Shares 2

সেমস গ্লোবাল আয়োজন করতে যাচ্ছে ৬ষ্ঠ ঢাকা বাইক শো ২০২২

Last updated on 12-Nov-2023 , By Raihan Opu Bangla

বাইকার্স কেমন আছেন? বাংলাদেশের সবচেয়ে বড় বাইক শো কোনটি? আশা করছি আপনারা এই শো এর জন্য অপেক্ষা করছেন। শুধু আপনারাই নয়, আমরাও এই বাইক শো এর জন্য অপেক্ষা করছি। 

সেমস গ্লোবাল আয়োজন করতে যাচ্ছে ৬ষ্ঠ ঢাকা বাইক শো ২০২২


৬ষ্ঠ ঢাকা বাইক শো ২০২২

আপনারা ভাবছেন কোন শো তাই না। হ্যা! ঢাকা বাইক শো। বাংলাদেশের সবচেয়ে বড় বাইক শো ঢাকা বাইক শো আবার আয়োজিত হতে যাচ্ছে। CEMS ৬ষ্ঠ বারের মত আয়োজন করতে যাচ্ছে ঢাকা বাইক শো ২০২২।

এই ৬ষ্ঠ ঢাকা বাইক শো আয়োজন করা হবে আগামী জুন মাসে। বাইকবিডি বাংলাদেশের সবচেয়ে বড় বাইক শো ঢাকা বাইক শো ২০২২ এর মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত থাকবে। 

গত দুই বছর ঢাকা বাইক শো আয়োজন করতে চেয়েও করা সম্ভব হয়নি। কারণ গত দুই বছর পুরো পৃথিবীতে করোণা মহামারীতে আক্রান্ত ছিল। তবে এবার করোণা মহামারীর প্রভাব কমে যাওয়াতে ঢাকা বাইক শো আয়োজিত হতে যাচ্ছে। 

CEMS জুনের শেষ ভাগে ঢাকা বাইক শো আয়োজন করতে যাচ্ছে। বাইকবিডি এই ৬ষ্ঠ ঢাকা বাইক শো এর মিডিয়া ও অনলাইন পার্টনার হিসেবে যুক্ত থাকবে। বাইকবিডি ৪র্থ বারের মত মিডিয়া ও অনলাইন পার্টনার হিসেবে যুক্ত থাকবে। 

আমরা জানতে পেরেছি যে ৬ষ্ঠ ঢাকা বাইক শো ২০২২ জুনের ২৩,২৪, এবং ২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

এবার আমরা CEMS সম্পর্কে কিছু তথ্য আপনাদের দেয়ার চেষ্টা করছি। সেমস গ্লোবাল হচ্ছে ইউএসএ এর একটি প্রতিষ্ঠান যা নিউইয়ার্কে অবস্থিত। মুলত তারা মাল্টি এক্সিবিশন ও কনভেনশন অরগানাইজার। 

তারা চারটি মহাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। সেমস গ্লোবাল ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। 

এই ৩০ বছরে সেমস গ্লোবাল বিভিন্ন অঞ্চলে বি২বি প্রফেশনাল ট্রেড শো, এবং বিজনেস সেক্টরে নানা ধরনের মেলা ও শো এর আয়োজন করেছে। 

গত ৩০ বছর ধরে  সেমস গ্লোবাল অনেক মাল্টিন্যাশনাল ব্র্যান্ড, বিজনেস এসোসিয়েশন, চেম্বার অফ কমার্স, আমদানী ও রপ্তানী কাউন্সিল, আন্তর্জাতিক ট্রেড প্রোমোশন অরগানাইজেশন এবং সরকারের সাথে এক যোগে কাজ করে আসছে। 

এখন প্রশ্ন আসতে পারে সেমস কেন বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। গত ২০২২-২৩ অর্থ বছরে বাংলাদেশের ইকোনমি গ্রো হয়েছে ৬.৯ শতাংশ। আর এই পরিসংখ্যান প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক। তাই সেমস গ্লোবালের জন্য এটি একটি সম্ভাবনাময় দেশ।

আপনারা অনেকেই ভাবছেন এবারের বাইক শোতে কি হবে। এবারের বাইক শোতে কি কি হবে, কোন কোন কোম্পানি গুলো এবারের বাইক শোতে অংশ গ্রহণ করবে, নতুন কোন বাইক লঞ্চ হচ্ছে কিনা, অথবা উচ্চ সিসির মানে বেশি সিসির কোন বাইক আসছে কিনা। তা নিয়ে আমরা বিস্তারিত আপনাদের শীঘ্রই জানাব। আর বিস্তারিত জানতে আমাদের বাইকবিডি ওয়েব সাইটে চোখ রাখুন।

সবশেষে আপনরা ৬ষ্ঠ ঢাকা বাইক শো এর জন্য প্রস্তুত তো? আমরাও প্রস্তুত। আশা করছি সবার সাথে আবার দেখা হবে এই ৬ষ্ঠ ঢাকা বাইক শো ২০২২ এ। আপনারা সবাই আমন্ত্রিত। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Bajaj Pulsar 400

Bajaj Pulsar 400

Price: 0.00

CFMoto 300SS

CFMoto 300SS

Price: 510000.00

Honda Shine 100

Honda Shine 100

Price: 107000.00

View all Sports Bikes

Upcoming Bikes

Bajaj Pulsar 400

Bajaj Pulsar 400

Price: 0.00

CFMoto 300SS

CFMoto 300SS

Price: 510000.00

Qj motor srk 250

Qj motor srk 250

Price: 0.00

View all Upcoming Bikes