৩৫ হাজার কিলোমিটার রাইডের পর Yamaha R15 V3 ইউজার রিভিউ - সাকিব
আমি সাজ্জাদ সাকিব , বিগত তিন বছর ধরে আমি Yamaha R15 V3 ব্যবহার করছি। এই সময়ে বাইকটির সাথে আমার অনেক স্মৃতি, অভিজ্ঞতা এবং দীর্ঘ ভ্রমণ জড়িয়ে আছে। বাইকটি মোটামুটি ৩৫,০০০ কিলোমিটার চালানোর পর আমার অভিজ্ঞতা শেয়ার করছি।
M
Md Kamruzzaman Shuvo