কেন আমি Yamaha R15 V3 বেছে নিয়েছিলাম - রিফাত হাসান
আমি রিফাত হাসান তালুকদার । আমি বর্তমানে চালাচ্ছি Yamaha R15 V3 । বাইকটি Indonesian ভার্শন , ভালোবেসে আমি এর নাম রেখেছি ব্লুবেরি। আমার বাইক কেনার দিনটা ছিল জীবনের এক বিশেষ মুহূর্ত। বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছিল সেদিন। তবে এই দিনটিকে আরও স্মরণীয় করে তুলেছিল আমার বাবা কারণ বাইকটি কেনার পর প্রথম চালিয়েছিলেন তিনিই।
M
Md Kamruzzaman Shuvo