ইয়ামাহা মটর কোম্পানি লিমিটেড এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

This page was last updated on 14-Jul-2024 11:14pm , By Ashik Mahmud Bangla

১লা জুলাই, ইয়ামাহা মটর কোম্পানি লিমিটেড এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ইয়ামাহা মটর কোম্পানী ১৯৫৫ সালে আইওয়াতা, সিজিওকা, জাপান এ এই ব্র্যান্ডটির হেডকোয়ার্টার স্থাপিত হয়। এই কোম্পানির প্রথম মডেলের মোটরসাইকেলটি হচ্ছে YA-1, এই বাইকটি তৈরি করেছেন বা বলা যায় যার হাত ধরে এসেছে তিনি হচ্ছেন গিনিচি কাওয়াকামি। এই দিন টিকে তারা ইয়ামাহা ডে নামে উদযাপন করে থাকে।

ইয়ামাহা মটর কোম্পানি লিমিটেড এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

yamaha foundation day yamaha motor company ltd   ইয়ামাহা এর দর্শন হচ্ছে কানদো, যার মানে হচ্ছে মানুষের আবেগের সাথে চলা। ইয়ামাহা বিশ্বাস করে যদি ব্র্যান্ডটি মানুষের আবেগের মধ্যে বা সাথে না চলে তবে সেটি ইয়ামাহা নয়। ইয়ামাহা শুধু মোটরসাইকেল উৎপাদন করে থাকে না, তারা স্পিড বোট ইঞ্জিন, গলফ কার্ট, এটিভি। ইয়ামাহা গাড়ির ইঞ্জিন তৈরিতেও দক্ষতা রয়েছে। তারা ফোর্ড, ভলভো, লোটাস এবং টয়োটা এর জন্য ইঞ্জিন তৈরি করে থাকে। তাদের কিছু বিখ্যাত ইঞ্জিনের মধ্যে রয়েছে Toyota Celica, MR2 & Lexus LFA।

yamaha-r15-v3-monster-edtion-price-in-bangladesh


 ইয়ামাহা সব সময় প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ড হিসেবে পরিচিত। Yamaha RX115 থেকে ইয়ামাহা এর কানদো দর্শনের শুরু হয়। যাতে ছিল ব্যালেন্স এবং পাওয়ারের পারফেক্ট সংমিশ্রণ। বাংলাদেশে যে বাইকটি বাইকারদের দৃষ্টি আকর্ষণ করেছে সেই হচ্ছে Yamaha FZS সিরিজ। ২০১০ এর দিকে তারা নতুন একটি কনসেপ্ট নিয়ে হাজির হয়, যেখানে মোটা টায়ার, ছোট হুইলবেস, ইঞ্জিন থেকে খুব বেশি পাওয়ার নয়।

Click To See Yamaha FZS FI V3 Test Ride Review

প্রথম দিকে কেউ এই কনসেপ্ট না বুঝতে পারলেও সময়ের সাথে সাথে সবাই বুঝতে পেরেছে যে ইয়ামাহা ব্রেক ও ব্যালেন্স এর দিকে লক্ষ্য রেখে এগিয়ে গিয়েছে। পরবর্তিতে অনেক কোম্পানি তাদের এই কনসেপ্ট ফলো করেছে।

বাংলাদেশের বাইকাররা যারা স্পিড ভালবাসেন তারা R15 V2 বাইকটিকে অনেক বেশি পছন্দ করেছে। শুধু মাত্র লুকস এর জন্য নয়, বাইকটির ইঞ্জিনের পাওয়ারও অনেক বাইকার কে অবাক করেছে। এছাড়া স্প্লিট সিট, ও সিটিং পজিশন ট্র্যাফিক জ্যামের মধ্যে একে আলাদা ভাবে দৃষ্টি আকর্ষণ করে থাকে। ইয়ামাহা মোটজিপিতে অনেক বেশি সক্রিয়, মোটজিপি হচ্ছে টু হুইলার জগতের সবচেয়ে প্রিমিয়াম ক্লাসের রেসিং। ইয়ামাহা এই পর্যন্ত ১৪টি ওয়ার্ল্ড মোটজিপি বিশ্ব চ্যাম্পিয়নশীপ জয় করেছে। ইয়ামাহা ৩৫টি ব্র্যান্ডের মধ্যে জয়ের দিকে থেকে ৩য় অবস্থানে রয়েছে। 

yamaha fzs v3 in bd

Yamaha motorcycles Ltd এবং ACI Motors Ltd দুটি কোম্পানি একই সাথে বাংলাদেশের বাইকারদের জন্য বেশ কিছু কাজ করেছে। এদের মধ্যে ঢাকা বাইক কার্নিভাল (২০১৭), স্বাধীনতা শপথ (২০১৮) এবং কক্স-বাজার রাইডিং ফিয়েস্তা (২০১৯) উল্লেখ যোগ্য। টিম বাইকবিডি এর পক্ষ থেকে ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইয়ামাহা মটর কোম্পানি লিমিটেড কে আমরা জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ।