Shares 2
New Suzuki Gixxer বাইক নিয়ে মালিকানা রিভিউ - আশফাক
Last updated on 18-Nov-2023 , By Md Kamruzzaman Shuvo
আমি আরমান ফেরদাউস আশফাক । আমার বাসা ময়মনসিংহ সদরে। আমি আজ আমার New Suzuki Gixxer মডেলের বাইকটি চালানো নিয়ে আমার অভিজ্ঞতা শেয়ার করবো।
.webp)
New Suzuki Gixxer বাইক নিয়ে মালিকানা রিভিউ
শুরুতেই বলে রাখি, এটি আমার প্রথম নিজের বাইক। বাইকটির বর্তমানে ৩০০০ কিলোমিটার চলছে। বাইকটি অত্যন্ত স্মুথ এবং প্রিমিয়াম ক্যাটেগরির একটি নেকেড স্যাগমেন্টের বাইক। কন্ট্রোলিং ও অসাধারণ সাথে Anti-Lock Breaking System ABS যুক্ত।
তবে এই বাইকটির কিছু নেগেটিভ দিক ও রয়েছে। গিয়ার শিফ্টিং অনেক হার্ড। তবে এই সমস্যা প্রায় সব সুজুকিরই। Fi ইঞ্জিন তাই ভালো মানের ফুয়েল ব্যাবহার করতে হয়। এছাড়াও এর সার্ভিস অনেক এক্সপেনসিভ।

দক্ষ টেকনিশিয়ান ছাড়া যেখানে সেখানে সার্ভিস করা যাবেনা। এছাড়া হিটিং ইস্যু তো আছেই। বাইকটির কিছু ভালো দিক এর মধ্যে এর ব্রেকিং , ব্যালেন্সিং , কন্ট্রোলিং অন্যতম এর হেডলাইটের আলো যথেষ্ঠ ভালো ।
.webp)

বাইক সম্পর্কে কিছু দরকারি টিপস । বাইকে ফুয়েল কম রাখা উচিত নয় Fi মটরে সমস্যা হয় । ভালো পার্ফরমেন্স পেতে ভালো মানের ফুয়েল ব্যবহার করতে হবে। যত ভালো মেইনটেইন করা হবে তত ভালো সার্ভিস পাওয়া যাবে।
এই ছিলো আমার প্রিয় বাইক নিয়ে আমার রাইডিং আমার অভিজ্ঞতা। ধন্যবাদ ।
লিখেছেনঃ আরমান ফেরদাউস আশফাক
T
Published by Md Kamruzzaman Shuvo