে না । আর আপনাদের দেশের রাস্তাও ক্রূজার বাইকের চালানোর জন্য সঠিক না ।

বাইকবিডি - আপনাদের কি ইয়ামাহা আর১৫ ভার্শন৩ বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ করার চিন্তা-ভাবনা আছে ?

ইয়ামাহা মোটর - (হাহা হাসির সাথে) খুব ভাল প্রশ্ন । আমরা এই বিষয়টা নিয়ে বেশ চিন্তা-ভাবনা করছি কিন্তু আপনারা তো জানেন যে কিছুদিন আগে আমরা ইন্ডিয়াতে বাইকটা লঞ্চ করছি তাই এর পার্ফমেন্স দেখার পর বিষয়টা ভেবে দেখব ।

https://youtu.be/tpHM3MLAM30

বাইকবিডি - আমরা যতটুকু জানি যে জাপানিজ বাইক ম্যানুফ্যাকচারসরা রাইডারের নিরাপত্তার দিকে বেশ লক্ষ্য রাখে । তাই আপনাদের কি কোন প্ল্যান আছে রাইডার দের জন্য স্কুল বা ইভেন্ট প্রোমোট করা রাইডারদের নিরাপত্তার জন্য ইয়ামাহা থেকে ?

ইয়ামাহা মোটর - বর্তমানে এসিআই মোটরস কিছু পদক্ষেপ নিয়েছে এই বিষয় নিয়ে আশা করি ভবিষৎ আমরাও সাহায্য করব ।

বাইকবিডি - ইন্ডিয়া ইয়ামাহার দিক দিয়ে কোনটিকে বড় চ্যালেঞ্জ ছিল যেটা মোকাবেলা করতে হয়েছিল ইয়ামাহা বাংলাদেশকে ?

ইয়ামাহা মোটর - দাম,কারন সরকার ডিউটি স্ট্রাকচার প্রায় চেঞ্জ করে যার জন্য আমাদের সেই রুলস অনুযায়ী দাম ঠিক রাখতে হয় ।


yamaha scooter


বাইকবিডি - ইয়ামাহা মোটরসাইকেল ইন্ডিয়া থেকে কি বাংলাদেশের জন্য কোন আগাম বার্তা রয়েছে ?

ইয়ামাহা মোটর - আমি শিউর না কিন্তু এসিআই এর মি. জাহিদ আমাদের বলেছেন যে ইয়ামাহা ইলেক্ট্রনিক্স থেকেও নাকি তিনি প্রোডাক্টস ইর্ম্পোট করবেন ।

বাইকবিডি - আপনারা কি এসিআই মোটরস এর পার্ফমেন্স নিয়ে খুশি ?

ইয়ামাহা মোটরস - অবশ্যই, তারা আমাদের সব থেকে বেস্ট ডিলার পুরো পৃথিবিতে । মাঝে মাঝে আমরাই বলি যে আজ আর না আবার কালকে কাজ করতে । এসিআই এর টিম মেম্বার বেশ ফূর্তিলা ।


yamaha motor india factory bikebd


বাইকবিডি - কোন ধরনের জিনিস আপনাদের কাছে মনে হয় যে বাংলাদেশের বাইকরা ইয়ামাহার বাইকের সাথে ভুল করছে ?

ইয়ামাহা মোটর - আপানাদের একটা জিনিস বলি এফআই ইঞ্জিনে বার বার এক্সেলেরেশন দেওয়া লাগে না এর আরপিএম একা একাই বেড়ে চলে । তাই বার বার  এক্সেলেরেশন প্রয়োজন পড়ে না ।

বাইকবিডি - বাংলাদেশের বাইকারদের জন্য কি কোন ম্যাসেজ আছে আপনাদের পক্ষ থেকে ?

ইয়ামাহা মোটর - মোটরসাইকেল দৈনিন্দন জীবনের জন্য খুব দরকারি একটা গ্যাজেট । তাই আপনারা ইয়ামাহা বাইকের সাথে ইয়ামাহা লাইফ এনজয় করেন ।

দুঃখের বিষয় সময় কম থাকার জন্য আমরা অনেক প্রশ্ন করতে পারি নাই কিন্তু আমরা আশা করি আমরা ইয়ামাহা বাইকের মেইন পয়েন্টগুলো জানতে এবং আপনাদের জানাতে পেরেছি । নিষেধাজ্ঞার জন্য আমরা ফ্যাক্টরিতে খুব একটা ভিডিও বা ছবি তুলতে পারিনি, ইয়ামাহা মোটর ফ্যাক্টরিতে বেশির ভাগ কর্মচারীদের কাজের সময় মোবাইল বা ক্যামেরা ব্যবহার করতে দেওয়া হয় না ।


yamaha officiel india


এই ছিল আমাদের ইয়ামাহা ফ্যাক্টরি ভ্রমন এর আলোচনা, আমরা আগের আলোচনায় আপনাদের কাছে ইন্ডিয়া অটো এক্সপো ২০১৮ সর্ম্পকে আলোচনা করেছিলাম । আমরা এসিআই মোটরসকে মন থেকে ধন্যবাদ জানাতে চাই আমাদের এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য । আশা করি আমরা বাংলাদেশের পক্ষ থেকে আরো ইন্টারন্যাশন্যাল অটো শো সর্ম্পকে তুলে ধরতে পারব আপনাদের সামনে ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Tailg SL20A0040

Tailg SL20A0040

Price: 0.00

Sunra ROBO-S

Sunra ROBO-S

Price: 0.00

Tailg SL20A0050

Tailg SL20A0050

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Sunra ROBO-S

Sunra ROBO-S

Price: 0.00

Tailg SL20A0050

Tailg SL20A0050

Price: 0.00

Tailg CT24A0020

Tailg CT24A0020

Price: 0.00

View all Upcoming Bikes