ইয়ামাহা এই শীতে দিচ্ছে রেভ উইথ ইয়ামাহা ক্যাশব্যাক অফার!
Published On 02-Nov-2022 12:15pm , By Raihan Opu Bangla
ইয়ামাহা বাংলাদেশের অন্যতম প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ড। আসন্ন শীত উপলক্ষ্যে ইয়ামাহা নভেম্বরের শুরুতে নিয়ে এসেছে রেভ উইথ ইয়ামাহা অফার।

শীতকাল চলেই এসেছে বলা যায়, আর এই শীত এলেই বাইকাররা বিভিন্ন ভ্রমণে বের হন। এছাড়া বাইক কেনার একটি সময়ও এই শীতকাল। তাই এই সময় মোটরসাইকেল কোম্পানি গুলো তাদের অফার নিয়ে হাজির হয়।
ইয়ামাহা তাদের এই অফারে দিচ্ছে সর্বোচ্চ ২৫,০০০ টাকার ক্যাশব্যাক অফার। একজন কাস্টোমার মোটরসাইকেল ক্রয়ে সর্বোচ্চ এই ক্যাশব্যাক পাবেন। Yamaha XSR বাইকটিতে দিচ্ছে ২৫,০০০ টাকার ক্যাশব্যাক।

এছাড়া ইয়ামাহা Yamaha FZ-S FI V3 ABS Vintage Edition বাইকটির সাথে দেয়া হচ্ছে ফ্রী এক্সাইটিং জ্যাকেট। এই অফারটি চলবে নভেম্বর মাস জুড়ে।
এই অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে আপনার কাছাকাছি ইয়ামাহা মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। এই অফারটি সীমিত সময়ের জন্য তাই দ্রুত আপনার পছন্দের ইয়ামাহা বাইকটি ক্রয় করুন। ধন্যবাদ।
