৬ ঘন্টা বাইক চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেয়ার আবেদন

This page was last updated on 20-Nov-2023 12:44pm , By Raihan Opu Bangla

ঈদুল ফিতর উপলক্ষ্যে জনস্বার্থে পদ্মা সেতুতে প্রতিদিন ৬ ঘণ্টা করে মোটরসাইকেল চলাচলের জন্য খুলের দেয়ার দাবি জানিয়েছেন মোটরসাইকেল অ্যাসেম্বলার্স ও ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিমামা)। গত মঙ্গলবার রাজধানীর বনানীতে সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন কাছে এক আবেদনে এই দাবি জানিয়েছে সংগঠনটি।

৬ ঘন্টা বাইক চলাচলের জন্য

জনস্বার্থে পদ্মা সেতুতে প্রতিদিন ৬ ঘণ্টা

আবেদনে উল্লেখ করা হয়, মোটরসাইকেল শিল্পকে অগ্রাধিকার প্রদান করে সারাদেশে একটি ব্যয় সাশ্রয়ী পরিবহণ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বর্তমান সময়ের প্রেক্ষাপটে পরিবহন ব্যবস্থায় মোটরসাইকেল সাধারণ মানুষের একটি নিত্যপ্রয়োজনীয় পরিবহণ মাধ্যমে পরিণত হয়েছে, যা সকলের যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ করে তুলেছে।

মানুষের ব্যক্তি ও কর্মজীবনকে সহজসাধ্য এবং গতিশীল করতে মোটরসাইকেলের ভূমিকা উল্লেখযোগ্য। ফলে একদিকে মানুষের দৈনন্দিন যাতায়াত ব্যয় অনেকাংশে হ্রাস পেয়েছে।

প্রতিবছর ঈদ উদযাপনে লাখ লাখ মানুষ ঢাকা ছেড়ে এলাকায় যান। ফলে গণপরিবহণ ও ট্রেনের ওপর প্রবল চাপ পড়ে, যা আমরা অনেকেই জানি। অনেকেই ঈদের সময়ে এসব বাহনের টিকিটও সংগ্রহ করতে পারেন না, কারণ টিকেটের অতিরিক্ত দাম এবং টিকেট স্বল্পতা। এছাড়া বাস ট্রেনের স্বল্পতাও বড় একটি কারণ। এসব কারণে অনেকেই এখন নিজস্ব বাহনে ভ্রমন করতে চান। আর সহজ লভ্য হবার কারণে মোটরসাইকেলের গুরুত্বও অনেকাংশে বেড়ে গিয়েছে।

সে কারণে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী নিজস্ব মোটরসাইকেল যোগে নিজ এলাকায় গমন করে থাকেন। এতে তারা নিজস্ব সময়সূচি অনুযায়ী ভ্রমণ করতে পারেন এবং নিজস্ব বাহন নিয়ে ভ্রমণ করার ক্ষেত্রে তারা স্বাচ্ছন্দ্যও বোধ করেন।

কিন্তু দুঃখজনকভাবে পদ্মাসেতু দিয়ে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকায় দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এলাকার বিপুল সংখ্যক মানুষ ঈদের সময় তাদের নিজের বাহনে নিজ এলাকায় যেতে পারছেন না।

জনস্বার্থে পদ্মা সেতুতে প্রতিদিন ৬ ঘণ্টা

ফলে তারা বাড়ি ফেরার সময় বিরাট সমস্যার সম্মুখীন হচ্ছেন। এমতাবস্থায় জনস্বার্থে খন্ডকালীন সময়ের জন্য পদ্মাসেতু দিয়ে অন্তত অর্ধবেলা অর্থাৎ প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত অথবা সুবিধাজনক সময়ে মোটরসাইকেল চলাচলের আবেদন জানিয়েছে সংগঠনটি।

এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার রায় জনকণ্ঠকে বলেন, ‘পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকায় দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এলাকার বিপুল সংখ্যক মানুষ ঈদের সময় তাদের নিজস্ব বাহনে নিজ এলাকায় যেতে পারছেন না। ফলে তারা বিরাট সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই ঈদের সময় যাতের অর্ধবেলা মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়া হয় সেজন্য সেতু সচিব বরাবর আবেদন দেয়া হয়েছে, যাতে করে তারা বিষয়টি বিবেচনা করে দেখেন এবং এর একটি সুষ্ঠ সমাধান প্রদান করেন।

তিনি আরও বলেন, ‘ঈদের পূর্ববর্তী সময়ে ঢাকার গুরুত্বপূর্ণ বহির্গমন পথে মোটরসাইকেল আরোহীদের জন্য বিশেষ সচেতনতামূলক প্রচারণার ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিমামা)। প্রচারণায় সড়ক ব্যবহার ও ট্রাফিক নিয়ম পালনের প্রতি গুরুত্ব প্রদান করা হবে।’


প্রতিবেদনঃ দৈনিক জনকন্ঠ

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Honda XL250 Degree

Honda XL250 Degree

Price: 0.00

Yamaha FZ-S 153

Yamaha FZ-S 153

Price: 0.00

Yamaha YB 100 Deluxe

Yamaha YB 100 Deluxe

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Bajaj Pulsar NS150

Bajaj Pulsar NS150

Price: 0.00

Bajaj Pulsar 400

Bajaj Pulsar 400

Price: 0.00

CFMoto 300SS

CFMoto 300SS

Price: 510000.00

View all Upcoming Bikes